You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬২

in আমার বাংলা ব্লগlast month

শুভ ভাই,সুমন ভাই,সিয়াম ভাই আরো বেশ কয়েকজন মিলে একবার ঘুরতে যাই কক্সবাজার,ওখানে যাওয়ার পর @shamhunnahar আপুও ছিলো আমাদের সাথে।তারপর সবাই নেমে পড়লাম গোসল করতে সমুদ্রে।বলে রাখি এটাই হচ্ছে আমাদের সবাইরে প্রথম সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া।সমুদ্রে গোসল করতে নামার পর আসলো এক প্রবল ঢেঁউ।সবাই যদিওবা ঢেউ এর হাত থেকে কোনরকমে বেঁচে গেছি কিন্তু লক্ষ্য করে দেখলাম সুমন ভাই নেই🤔।শুভ ভাই সিয়াম ভাই বলছেন সুমন ভাই বাসায় চলে গেছেন সমুদ্রের ঢেউ দেখে ভয়ে😄।না সবাই পড়ে গেলাম টেনশনে শুরু হলো খোজা।দূরবীন লাগিয়ে খুঁজতে খুজতে দেখতে পেলাম সুমন ভাই সমুদ্রের মাঝে দ্বীপের পাহাড়ের উপরে উঠে বসে গালে দুহাত দিয়ে কান্না করছেন😜😂😂🤣।

:- কেউ সিরিয়াসলি নিবেন না কারণ সিয়াম ভাই শুভ ভাই সুমন ভাই কারোর সাথে আদৌ আমার দেখায় হাইনি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61478.26
ETH 3385.94
USDT 1.00
SBD 2.52