" আমার কিছু কথা " | | 10 % beneficiary for @shy-fox | | ২ | ১২ |২২ ইং | |
আসসালামু আলাইকুম
আমি @shimulakter
হ্যালো বন্ধুরা
🌼শীতের দিনগুলো কেমন কাটছে আপনাদের ? যদিও ঢাকাতে শীত এখনও তেমন পরেনি কিন্তু শীতের আমেজ পরেছে।চারিদিকে পিঠা-পুলি-,গরম কাপড়,শীতের নানা ধরনের সবজি বলছে শীত এসেছে। তো, বাংলাদেশ ও ভারতের সব ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ? আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই ভাল আছেন।ভাল আছেন বলছি কারন ভালো থাকতে পারাটা কিন্তু আমাদের নিজের হাতেই।আমরা মন্দ ভালো দুটোই কিন্তু বুঝি।তাই ভালো থাকতে পারাটা আমাদের জানতে হবে।আর সর্বোপরি ভালো থাকাটা চালিয়ে যেতে হবে।যাই হোক আমি কিন্তু আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।ঋতু পরিবর্তনের এই সময়টাতে আমাদের কিছু ভালো অভ্যাস কিন্তু আমাদের ভালো রাখতে বাধ্য।অনেক বেশি বকবক করে ফেলেছি,তাই না ? না,আর বকবক করব না।কারন এখানে আমরা সবাই সবকিছু জানি ও বুঝি।
পাছে লোকে কিছু বলে |
---|
Canva দিয়ে বানানো
বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আমার আজকের ব্লগের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন,আমি আমার কিছু কথা বা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি।সেই কথাগুলো যে সবার সাথে মিলবে এমন কিন্তু নয়।নাও মিলতে পারে আবার মিলে যেতেও পারে।আপনারা তা কমেন্টে জানাতে পারেন।
আমি আজকের ব্লগটি লিখেছি শুধুমাত্র কিছু পাছে লোক নিয়ে।এখানে পাছে লোক বলতে কিছু দুষ্ট লোককে বোঝানো হয়েছে।যে লোকগুলো ভালো কোন কাজকে পেছনে থেকে অপছন্দ করে।আর সেই লোকগুলো চায় সব সময় ভালো ভালো কাজগুলো আর না করা যায়।ভালো কোন কাজ দেখলে তাদের ভালো লাগে না।এই পাছে লোক নিয়েই আমার আজকের এই লেখা।
দেখুন,আমি মনে করি ভালো যেকোনো কাজে পাছে লোক থাকা ভালো। ভালো কেন বলছি,কারন তো আছেই।বলছি,শুনুন এই পাছে লোকের কিছু কথাতে ভাল কাজ কিন্তু বন্ধ হয়ে যায় না,বরং এই পাছে লোকের কিছু কথাতে ভালো কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে যায়।যারা দুর্বল চিত্তের মানুষ তারা পাছে লোকের কথায় থমকে গিয়ে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকে।পাছে লোকে কিছু বলবেই,আমাদের উচিত হবে পাছে লোকের কথাগুলোকে সাথী করে এগিয়ে যাওয়া।কারন কোন দুষ্টু লোকের কারনে ভালো কোন কাজ, ভালো কোন চিন্তা বন্ধ হয়ে যায় না।এই পাছে লোকের কারনে ভালো কাজ গুলো নিয়ে আমরা আমাদের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারি।পাছে লোকের কথায় মন ভেঙ্গে গিয়ে পরে থাকলে চলবে না।বরং মনকে আরও বেশি শক্তিশালী করে আমরা আমাদের লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যাব।তখন এই পাছে লোকের কথাগুলো আমাদের জন্য আশীর্বাদ হয়ে যাবে। কারন তাদের এই পেছন থেকে বাজে কথাগুলোই কিন্ত আমাদের কাজকে করতে আরও বেশি সহজ করে দেয়।আমাকে দেয় ,আপনাদের কথা ও জানতে চাই। আমি মনে করি ,সব ভালো কাজের পেছনেই এমন কিছু পাছে লোকের কিছু কথা থাকুক।আপনারা কি বলেন ? আমি ভুল বললাম কিছু ? জানাবেন তো ।এটা একান্তই আমার কথা।
পাছে লোক নিয়ে আমি আমার কথা বলার চেষ্টা করেছি।কিন্তু আপনাদের কথা ও জানতে চাই।পাছে লোকের বাজে কথা আমার যেকোনো কাজ করার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয়।কারন আমি দুর্বল চিত্তের মানুষ নই। আমার ভেতরে আত্মবিশ্বাসটা প্রবলভাবে আছে।তাই দুষ্ট লোকের কথাগুলো আমার এগিয়ে যাওয়ার পথকে অনেকবেশি সহজ করে দেয়।আশাকরি দুষ্ট পাছে লোকের কথা নিয়ে আমার কথাগুলো আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি।কথায় ই আছে "পাছে লোকে কিছু বলে ",এই পেছনের লোকগুলো পেছনেই পরে থাকবে,সামনে কখনোই আসতে পারবে না।বরং পাছে লোকের কথায় আমার লক্ষ্যে আমার পৌঁছে যাওয়া। এজন্য পাছে লোকের কিছু কথার প্রতি কৃতজ্ঞতা এসেই যায়,তাই না ? আপনারা কি বলেন ?
