You are viewing a single comment's thread from:

RE: দুই বন্ধুর সাথে পদ্মার চরে ঘোরার অভিজ্ঞতা (প্রথম পর্ব)।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ভাইয়া। আশাকরি এই শীতে পরিবারের সবাই কে নিয়ে ভাল আছেন,এমনটাই আশাকরি।
আপনার বন্ধু ফেরদৌস ভাইয়া ফরিদপুর এসেছে তাই তাকে নিয়ে বন্ধু রাফসান ভাইয়ার শোরুমে বেশ গল্প করলেন আর তখন ঠিক করলেন পদ্মার চরে ঘুরতে যাবেন।গরম কালে বালি রোদের তাপে গরম হয় তাই আপনার শীতকালেই ঘুরতে ভাল লাগে। আর এসব জায়গায় বেশি মানুষ হলে ঘুরতে বেশ ভাল লাগে।কিন্তু প্রথমে ফেরদৌস ভাইয়া এত সকালে উঠে যেতে চাইছিল না। যাই হোক শেষমেষ প্রদীপ ভাইয়া সহ আপনারা গেলেন। যদিও আপনি দেরীতে ঘুম থেকে উঠেছেন তাই তারা আগেই সেখানে পৌঁছে গিয়েছিল।আপনি পরে গেলেন। আপনার বাসা থেকে ২৫ মিনিটের মত সময় লাগে। আপনি বলছিলেন সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তা জানতে আমার মন ব্যাকুল হয়ে গেল। আপনি পরে একদিন জানাবেন, ঠিক আছে তখন জেনে নেব।আপনারা ট্রলারে করে ঘুরলেন। খুব সুন্দর সময় কাটিয়েছেন। বেশ কিছু ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে ভাল লাগলো। ট্রলার থেকে নামার সময় এক লোক বাচ্চা কোলে পানিতে পরে গিয়েছিল কিন্তু বাচ্চাটা শুকনো জায়গায় পরেছিল। ট্রলার থেকে নামতে সাবধানতা অবলম্বন করতে হয় আসলে।সব মিলিয়ে আপনি ঘুরতে পেরেছেন এটাই ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57428.63
ETH 2425.69
USDT 1.00
SBD 2.34