ফটোগ্রাফি-ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আজ আমি বিভিন্ন কালারের কয়েকটি জবা ফুলের ফটোগ্রাফি সবার মাঝে শেয়ার করব তো বন্ধুরা চলুন আমার আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে নেয়া যাক।

ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি:

IMG_20241114_082227.jpgCemera: Oppo-A12.
Location


জবা ফুল খুবই সুন্দর। আর নার্সারিতে গেলে অনেক রকমের জবা ফুল দেখতে পাওয়া যায়। এই ফটোগ্রাফি গুলো অনেক আগে করেছিলাম। হঠাৎ করে ফোনের গ্যালারিতে এগুলো পেয়ে গেলাম। আর সেখান থেকে যখন এই ফটোগ্রাফিটি দেখলাম দেখে আমার ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর লাগছিল কালারটি। দেখে মুগ্ধ হয়েছি আর ফটোগ্রাফি সবার মাঝে উপস্থাপন করেছি।

IMG_20241114_082120.jpgCemera: Oppo-A12.
Location


গোলাপি রঙের জবা ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। এই জবা ফুলের পাপড়ি গুলো সবচেয়ে বেশি সুন্দর। এই ফুলগুলো সাইজে অনেক বড় হয়। আর দেখতে ভালো লাগে। বর্তমানে বিভিন্ন প্রজাতির জবা ফুল নার্সারিতে দেখা যায়। অনেক কালারের সমন্বয় দেখা যায় সেখানে। বড় বড় জবা ফুলগুলো দেখতে ভালো লাগে। নার্সারিতে গেলে বিভিন্ন রকমের ফুলের সংগ্রহ লক্ষ্য করা যায়। সব ফুল একসাথে দেখেও ভালো লাগে।

IMG_20241114_082317.jpgCemera: Oppo-A12.
Location


সাদা জবা ফুল দেখতে খুবই সুন্দর। সাইজে খুব একটা বড় ছিল না। তবে দেখতে খুবই আকর্ষণীয় ছিল। সাদা জবা ফুলগুলো অনেক ভালো লেগেছিল দেখতে। ছোট গাছে যখন ফুল ফোটে তখন দেখতে আরো বেশি ভালো লাগে। যেহেতু নার্সারিতে বিভিন্ন রকমের জবা ফুলের সংগ্রহ ছিল তাই সেখানে আমি অনেক কালারের জবা ফুল দেখেছি। আর সাদা জবা ফুলটি দেখে অনেক ভালো লেগেছিল। আর ছবি তুলে রেখেছিলাম।

IMG_20241114_081936.jpgCemera: Oppo-A12.
Location


জবা ফুলের প্রত্যেকটি কালার অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। রানী গোলাপি রঙের জবা ফুল হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এই ফুলগুলোর একটি বিশেষত্ব হচ্ছে ফুলের পাপড়ির সাইজ অন্যান্য জবা ফুলের থেকে অনেকটা বড় আর দেখতে খুবই সুন্দর। অন্য জবা ফুলের সাইজ আর এই ফুলের সাইজ অনেক আলাদা। বড় বড় জবা ফুলগুলো দেখতেও ভালো লাগে। আর আমি তো সুন্দর এই জবা ফুল দেখে অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20241114_082025.jpgCemera: Oppo-A12.
Location


লাল জবা ফুল আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। গ্রাম অঞ্চলে বিভিন্ন বাড়িতে লাল রঙের জবা ফুলের গাছ রয়েছে। আমরা ছোটবেলা থেকেই লাল জবা ফুলের সাথে অনেক পরিচিত। এই লাল জবা ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর। অন্যান্য ফুলের ভিড়ে এই সুন্দর লাল জবা ফুলটি আলাদা রকমের লাগছিল। আর দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আমি অনেকগুলো ফটোগ্রাফি করে রাখার চেষ্টা করেছি।

বিভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের সকলের মাঝে উপস্থাপন করতে খুবই ভালো লাগলো। আমি যখন নার্সারিতে যাই তখন অনেক রকমের ফটোগ্রাফি করি। তো বন্ধুরা আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি বেশি মুগ্ধ হয়েছি। খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফোটোগ্রাফির বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এতগুলো কালারের জবা ফুল একসাথে এর আগে খুবই কম বার দেখেছি। জবা ফুল আমি অনেক বেশি পছন্দ করি। প্রত্যেকটি জবা ফুল অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

এত সুন্দর সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। প্রত্যেকটা জবা ফুলের সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগছিল। জবা ফুল আমার অনেক বেশি পছন্দের। ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। একেবারে অস্থির ছিল প্রত্যেকটা জবা ফুলের ফটোগ্রাফি।

 last month 

এখন যেন কেমন। সব ফুল গুলোই ভিন্ন রকমের পাওয়া যায়। আপনি বেশ কয়েকটি ভিন্ন রকমের এবং কালারের জবা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফুল গুলো দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last month 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখে সত্যি আমি একেবারে মুগ্ধ হলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ফটোগ্রাফি পছন্দ করে না এরকম মানুষকে খুবই কম পাওয়া যাবে। আর এরকম ফটোগ্রাফি করলে তো আরো বেশি ভালো লাগে। এমন সৌন্দর্য দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকাই যায় না। সব মিলিয়ে আপনি আজকে জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।

 last month 

জবা ফুলের সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো করেছেন। এই জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সুন্দর সুন্দর ফটোগ্রাফি আর বর্ণনা করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last month 

আরিব্বাস, কাকে ছেড়ে কাকে দেখি। প্রত্যেকটা জবাই যে নজর কেড়ে নিচ্ছে। আজকাল জবার এত রকমের ভ্যারাইটি। আর সবকটাই কি অপূর্ব দেখতে। আপনি ছবিগুলো অত্যন্ত দক্ষ হাতে তুলেছেন। একটা ছবিও কোনো রকম ভাবেই গরমিল হয়নি। ব্রাইটনেস থেকে শুরু করে কনট্রাস্ট একদম পারফেক্ট।

 last month 

আপনি জবা ফুলের ফটোগ্রাফি গুলি এতটা নিখুঁতভাবে ক্যাপচার করেছেন যে দেখে চোখ সরানো কঠিন হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফটোগ্রাফির পিছনে বেশ সময় দিয়েছেন। আর এরকম ফটোগ্রাফি গুলি দেখতে ও ভীষণ ভালো লাগে। বিভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি গুলি দেখে মনটা ভালো হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া দুর্দান্ত কিছু জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

আমাদের দেশে বিভিন্ন কালারের জবা ফুল দেখা যায় সব গুলো কালার ই খুবই সুন্দর। তবে বিশেষ করে লাল জবার সাথে অন্য গুলোর তুলনা চলে না।অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97111.20
ETH 3382.29
USDT 1.00
SBD 3.20