আপু আমরা এই ফলটাকে জাম্বুরা নামেই চিনি।তবে সিলেটে এটাকে মাততু বলে এটা আজ প্রথমই শুনলাম।সব দেশেই আজকাল সবকিছু পাওয়া যায়। শুধু স্বাদের তফাৎটা থাকে।আপনি ওদেশে জাম্বুরা পেয়েছেন কিন্তু দেখা বা স্বাদ কিচুটা ভিন্ন। তারপরেও আপু নাই মামার চেয়ে কানা মামা ও ভালো কি বলেন? জাম্বুরা মাখা দেখে জিভে জল চলে এলো।আমাদের এখানেও এখন অনেক জাম্বুরা পাওয়া যাচ্ছে।খাওয়া হয় মাঝে মাঝে।এটা ঠিক মিষ্টির সাথে টক হলে একটু বেশীই মজার হয় খেতে।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।