You are viewing a single comment's thread from:

RE: নদীর পাড়ে ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া

in আমার বাংলা ব্লগlast year

আপু চারিদেকে জ্বর, সর্দি।ঘরে ঘরে এই অবস্থা। ভাইয়ার জ্বর শুনে খুব খারাপ লাগলো।আশাকরি খারাপ কিছু হবে না।আল্লাহ হেফাজত করবে, আমিন।টেস্ট করান, আশাকরি বিপদ কেটে যাবে।
আপনি বেশ কিছু দিন আগে নদীর পাড়ে ঘুরাঘুরি আর তার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।সেখানে গোল্লা আইসক্রিম দেখতে পেয়ে খেয়েছেন। আসলে আপু আমার ছেলেও স্কুল থেকে বের হয়ে এই গোল্লা আইসক্রিমের বায়না ধরতো খেতে। আমি প্রথমে বোঝার চেষ্টা করলাম।পরে দেখি রঙ আর বরফ আর কিছুই না।আমি ওকে দুইদিন দিয়েছি।এখন চাইলেও দেইনা।তার চাইতে কুলফি বললেন তা অনেক গুন ভালো। আর এই গোল্লা আইসক্রিমের দাম ২০ টাকা করে নেয়।ওখানে দামটা বেশিই নিয়েছে।যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো। অনেক দোকান দেখা যাচ্ছে।সবাই টুকটাক কেনাকাটা করছে ও।আপনারা সন্ধ্যায় রেস্টুরেন্টে গিয়ে ফুচকা,চটপটিও খেয়েছেন।ভালো লাগলো আপু আপনার অনুভূতি গুলো পড়ে।

Sort:  
 last year 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এই আইসক্রিম গুলো বরফ আর রং ছাড়া কিছুই থাকে না । দামগুলো অতিরিক্ত নেয়। আর খেয়েও মজা নেই ।বাচ্চাদের না দেওয়াই ভালো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58447.11
ETH 2624.03
USDT 1.00
SBD 2.45