You are viewing a single comment's thread from:
RE: " আমার কিছু কথা " | | 10 % beneficiary for @shy-fox | | ২ | ১২ |২২ ইং | |
লোকে কি বলবে ,লোকে কি করবে, এগুলো ভেবে ভেবে আমরা অনেকেই আমাদের জীবনের অনেক বড় বড় ডিসিশন নিয়ে ফেলি। যেগুলো পরবর্তীকালে আমাদেরই ভোগায় সত্যি বলতে লোকে কি বলবে, সেটাও যদি আমরা ভাবি, তাহলে লোকে কি করে কিছু ভাববে? 😄
আমি আমার জীবনের সবথেকে বড় ডিসিশন নেওয়ার আগে, অনেকবার ভেবেছি, যে লোকে কি বলবে, লোকে কি বলবে? কিন্তু তারপরে আমার বাবা আমার মা তারা আমার পাশে দাঁড়িয়েছে। তারা বলেছে লোকে কি বলবে সেটা আমরা বুঝে নেব।তোর বুঝতে হবে না।তাদের এই সাপোর্টটা না পেলে,আজকে আমিও হয়তো ওই লোককে কি বলবে সেটা ভেবেই থমকে থাকতাম। আমি খারাপ থাকলে লোকে আনন্দ পাবে। আর আমি ভালো থাকলে লোকের চোখ টাঁটাবে। তাই লোকের কথা আর ভাবি না দারুন একটা লেখা উপহার দিলেন।
ধন্যবাদ দিদি।