মেয়েকে চোখের ডাক্তার দেখালাম।

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মেয়েকে ডাক্তার দেখানোর মূহুর্তের কিছু ফটোগ্রাফি ও মেয়ের চোখের কি সমস্যা সেগুলো দিয়ে একটি পোস্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240318_124604.jpg

গত মাসে মেয়ের ধুম জ্বর হয়েছিল। জ্বর কিছুতেই কমছিলো না।শিশু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। বিস্তারিত জানিয়ে একটি পোস্ট ও শেয়ার করেছিলাম আপনাদের সাথে।তো জ্বর ভালো হওয়ার পর থেকে লক্ষ্য করছিলাম মেয়ের দু’চোখে লাল রক্ত জমাট বাঁধানোর মতো। ভাবলাম সেরে যাবে।এর পর বাড়ি কালার করার সময় বাড়িতে প্রচুর ধুলাবালি হওয়াতে বেরে গিয়েছিল। এরপর আমার ভাইয়ের বিয়ের কারণে তেমন খেয়াল করা হয়নি। বিয়ে শেষে দেখলাম কমেনি রক্ত জমাট বাটা ও মাংস বৃদ্ধির মতে হয়ে গেছে চোখের ভিতরে তাই প্রথমে স্থানীয় হেলথ্ কমিটির ডাক্তার কে দেখিয়ে ঔষধ নিলাম কিছু হলো না।সিদ্ধান্ত নিলাম চোখের ডাক্তার দেখাবো।খুব সকালে গেলাম সিরিয়ালের জন্য। সিরিয়াল নিয়ে বসে থাকলাম কখন ডাকবে সেই অপেক্ষায়।

PhotoCollage_1710745079009.jpg

আমার ছোটাছুটি করতে হয়নি কারণ বর ছিলো সে সব কিছু করেছে আমি শুধু বসে ছিলাম মেয়েকে নিয়ে।কিছু সময় বসে অপেক্ষা করার পর আমাদের কে ডাকলো এবং প্রথমে দৃষ্টি পরিক্ষা করালেন ছোট বড়ো অক্ষর পড়ানোর মাধ্যমে।এরপর ডাক্তার দেখাতে দাড়িয়ে রইলাম সিরিয়ালে এবং আমাদের কে ঢুকতে বল্লেন।
ডাক্তার সমস্যার কথা শুনে মেয়ের চোখ দেখে এবং যন্ত্রের সাহায্যে চোখ দেখলেন এবং ডেসক্রিপশন লিখে দিলেন। মেয়ের চোখে এলার্জি কারণে সমস্যা হয়েছে। ডাক্তার বল্লেন ঔষধ নিয়মিত চোখে দেন এবং খাওয়ান ঠিক হয়ে যাবে।
এরপর গেলাম ঔষধ নিতে ঔষধের ডিসপেনসারিতে। প্রেসক্রিপশন দিয়ে ঔষধ গুলো দিতে বল্লাম এবং সব ঔষধ দিলেন ।

PhotoCollage_1710744953772.jpg

ডাক্তার মোট ১৫দিনের ঔষধ দিয়েছেন খাওয়ার জন্য। প্রতি রাতে একটি করে।আবার চোখের ড্রপ দিতে দিয়েছেন ৬০দিনের জন্য দিনে চার বেলা।আর একটি ড্রপ দিনে ৬বার লাগানো।তবে দিনে ছয় বার লাগানো ড্রপটি কমে আসবে দিনের পর দিন। চোখে মেডিসিন লাগানোর একদিনের মাথায় দেখলাম কমে গেছে লাল ভাব।আস্তে আস্তে কয়েক দিনে একদমই চোখ সাদা হয়ে গেছে। লাল ও রক্ত জমাট গুলো একদমই নেই।৩০দিন পর আবার দেখা করতে বলেছেন ডাক্তার। ঔষধ চলছে নিয়মিত ভাবেই। ৩০দিন হলে আবারও চেকআপে যেতে হবে ডাক্তারের কথা মতো।সেই অপেক্ষায় আছি।
আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
 5 months ago 

ভালো করেছেন খুব দ্রুত চোখের ডাক্তার দেখানোর জন্য। যাক আপনার বর বেশ সাহায্য করেছে আপনাকে।আপনার মেয়ের দ্রুত সুস্থতা কামনা করতেছি। ঔষধ নিয়মিত খাওয়াবেন মিস দেবেন না। ডাক্তারের কথা মতো চলুন। ইনশাআল্লাহ সেরে যাবে ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পরামর্শ দেয়ার জন্য।

