আসসালামু-আলাইকুম।
কেমন আছেন সবাই ? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি পোস্ট করতে যাচ্ছি। আমার এই পোষ্টের মূল বিষয়বস্তু হচ্ছে "নদী, প্রকৃতি ও মানুষের কথা"। আজ আমি আমার জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর কিছু আলোকচিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম।
নদী ও প্রকৃতি:
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
নদীর সাথে প্রকৃতি ও মানুষের গভীর সম্পর্ক রয়েছে। নদী হল প্রকৃতির অপরূপ সৃষ্টি। নদী ও প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে মিশে আছে। নদী ছাড়া প্রকৃতির সৌন্দর্য যেন অপূর্ণই রয়ে যায়। প্রকৃতির মাঝে বয়ে চলা এ নদী যেন প্রাকৃতিক সৌন্দর্য্যকে পূর্ণতা দান করে।
নৌকা ভ্রমন:
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
আমি কিছুদিন আগে এই দুধকুমর নদীতে আমার কিছু বন্ধুদের নিয়ে নৌকা ভ্রমণ করেছি। নদীর বয়ে চলা অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। নদী ও আমি যেন একে অন্যের সাথে মিশে গিয়েছিলাম। এই নদীর অপরূপ সৌন্দর্য দেখে আমার মনের সকল গ্লানি নিমিষেই দূর হয়ে গিয়েছিল।
নদী ও মানুষের কথা:
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
নদী ও মানুষের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। নদী যেন মানুষের জীবনের এক ভাঙ্গা গড়ার খেলা। নদীর পাড়ের মানুষ প্রাকৃতিক দুর্যোগ, খরা বন্যা ও জলোচ্ছ্বাস ইত্যাদিকে মোকাবেলা করে তাদের জীবন অতিবাহিত করে। এছাড়া নদীর পাড়ের মানুষ নদীর ভাঙ্গনের শিকার হয়। নদী ভাঙ্গনের ফলে নদীর পাশে চর অঞ্চলের মানুষ তাদের সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব। নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তাদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। চরাঞ্চলের মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে আজ নিঃস্ব। অনেকে হারিয়েছে তাদের শেষ সম্বল। আজ তাদের সব স্বপ্ন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো নদী ভাঙ্গনের ফলে অনেক পরিবার তাদের প্রিয়জনের শেষ ঠিকানা কবরের অস্তিত্বটুকু হারিয়ে ফেলেছে। তারা আর কোনদিন তাদের প্রিয়জনের শেষ ঠিকানা কবরের অস্তিত্ব খুঁজে পাবেনা। যা আজ তাদের রঙিন স্বপ্নের সাথে প্রিয়জনের অস্তিত্ব নদীর সাথে মিশে গেছে।
নদী ভাঙ্গনের কারণ:
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
নদী ভাঙ্গনের কিছু প্রাকৃতিক কারণ থাকলেও মানুষ সৃষ্টি কারণও চোখে পড়ার মতো।যেমন: অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা, নদী খনন করা ইত্যাদি। অপরিকল্পিতভাবে নদী খনন নদী ভাঙ্গনের গুরুত্বপূর্ণ কারণ। কিছু অসাধু অর্থলোভী মানুষ তাদের স্বার্থের পাহাড় গড়তে অপরিকল্পিতভাবে নদী থেকে বালু খনন করে থাকে। এখানে রয়েছে পরিকল্পনার অভাব ফলে নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। আর নদী পাড়ের মানুষ হারাচ্ছে তাদের সর্বস্ব।
নদী ভাঙ্গন প্রতিরোধ:
Cemera:Oppo-A12.
Cemera:Oppo-A12.
সচেতনতা মাধ্যমে কিছুটা হলেও নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব। এজন্য দক্ষ লোক দ্বারা এ সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির গঠন করে এর সঠিক কারণ নির্ণয় করে তা প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভব হবে। নিয়মিত জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করলে মানবসৃষ্ট নদী ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব। নদীর পাড়ে বেড়িবাঁধ নির্মাণ করলে এবং নদীর পাড়ে বেশি বেশি করে বৃক্ষরোপণ করলে হয়তোবা নদী অঞ্চলের এসব অসহায় মানুষ নদী ভাঙ্গনের প্রকৃতির এই লীলাখেলা থেকে রক্ষা পাবে। হয়তোবা আর কাউকে এভাবে সর্বস্ব হারাতে হবে না। এভাবেই বেঁচে যাবে হাজারো পরিবার।
আমার পোস্টটি দেখার জন্য এই সম্প্রদায়ের সম্মানিত এডমিন ও মডারেটরদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়া এই সম্প্রদায়ের অন্যান্য সকল সদস্যদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আমার এই পোস্টটি দেখার জন্য।
Cc:
@rme
@amarbanglablog
@hafizullah
@curators
@blacks
@moh.arif
@winkles
@shuvo35
@elianaelisma
@photoman
@royalmacro
ধন্যবাদ সকলকে।
ভালো চেষ্টা করেছেন। অনেক সময় দিয়েছেন।
১. মার্কডাউন ব্যাবহার করে পোস্টটিকে পাঠকের পাঠের জন্য সহজ করুন।
২. একই কথা বার বার লিখবেন না। পাঠক আগ্রহ হারিয়ে ফেলে।
৩. একটি পোস্টে একটি উদ্দেশ্য রাখুন। যেমন- ধরুন আপনি নদীর সৌন্দর্য প্রকাশ করতে চাচ্ছেন। সৌন্দর্য প্রকাশ করুন।কিভাবে সেই সৌন্দর্য একজন পাঠক উপভোগ করতে পারে সেটা লেখুন।
আমি নিয়মিত ব্লক লিখি চাইলে স্টাইল follow করতে পারেন। ধন্যবাদ।
প্রথম বিমান ভ্রমন @gentleman1574
কোভিড যুদ্ধে ইমিউনিটিই সেনাপতি(dietary) @gentleman74
সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের ব্লগের discord- https://discord.gg/m6ABQ4BH
follow করুন।
ধন্যবাদ আপনাকে। অবশ্যই অনুসরণ করব।
সুন্দর হয়েছে ছবিগুলো এবং ভাল ব্যাখ্যা দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
আমার পোস্টটি দেখার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ।
ছবিগুলো এবং লেখা দুটোই ভালো হয়েছে।
প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ।