You are viewing a single comment's thread from:
RE: নিজের মনে জমে থাকা কিছু কষ্টের কথা
লেখা গুলো পড়ে সত্যি ই খারাপ লাগলো।এখানে সব দোষ আপনার ভাইদের।কারন তারা তার মা কে ছেলেবেলা থেকে দেখে আসছে।মা কেমন তা তারা ভালো করেই জানে।বউরা তো কিছুদিন হয় এসেছে।মা কে মায়ের জায়গায় সম্মান দিয়ে রাখতে হয়।আর বউদের প্রথম থেকে বুঝাতে হয় মায়ের উপর কথা না বলতে।সংসারে মুরব্বির প্রাধান্য দেয়া ভীষণ জরুরী।ছেলেমেয়েরা মা-বাবাকে সম্মান করলে বউ কিংবা জামাইরাও সম্মান করবে।আমি আশা করবো আপনার ভাবীরা নিজেদের ভুল বুঝে শ্বাশুড়ি কে সম্মান করে কথা বলবে।ধন্যবাদ আপু কিছু তিক্ত অনুভুতি শেয়ার করার জন্য।
আপু আমিও মা কে এই কথাই বলি, বউদের কোনো দোষ নেই। ভাইয়ারা যদি ঠিক থাকতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। যারা বুঝে তারা প্রথমেই বুঝে, তা না হলে কখনো বুঝে না। ধন্যবাদ।