আমার স্বরচিত অনুভূতির কবিতা -- " হয়তো বেশীদিন বাঁচবো না "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ শরীর কিছুটা ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় প্রতিনিয়ত লিখে চলেছি মনের অনুভূতি গুলো ভিন্ন ভিন্ন ব্লগে।আপনারা পাশে আছেন বলেই ভালো থাকতে পারছি।ভালো থাকার জন্য ও অনুপ্রেরণার দরকার হয় যা আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত পেয়ে থাকি।তাইতো আপনাদের কাছে না এলে কিছু একটা অপুর্ণতা রয়ে যায়। আর সেই অপুর্ণতা নিয়ে দিনটিকে পার করতে মনে ভীষণ বেদনা দেয়।তাইতো আজকে জ্বরের ঘোরে লেখা একটি অনুভূতির কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।জানি না কেমন লাগবে আজকের এই কবিতাটি।ভালো না লাগলেও কমেন্ট করে জানাতে পারেন।
কবিতা লেখা সহজ বিষয় নয়।আর আমি কোন কবিও নই।তারপরেও আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে কবিতা লিখে চলেছি।আমাদের দেশের এতো এতো স্বনামধন্য কবি রয়েছেন।যাদের কবিতায় প্রকৃতি, মাটি,মানুষ, বিদ্রোহের বানী খুঁজে পাওয়া যায়। কবিতায় মাঝে দেশের প্রতি,মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পায়।সেই সব গুণী কবিদের কবিতা গুলো আমাদের কে আজ ও উদ্বুদ্ধ করে তোলে।সকল কবিদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের লেখনীর হাত দেখে।
আমার আজকের কবিতাটি জ্বরের ঘোরে লেখা।কবিতার নাম দিয়েছি "হয়তো বেশীদিন বাঁচবো না"।মানুষ যখন অসুস্থ হয় তখন তার শরীরের সাথে সাথে মনটাও দুর্বল হয়ে যায়। নিজেকে তখন অনেক বেশী অসহায় মনে হয়।এই অসহায়ত্ববোধ থেকে মূলত কবিতাটি লেখা।মানুষ অসহায় হয়ে পরলে তখন তার প্রিয় কাছের মানুষটিকে পাশে চায়। মনের না বলা কথাগুলো বলে যেতে চায়।বিশ্বাসের জায়গাটা যেখানে কঠিন সেখানেই সেই মানুষটি তার শেষ চাওয়াটুকু পূরণ হবার আশায় প্রিয় মানুষটিকে কাছে ডেকে, পাশে বসে নীরবে সকল কথা তার কাছে বলে হালকা হতে চায়।কবিতাটি মূলত এমন কিছু অনুভূতি নিয়ে ই লেখা।আশা করছি মন্দ লাগবে না।
আসুন বন্ধুরা কবিতাটি আবৃত্তি করি---
কবিতার নাম - " হয়তো বেশীদিন বাঁচবো না "
লেখা-শিমুল আক্তার
কি ভাবছো দেখা হচ্ছে কি আজ?
নাকি তুমি ভাবছো বসে নিয়ে মহাকাল
হয়তো বেশীদিন বাঁচবো না
যাক না কেটে কিছু সময় দু'জনের ই আজ।
কি ভাবছো আসবে কিনা আসবে?
ভাবনাদেরকে দাওনা ছুটি আজ
হয়তো বেশীদিন বাঁচবো না
আলাপনে যাক না সময় আজ।
কি ভাবছো দেখা হবে কোথায়?
পুরনো সেই শিউলি গাছের তলায়
হয়তো বেশীদিন বাঁচবো না
মুখোমুখি বসে রবো দুজন অবেলায়।
কি ভাবছো প্রথম দিনের স্মৃতি
সোনালী রোদে ঝলমলে ছিল দিনটি
হয়তো বেশীদিন বাঁচবো না
এসো না আজ নিরালায় দুজন পাশাপাশি বসি।
কি ভাবছো এতো বসে তুমি?
মনের না বলা কথাগুলো বলবো তোমায় আজ
হয়তো বেশীদিন বাঁচবো না
বসন্ত বাতাসে বসে বলবো কথা শুনবে বসে তুমি।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
এই কবিতাটি অত্যন্ত আবেগঘন এবং গভীর চিন্তার প্রতিফলন। এটি প্রেম, সময়, স্মৃতি এবং জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গঠিত।কবিতাটিতে বারবার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং সময়ের মূল্যবোধের কথা বলা হয়েছে। "হয়তো বেশীদিন বাঁচবো না" এই লাইনটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সময় সীমিত এবং প্রতিটি মুহূর্তকে উপভোগ করা উচিত। আপনার কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
আপু আপনি অনেক সুন্দর একটি স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম স্বরচিত কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পুরো কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।
কবিতাটি যেন এক নীরব আহ্বান সময়ের আগে হারিয়ে যাওয়ার আশঙ্কার মাঝে শেষবারের মতো কাছাকাছি আসার তীব্র আকাঙ্ক্ষা ।প্রতিটি স্তবকেই অনুভূতির গভীরতা স্পষ্ট, যেখানে অপেক্ষা, স্মৃতি, আর অপরিবর্তনীয় বাস্তবতার সুর মিশে গেছে। "হয়তো বেশীদিন বাঁচবো না" কবিতার এই লাইন টি আবেগকে আরও তীক্ষ্ণ করে তুলেছে, আমাদের ভাবতে বাধ্য করে ,যদি সত্যিই সময় ফুরিয়ে আসে, তাহলে কি সব না বলা কথা থেকে যাবে? গভীর ও হৃদয়স্পর্শী একটি কবিতা শেয়ার করেছেন আপু ।
মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
এত সুন্দর অনুভূতি নিয়ে আপনি আজকের কবিতা লিখেছেন দেখে ভালো লেগেছে। হয়তো বেশি দিন বাঁচবো না কবিতাটা অনেক বেশি সুন্দর ছিল। বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে পড়তে খুব ভালো লাগে। কবিতার সবগুলো লাইন অসম্ভব সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন কবিতাটি।
অনেক ধন্যবাদ আপু।
ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে।
মতামত প্রকাশ করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা খুবই সুন্দর এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো দারুন হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
আপু সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত। আর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগেনা। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।হয়তো বেশীদিন বাঁচবো না কবিতাটি পড়ে ভালো লাগলো। তবে এটি ঠিক অসুস্থ হলে মনও দুর্বল হয়ে পড়ে। সুন্দর করে চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপু মতামত শেয়ার করার জন্য।