ভাইয়া আপনার পোস্টটি পড়ে খুব খারাপ লাগলো।আপনার রেস্টুরেন্ট ছিল আমার জানা নেই।আজই জানলাম।যাক ছেলেটার কাছে থেকে মোবাইল কিনে আজ এমন ভোগান্তিতে পরলেন।আসলে এ যুগে কোন মানুষকেই চট করে বিশ্বাস করা ঠিক নয়।আর অপরিচিত হলে তো আরো নয়।ফোন দিয়ে এসে ভালো ই করেছেন।আশাকরি আপনার পোস্ট পড়ে সবাই সাবধান হয়ে যাবে।ধন্যবাদ ভাইয়া আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।
আমার একটি খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল। তবে আমি পরিচালনা করতে ব্যর্থ হয়ে যাই। কেননা আমি একা একজন মানুষ হওয়ার কারণে ক্যাশে বসার মত বিশ্বস্ত কোন লোক ছিল না। তাই যাকে ক্যাশে বসাইতাম সেই টাকা মেরে দিত। অন্যদিকে হোটেলের স্টাফরা খাবার চুরি করে খেত। যা আমার একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে রেস্টুরেন্টটি বাদ দিতে হয়েছে। যাই হোক আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।