You are viewing a single comment's thread from:

RE: বর্ষার দিনেও সুগন্ধে ভরে উঠুক গৃহস্থালি। ঘরেলা ধূপ তৈরির গল্প।।

in আমার বাংলা ব্লগlast month

করোনা কালীন সময়ে অনেক সমস্যায় পড়েছিলেন দেখছি আপনি।আসলে ঐ সময়টা আমার কেটেছে হাসপাতালের দরজায়। কতো যে করোনা রুগি, করোনা এম্বুলেন্স এর সাথে কাটাতে হয়েছে তার ঠিক নেই।তবে নিয়ম মেনেছি যতোটুকু মানা যায়।আপনি এতো চমৎকার পদ্ধতিতে ধুনো বানিয়েছেন দিদি।আপনার ধুনো বানানোর পদ্ধতি চমৎকার। এটি একেবারে ঔষধি গুণে ভরপুর একটি ধুপ।আসলে ধর্মীয় ভাবে গৃহস্থালি অশুচি বলা হলেও কিন্তুু এটা রোগ জীবানু ধংস করতে একদমই ঘরের বাতাস বিশুদ্ধ করে রাখে।ধন্যবাদ দিদি সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

Sort:  
 last month 

হ্যাঁ করোনাকালীন অনেক সমস্যা গেছে, শুধু যে আমার নয় বিশ্বজোড়া সমস্ত মানুষেরই জীবন প্রায় থেমে গেছিল। সে এক জীবনের অসম্ভব অভিজ্ঞতা। কখনো সে সময়কার দিনলিপি গুলো শেয়ার করব। তখন তো সারাদিনই ঘরের মধ্যে বাইরের কাজ সেরকম নেই। তাই অনেক কিছুই করতাম। আরে এই ঘরেলা ভেষজ জিনিসপত্র দিয়ে জীবনকে সুন্দর করা আমার অন্যতম হবে। এই ধরনের আরো অনেক কিছু তৈরি করে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ দিদি সুন্দর করে মন্তব্য করলেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41