আজকের ব্লগটি কেমন লাগলো ,জানাবেন।আজ এ পর্যন্তই ।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
🎀অনুচ্ছেদটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 🎀
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী। আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
আপনার মত আমারও পছন্দ, যারা আমার পেছনে কথা বলে। ইনফ্যাক্ট এই পেছনে কথা বলা লোক গুলো জীবনে খুব দরকার। এতে করে নিজের কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা বোঝা যায় এবং সেই ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। খুব সুন্দর লিখেছেন আপনি।
আমার দলে একজন কে পেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্য করার জন্য অনেক অভিনন্দন।
এটা কিন্তু আসলেই বাস্তবতা আপু, সমাজে অসংখ্য লোক রয়েছে পিছনে কথা বলার। আর আমরা যদি তাদের কথায় কান না দিয়ে, শুধু তারা কি বলছে সেটাকে ভিত্তি করে, নিজেকে এগিয়ে নিয়ে যাই দৃঢ়ভাবে তাহলে অবশ্যই জীবনে সফলতা আসে। ধন্যবাদ আপনাকে বাস্তবমুখী একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু। সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে সত্যি ই অনেক ভাল লাগলো।
সমাজের বাস্তব রূপরেখা নিয়ে একটি পোস্ট করেছেন। আসলে এটা কিন্তু সত্য বলেছেন যে পিছনে লোক যে যাই বলুক, অবশেষে তারা আসলে আমাদের উপকারই করে। তবে হ্যাঁ এজন্য নিজের মন স্থির করা দরকার যে কে কি বলছে সেটার দিকে কান না দিয়ে, নিজের কাজে এগিয়ে যাওয়া ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।ভাল থাকবেন।
আপনার সাথে আমিও একমত যারা সামনে কথা না বলে,পেছনে কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না।এ ধরনের মানুষ গুলো সত্য মিথ্যা যাচাই না করেই কথা বলে থাকে।তবে সমাজে এ ধরনের লোকজন থেকেই থাকে। এ ধরনের লোক জনের কথায় কান না দিয়ে নিজের মতো করে চলা উত্তম।
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
পাছে লোকে কিছু বলে ৷
আপু ঢাকা মানে কো একটা গোডাউন তাই সেখানে শীত বা ঠান্ডা কিভাবে ঢুকবে ৷ একবার গ্রামে আসেন শীত কাকে বলে!!! কত প্রকার হিহিহিহি!!!!
জীবনে প্রতিটি ধাপে রয়েছে পিছু কথা ৷ সেটা যে কোনো কাজ হোক ৷ আর এটা বলবেই এটাই বাস্তবতা ৷ তবে এই পিছে লোকের কথায় কান নি দিয়ে ৷ নিজের চেতনা বিবেক জাগ্রত করুন খারাপ হোক ভালো এগিয়ে যান ৷ আর আমার মনে হয় পিছনে না দেখাই সবচেয়ে উত্তম ৷ কারন জীবনটা আমার ৷
যা হোক চমৎকার টপিক তুলে ধরেছেন ধন্যবাদ ৷
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর হে শীতকে উপভোগ করতে গ্রামে আসছি। 😄
লোকে কি বলবে ,লোকে কি করবে, এগুলো ভেবে ভেবে আমরা অনেকেই আমাদের জীবনের অনেক বড় বড় ডিসিশন নিয়ে ফেলি। যেগুলো পরবর্তীকালে আমাদেরই ভোগায় সত্যি বলতে লোকে কি বলবে, সেটাও যদি আমরা ভাবি, তাহলে লোকে কি করে কিছু ভাববে? 😄
আমি আমার জীবনের সবথেকে বড় ডিসিশন নেওয়ার আগে, অনেকবার ভেবেছি, যে লোকে কি বলবে, লোকে কি বলবে? কিন্তু তারপরে আমার বাবা আমার মা তারা আমার পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে লোকে কি বলবে সেটা আমরা বুঝে নেব।তোর বুঝতে হবে না।তাদের এই সাপোর্টটা না পেলে,আজকে আমিও হয়তো ওই লোককে কি বলবে সেটা ভেবেই থমকে থাকতাম। আমি খারাপ থাকলে লোকে আনন্দ পাবে। আর আমি ভালো থাকলে লোকের চোখ টাঁটাবে। তাই লোকের কথা আর ভাবি না দারুন একটা লেখা উপহার দিলেন।
ধন্যবাদ দিদি।