 5 months ago 

চোখের বিষয়ে আসলে কখনো অবহেলা করা উচিত নয়। আমাদের শরীরের বিশেষ অঙ্গ হল চোখ। আর এই চোখ না থাকলে আমরা পৃথিবীর আলো পর্যন্ত দেখতে পারবো না। বিভিন্ন কারণে ডাক্তার দেখাতে পারেন নি। অবশেষে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে ভালোই করেছেন। প্রতিনিয়ত এভাবে ওষুধ দিয়ে তারপর আবার চেকআপ করিয়ে ভালোভাবে জেনে নেবেন সমস্যা আছে কিনা। নয়তো সমস্যা হবে পরে।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া চোখের বিষয়ে অবহেলা করা উচিত নয়।অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 5 months ago 

আশাকরি আপনার মেয়ের চোখের সমস্যা টা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এখন রাস্তাঘাটে যে পরিমাণ ধুলাবালি এবং দূষণ চোখে আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু না। আর বাচ্চারা এগুলোতে উদাসীন থাকায় ওদের সমস্যা টা বেশি হয়। যদিও বললেন জ্বরের পরে এই সমস্যা টা তৈরি হয়েছিল। আশাকরি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বাচ্চারা ধুলাবালির বিষয়ে উদাসীন থাকার কারণে এমন সমস্যা হয়।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 5 months ago 

চোখ আমাদের বড়ই অমূল্য ধন। তবে অসুখ বা চোখের সমস্যা নিয়ে বসে থাকা একদম বোকা । যাই হোক চোখের ডাক্তার দেখিয়েছেন এবং সে ওষুধ দিয়েছে। তবে চোখের ড্রপ 60 দিন দেওয়ার জন্য বলেছে। তাহলে আপনার মেয়ের চোখে রক্ত জমাট বেশি হয়ে গেছে। তবে যাই হোক শুনে ভালো লাগলো চোখের রক্ত বাপ চলে গেল। আর ছোট বাচ্চাদের দিকে একটু খেয়াল এমনিতে বেশি করতে হয়। আল্লাহ ভরসা সবকিছু ঠিক হয়ে যাবে দোয়া রইল আপনার মেয়ের জন্য।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া চোখের সমস্যা নিয়ে বসে থাকা সত্যি বোকামো।ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য।

 5 months ago 

গত মাসে আবহাওয়ার কারণে অনেক মানুষের জ্বর হয়েছে। তবে আপনার মেয়েকে চোখের ডাক্তার দেখিয়েছেন ভালোই করেছেন। আসলে অনেক সময় দেখা যায় চোখের মধ্যে রক্ত জমাট হয়। এবং ডাক্তারি পরামর্শ নিলে অনেক ভালো হয়। যদিও আপনি একটু দেরিতে আপনার মেয়েকে ডাক্তারের কাছে নিয়েছেন। যাইহোক ওষুধ এবং ড্রপ এর কারণে মোটামুটি আগের চেয়ে ভালো আছে শুনে খুব ভালো লাগলো।

 5 months ago 

হ্যাঁ আপু প্রথমে ভেবেছিলাম সেরে যাবে কিন্তুু দিন দিন বেড়েই চলছিলো তাই ডাক্তার দেখিয়েছি এখন একদমই সেরে গেছে রক্তজমাট ড্রপ দেয়ার করনে।

 5 months ago 

আমাদের চোখ নিয়ে কখনোই অবহেলা করা উচিত নয়। চোখ আমাদের অনেক মূল্যবান সম্পদ। এখন যে পরিমাণে ধুলাবালি রাস্তাঘাটে রয়েছে, এর ফলে চোখের অনেকটাই সমস্যা হয় এবং এই সমস্যার কারণে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনি আপনার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন এবং তাকে ৬০ দিনের জন্য চোখের ড্রপ দিয়েছে যাতে আপনার মেয়ের চোখের সমস্যা একটু বেশি হয়েছে যা বোঝা যাচ্ছে৷ আশা করি সে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।

 5 months ago 

ঠিক বলেছেন চোখ আমাদের মূল্যবান সম্পদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65