💗ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের পেন্সিল আর্ট | | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
আসসালামু আলাইকুম
হ্যালো,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।আমি আজ একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশাকরি আমার আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের পেন্সিল আর্টঃ
বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। এরই ধারাবাহিকতায় আজ আমি একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে এলাম। আমি চেষ্টা করছি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন কিছু শেয়ার করতে,কতটুকু কেমন হয় তা আপনারাই ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক আমার চেষ্টা কিন্তু অব্যাহত থাকবে।আমি আজ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের পেন্সিল আর্টটি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি চেষ্টা করছি মাত্র,ভুল কিছু হলে ক্ষমা করবেন আশাকরি।চলুন তবে আমি প্রতিটি স্টেপ এঁকে আপনাদের মাঝে তুলে ধরছি।তার আগে আমি এই পেন্সিলে আর্টটি করতে কি কি উপকরন ব্যবহার করেছি সেই উপকরনগুলো তুলে ধরছি।
প্রয়োজনীয় উপকরনঃ
১. কাগজ।
২. স্কেল।
৩.কম্পাস।
৪. পেন্সিল।
৫. রাবার
৬.জেল পেন।
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে কাগজে দাগ টেনে নিলাম।এরপর বিন্দু দিয়ে দিলাম।
ধাপ -- ২
এরপর শহীদ মিনারের মাঝের স্তম্ভটি আঁকার চেষ্টা করলাম।
ধাপ -- ৩
এক এক করে শহীদ মিনারটি এঁকে নিলাম।
ধাপ -- ৪
এরপর শহীদ মিনারের পেছনে সূর্য এঁকে নিলাম।
ধাপ -- ৫
দুই পাশে গাছ এঁকে নিলাম। পাশ থেকে নিয়েও পেছনে ছোট ছোট গাছের সারি এঁকে নিলাম।
ধাপ -- ৬
এরপর নীচে ফুলের তোরা গুলো এঁকে নিলাম।
ধাপ -- ৭
এরপর আমি জেল পেন দিয়ে সব এঁকে নিলাম।
ধাপ -- ৮
এক এক করে পেন্সিল দিয়ে শেপ করে নিলাম।নিজের নাম লিখে আঁকা শেষ করলাম।
উপস্থাপনাঃ
ফটোগ্রাফির | বিবরন |
---|---|
বিষয় | আর্ট |
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার পেন্সিল আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।
ভাষা শহীদের প্রতি আপনার এত সুন্দর মহানুভবতা লক্ষ্য করায় আমার খুবই ভালো লেগেছে। আপনি এই দিনকে স্মরণ রেখে এবং সম্মান করে দারুণ পেন্সিল আর্ট করে দেখেছেন আমাদের। আপনার এত সুন্দর পেন্সিল আর্ট দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনি পেন্সিল আর্ট এর মধ্য দিয়ে শহীদ মিনারের চিত্র দেখিয়েছেন। আর আপনার এই সুন্দর আর্ট আমাকে মুগ্ধ করেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের পেন্সিল আর্টটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার আর্ট গুলো দিন দিন অনেক ভালো হচ্ছে আপু। আমার কাছে পেন্সিল দিয়ে যে কোন ধরনের আর্ট অনেক ভালো লাগে।আপু আর্টটি কালার করলে দারুন দেখাতো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
প্রথমে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ মিনারের পেন্সিল আর্ট বেশ দুর্দান্ত হয়েছে। খুব সুন্দর করে নিখুঁতভাবে শহীদ মিনারের পেন্সিল আর্ট সম্পূর্ণ করেছেন । দেখে খুব ভালো লাগলো। আসলে আপনার আর্টিস্ট করার দক্ষতা অনেক বেশি। এত চমৎকার আর্ট সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আমি চেষ্টা করছি আর্ট করার। আপনার মন্তব্য পেয়ে খুব উৎসাহ পেলাম।অনেক ধন্যবাদ আপনাকে।
ভাষা শহীদদের স্বরনে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ৷ আপনার নিজ হাতে করা এতো সুন্দর শহীদ মিনার ৷ যা দেখে মনটা ভরে গেলো ৷ অনেক সুন্দর হয়েছে আর্ট টি ৷ তবে যদি রং তুলি দিয়ে আকাঁ হতো ৷ তাহলে আরও সুন্দর আর প্রান বন্দর লাগতো ৷ তবুও দেখতে অসাধারণ ছিল ৷ অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি শহীদ মিনার আর্ট শেয়ার করার জন্য ৷
হে রঙ করলে আরো ভাল লাগতো। তবে পেনসিল আর্ট আমার খুব ভাল লাগে। তার জন্য করিনি কালার। ধন্যবাদ ভাইয়া।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার তৈরি করা শহীদ মিনারের পেন্সিল আর্টটি দেখতে অত্যন্ত সুন্দর হয়েছে আপু। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এত সুন্দর একটি কাজ করার জন্য আপনার প্রশংসা করতেই হয়। যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধাবোধ জ্ঞাপন করা কর্তব্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি চমৎকার একটি আর্ট করেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে। আসলে শহীদের প্রতি শ্রদ্ধা ভেতর থেকে এমনিতেই চলে আসে, তবে যুগের পরিবর্তনের ফলে তরুণ প্রজন্ম অনেক আধুনিক হয়ে যাচ্ছে। অনেকেই ভাষা দিবস সম্পর্কে তেমন জানেনা। আমাদের চেষ্টা করতে হবে তাদের সাথে এগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করা।
ধন্যবাদ আপু শহীদের প্রতি শ্রদ্ধা বোধ থেকে অংকনটি করার জন্য।
অনেক ভাল লাগলো ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ দেয়ার জন্য।
আপু ধীরে ধীরে আপনার আর্টের হাত অনেক সুন্দর হয়ে যাচ্ছে। শহীদ মিনারের পাশাপাশি গাছ গুলোও অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন। আশা করি এভাবে চালিয়ে গেলে ফিউচারে ভাল কিছু করতে পারবেন। ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। শহীদ মিনারের এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে পেন্সিল আর্ট দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার কাছে ভাল লেগেছে জেনে আমার ও খুব ভাল লাগলো।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর আর্ট করার প্রসেস আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।