"ফরিদপুরের বিখ্যাত তেতুল তলার মিষ্টি কেনার অভিজ্ঞতা"

আসসালামুআলাইকুম।আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি ।আলহামদুলিল্লাহ

আজ আমি গিয়েছিলাম ফরিদপুরের বিখ্যাত তেতুল তলার মিষ্টি কেনার জন্য ।ফরিদপুর শহরে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে তেতুল তলার মিষ্টি কখনো খাইনি অথবা এর নাম শুনিনি ।এই মিষ্টি একদম নরম হয় এবং মিষ্টির পরিমাণটা তুলনামূলক একটু কম থাকে। এ জন্য অনেকগুলো মিষ্টি একসঙ্গে খাওয়া যায় ।যারা একবার খেয়েছে তারা আরেকবার না খেয়ে পারবে না। এমন মজাদার একটি মিষ্টি ।আজ আপনাদের সঙ্গে তেতুল তলার মিষ্টি কেনার অভিজ্ঞতা শেয়ার করব।

WhatsApp Image 2021-12-17 at 6.38.58 PM (1).jpeg

লোকেশন লিংক:

প্রথমে আমি আমাদের বাসা থেকে একটি রিকশা নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম ।দোকানটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয় রিকশায় যেতে ১৫ মিনিটের মত সময় লাগে

WhatsApp Image 2021-12-17 at 6.38.57 PM (5).jpeg

যাবার সময় আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম

WhatsApp Image 2021-12-17 at 6.38.56 PM (1).jpeg

লোকেশন লিংক:

একটি দোকানের সামনের অংশ। এখানে প্রথমে একটি দোকান ছিল কিন্তু এখন এখানে অনেকগুলি দোকান হয়েছে

WhatsApp Image 2021-12-17 at 6.44.51 PM (1).jpeg

দোকানের ভেতরে দুটি চুলা জ্বলছে। চুলায় গরম গরম মিষ্টি তৈরি করা হচ্ছে

WhatsApp Image 2021-12-17 at 6.38.57 PM (2).jpeg

দোকানের ভেতর সবসময়ই বেশি লোকজনের ভিড় দেখা যায়

WhatsApp Image 2021-12-17 at 6.38.56 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-17 at 6.38.57 PM (6).jpeg

গরম মিষ্টি তৈরি করে এখানে রাখা হয়েছে ।একটু খেয়াল করলে দেখতে পাবেন মিষ্টি দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে । তেঁতুলতলায় আগে শুধু সাদা রঙের মিষ্টি পাওয়া যেত। কিন্তু এবার গিয়ে দেখলাম এখানে কালো মিষ্টি তৈরি করে

WhatsApp Image 2021-12-17 at 6.38.57 PM.jpeg

WhatsApp Image 2021-12-17 at 6.38.57 PM (3).jpeg

দোকানদার গরম মিষ্টি আমাদের দিয়ে প্যাকেট করে দিচ্ছিল

WhatsApp Image 2021-12-17 at 6.38.57 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-17 at 6.38.57 PM (4).jpeg

তারপর মিষ্টির প্যাকেট করে বাসায় নিয়ে আসি ।আমাদের বাসার সবাই মিষ্টিটা ভীষণ পছন্দ করে ।আপনারা কেউ যদি ফরিদপুরে বেড়াতে আসেন অবশ্যই একবার এখানকার মিষ্টি খেয়ে যাবেন

আজকের মতো এখানেই শেষ করছি।সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য।আগামীতে আবার দেখা হবে। সবাই ভাল থাকবেন। আল্লাহাফেজ

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ক্যামেরাফটোগ্রাফার
হুয়াই ওয়াই নাইনsharmin86
লোকেশন লিংক
Sort:  
 3 years ago 

ফরিদপুরের বিখ্যাত তেতুল তলার মিষ্টির বেশ কিছু আলোক চিত্র দিয়ে সুন্দর আলোচনা করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। মিষ্টি দেখে খেতে ইচ্ছে করছে।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

তেতুল তলার মিষ্টি সত্যিই অনেক সুস্বাদু। সমস্ত ফরিদপুর জেলাতেই এর সুনাম ছড়িয়ে আছে।ফরিদপুরের নাগরিক হওয়ার সুবাদে তেতুল তলার মিষ্টির সঙ্গে পরিচিত ছোটবেলা থেকেই। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা ব্লগ কমিউনিটি তে বিষয়টি উপস্থাপন করার জন্য।

আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

তেতুল নামটি শুনে জিভে জল চলে এলো। ভেবেছিলাম এটা মনে হই তেতুল নিয়ে কিছু একটা হবে৷ 😄😄তারপর দেখি মিস্টি দোকানের নাম।। 😄😄
 3 years ago 

@sharmin86 আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে।
তবে, আপু আপনি ১০% পে আউট দেন নি কেন। আপনার পোস্ট ভালো হওয়া সত্ত্বেও পোস্ট কিউরেশন করা হবে না।
পরের বার থেকে যেন ভুল না হয়।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56446.21
ETH 2966.07
USDT 1.00
SBD 2.17