🍎🍌🍓 " দারুন স্বাদের ফালুদা রেসিপি "

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

দারুন স্বাদের ফালুদা রেসিপিঃ


photocollage_202533094136670.jpg

photocollage_2025325233944508.jpg

!
20250325_231012.jpg

20250325_231012.jpg

20250325_231000.jpg

20250325_231126.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি একটি দারুন স্বাদের রেসিপির।প্রতিনিয়ত নানা রকমের রেসিপি আমি শেয়ার করে থাকি।আজকের রেসিপিটি গরমের জন্য ভীষণ স্পেশাল রেসিপি।আমিতো এই রেসিপিটি রমজানে করেই থাকি।এ ধরনের রেসিপি গুলো ভীষণ স্বাস্থ্যসম্মত।রমজান মাসে সারাদিন রোজা রেখে এ ধরনের রেসিপি গুলো দিয়ে ইফতার করলে শরীর মন চাঙ্গা হয়ে যায়।তাইতো দারুন এই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা তুলে ধরছি আগে ---

প্রয়োজনীয় উপকরনঃ



১.সাবুদানা -- ১ পেয়ালা
২.নুডুলস - ২ টি
৩. ফল - ইচ্ছে মতো
৪. দুধ - আন্দাজ মতো
৫. কাস্টার্ড পাউডার - পরিমান মতো
৬. চিনি - আন্দাজ মতো
৭.আইসক্রিম - ইচ্ছে মতো

20250325_175729.jpg

20250325_173455.jpg

20250325_173300.jpg

20250325_165558.jpg

20250325_165550.jpg

20250330_104532.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20250325_170349.jpg

20250325_172213.jpg

20250325_173258.jpg

প্রথমে আমি সাবু দানা ও নুডুলস আলাদা আলাদা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি।

ধাপ -- ২


20250325_173724.jpg

20250325_174232.jpg

এরপর আমি ঘন করে দুধ জাল করে নিয়েছি।এরপর আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি।যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন আন্দাজে চিনি দিয়ে দুধ ভালো করে ঘন করে নিবেন।

ধাপ -- ৩


20250325_174147.jpg

20250325_174326.jpg

20250325_174652.jpg

এরপর সামান্য দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলে নিয়ে ঘন দুধের মধ্যে ঢেলে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করে নিলাম।

ধাপ -- ৪


20250325_175041.jpg

20250325_175110.jpg

একটি পেয়ালায় প্রথমে নুডুলস ও পরে সাবুদানা নিয়ে নিলাম।

ধাপ -- ৫


20250325_175130_1.jpg

20250325_175405.jpg

এবার দুধ ঢেলে দিলাম।এরপর সুন্দর মতো মিশিয়ে নিলাম।

ধাপ -- ৬


20250325_175729.jpg

20250325_184428.jpg

এরপর আমি ফলগুলো কেটে নিলাম।অনেক বেশী ফল আমার ফালুদায় ভালো লাগে না।তবে আপনারা চাইলে আরো ভিন্ন ভিন্ন ফল এতে ইউজ করতে পারেন।

ধাপ -- ৭


20250325_184502.jpg

20250325_184618.jpg

এরপর আমি দুধের মিশ্রণটি ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিলাম। এরপর খাওয়ার আগে সব গুলো ফল এক এক করে বিছিয়ে দিলাম।এরপর আইসক্রিম উপরে কেটে দিয়ে সবাইকে পরিবেশন করলাম।দারুন স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু মজার।তাইতো এই গরমের সময়টাতে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করে নিলাম।আশাকরি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই সুন্দর মতামত তুলে ধরবেন।

পরিবেশন


photocollage_202532642920105.jpg

photocollage_2025325232724948.jpg

20250325_231018.jpg

20250325_230958.jpg

20250325_231110.jpg

20250325_231107.jpg

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঝালকাঠি

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। এরকম বিভিন্ন ফলের রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

আজকে আপনি দারুন স্বাদের ফালুদা রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এলো।আমি যদিও এ বছর এই স্বাদের ফালুদা খাইনি, তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ফালুদা খেতে আমি ভীষণ পছন্দ করি। রেসিপিটি দেখে লোভ লেগে গেল। অনেকদিন হয়ে গেল আমি ফালুদা খাই না। প্রায় প্রতিটি গরমে আমার ছোট কাকি এরকম ফালুদা তৈরি করে থাকেন। প্রত্যেকবার খাওয়া হয়। এবার এখনো খাওয়া হয়নি। দেখে লোভ সামলাতে পারছি না। রমজান মাসে ভাবে ফালুদা তৈরি করে থাকেন যেন ভালো লাগলো। আসলেই সারাদিন পর এরকম ভালো দেখলে প্রাণ জুড়িয়ে যায়। চমৎকার রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 5 months ago 

Screenshot_20250330-233929_Chrome.jpg

Screenshot_20250330-131045_Chrome.jpg

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110739.54
ETH 4290.40
USDT 1.00
SBD 0.85