প্রথম বিমান ভ্রমন @gentleman1574steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি স্মৃতি রোমন্থন করব।

প্রথম বিমান ভ্রমনের স্মৃতি


নভেম্বর এর ১০ তারিখ।সালের হিসাবে ২০২০। করোনা কালিন বেকারত্ব কাটিয়ে নতুন অফিসে এ্যসিসট্যান্ট ইন্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেছি। খুলনাতে রুপসা নদীর পাড়ে নতুন অডিটোরিয়াম হচ্ছে। কনসালটেন্ট হিসেবে আামাকে যেতে হবে। ঢাকা থেকে খুলনা ২২০কিমির পথ। আর সময়ের হিসাবে ৭ঘন্টার ভ্রমন।

বাড্ডার প্রোজেক্টের কাজ শেষ করে খুলনার পথে রওনা হওয়ার কথা। সারাদিন সাইটে কাজের পর বাস জার্নি, চিন্তা করেই হয়রান লাগছিল। ভাগ্যক্রমে দুপুর ২টার দিকে জানতে পারলাম বাসে নয় জার্নিটা হবে বিমানে। প্রথম বিমান ভ্রমন হবে - সে চিন্তা মাথায় আসতেই গ্লানি ঘুচে এক রোমাঞ্চকর অনুভূতি শুরু হল। অনেক অপেক্ষার পর 🥱 বিকাল ৫ঃ৩০ টায় শাহজালাল বিমানবন্দরে ছুটে গেলাম। ফ্লাইট ৭ঃ১৫ ধরতে হবে। গন্তব্য- যশোর।

বিমানবন্দরে ঢুকেই একটু অবাক।সবকিছু চকচকা-পরিপাটি। সবাই নিয়ম করে ডাস্টবিন ব্যবহার করছে। এই ব্যাপারটা খুবই ভাল লাগল।

ট্রেন ষ্টেশনগুলোও এমন হতে পারত যদি আমরা সচেতন নাগরিকের মত ব্যবহার করতে পারতাম।

৭ঃ০০ টার সময়, লাইন ধরে বাসে উঠলাম। বিমানের বাস। ৫মিনিটের রাস্তা ধিরে ধিরে ১০মিনিটে বাস বিমানের কাছে নিয়ে গেল।

বিমানে চড়ে বসার পর বিমানবালা সৌজন্য উপহার দিয়ে গেল এবং সিটবেল্ট চেক করল। ঠিক ঠিক ৭ঃ১৫। গর্জে উঠল ইন্জিন। খুব ধিরে শুরু হয়ে আস্তে আস্তে গতি বাড়ল। প্রায় ৬/৭ মিনিট পর হঠাৎ বিমান যেন মাটি থেকে লাফ দিয়ে উঠল। খাড়া উপরে। শুনেছিলাম উচ্চতায় মানুষের অনেক অদ্ভুত অনুভূতি হয়। কিছু হচ্ছে না বুঝতে পেরে জানালার বাইরে রাতের উত্তরার ছবি তুলে নিলাম

IMG_20201127_193516.jpg

ছবি শেষে কানে হেডফোন দিয়ে বসলাম। বিমান ৪৫° কিংবা তারও বেশি বেকে গেল। নতুন, সুন্দর অনুভূতির শুরু এই। শুন্যে পল্টি খাচ্ছি। দারুন না!

ড্রাপ্ট পানক এর - ইন্সট্যান্ট ক্রাশ গানটা চালিয়ে দিলাম। গানটি শুনুন ২ মিনিট শুনতেই হঠাৎ শ্রবন শক্তি হ্রাস পেল। ভাল শুনছি না। উচ্চতার কারনে হচ্ছে জানতাম- কিন্তু এমন নতুন অভিজ্ঞতা একটু উসখুশই লাগছিল।

১৮মিনিটের যাত্রা শেষে যশোর এসে নামলাম। ৭ ঘন্টার জার্নি ১৮ মিনিটে শেষ করে বেশ প্রশান্তিতে পরের পদক্ষেপ শুরু হল।

ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে আমার কাচা হাতের বর্ননা পুরোটা পড়ার জন্য।

ভালো থাকবেন।

নিবেদক-

চৌধুরী আরাফাত হোসেন

এ্যসিসট্যান্ট ইন্জিনিয়ার, পুরকৌশল।

image.png

CC:-
@amarbanglablog
@photoman
@rme
@hafizullah
@blacks
@winkles
@rex-sumon
@moh.arif

2d46Q264YMJpcjK9xgCvt6W2uZDFqjWTDsM1KBwKjTHcayiGjPrwADYcZ7SZA8hmKHN8QawvFHkXHyuSsQSHWUUrs8saDsAGM9dT63ru8CC9vN2NiZjLqFknKhG61k...EG1Mt4GyxbZA4BzdAdk2JKSoFsFhBb7n6szPGQBgpG1iXWE8SWHhqkQPvRvxX65pBNqt45UgF5ZKQzBBTKWsvEGT6b1xLQ6cDLLrd1iYr17HbSbipdPHkqX4G5.gif

Sort:  

আপনার পোষ্টটা অনেক সুন্দর হয়েছে।আসলে মানুষকে কাজের জন্য অনেক জায়গায় যেতে হয়।আশা করি আপনার প্রথম বিমান ভ্রমণটা ভালো ছিল।

হা। প্রথম অভিজ্ঞতা সবসময় ভাল।

নিজের মনোভাব অনেক সুন্দর করে প্রকাশ করেছেন। সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপনাকে। মতামত এবং সাপোর্ট করার জন্য

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আগের তুলনায়, ভালো লেগেছে ভাই। এভাবে চেষ্টা চালিয়ে যান। তবে মার্কডাউন ব্যবহার করতে হবে, মার্কডাউন এখানে দেখুন

সাধ্যমত চেষ্টা করেছি ভাই। আপনার আগের কমেন্ট চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

 3 years ago 

চমৎকার ভাই, আমরা একসাথে আমাদের কমিউনিটির মাধ্যমে এগিয়ে যাবো, বাংলা ভাষার জয় অবশ্যই হবে।

ইনশাআল্লাহ ভাই।

ভাইয়া সুন্দর পোস্টাও curation পাচ্ছে না।

 3 years ago 

ধন্যবাদ আপনার বিমানযাত্রার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। মন্তব্য ও সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকার জন্য।
শুভ বাংলা ব্লগিং।

 3 years ago 

আপনার প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করার জন্য ধন্যবাদ 💗
পোস্টটি সুন্দর ছিল ♨️
কিন্তু মার্ক ডাউনের কিছুটা সমস্যা ছিল।
কোন ব্যাপার না, এইটুকু কাটিয়ে উঠবেন আশাকরি ইনশাআল্লাহ 🥀
আর একটা বিষয় ভোট আপনার পোস্টের জন্য পড়ছে ইনশাআল্লাহ আরও অপেক্ষা করুন এই সম্প্রদায়ের অভিভাবক @rme যিনি অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ।
ভালো পোস্টের জন্য ভোট কখনও খুঁজতে হয়না ভাই এমনি পেয়ে যাবেন।

rose-1154830_640.webp

💚সৃজনশীলতাই শক্তি 💚

ইন্জি: ইমরান হাসান

অসাধারন মন্তব্য,ভাই। আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

♨️ ধন্যবাদ ♨️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 60745.98
ETH 2342.23
USDT 1.00
SBD 2.52