বিরক্তিকর একটি দিন।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বরাবরের ন্যায় আজকেও ফজর নামাজ পর বের হলাম রাস্তায় হাঁটার জন্য,তারপর আব্বু বলছিলো কিছু কাজের কথা সেগুলো শেষ করে বাসায় ফিরলাম।তারপর আশিক ভাই কে ডাকলাম ঘুম থেকে উঠার জন্য।আমাদের কমিউনিটির ভেরিফাইড মেম্বার @ashik ভাই গতকাল এসেছেন আমাদের রংপুরে।তিনি আমাদের উত্তরবঙ্গের জেলা পঞ্চগড় ঘুরার জন্য আসছেন। মুল লক্ষ্য হলো কাঞ্চনজঙ্ঘা দেখা।যাইহোক বন্ধুরা বাসায় এসে আশিক ভাইকে ঘুম থেকে ডেকে উঠাইলাম তারপর বের হয়ে পড়লাম পঞ্চগড় যাত্রার উদ্দেশ্যে।
বাসা থেকে বের হয়ে মাত্র 25 মিনিটে রেল স্টেশন এ পৌছালাম ।স্টেশন এ পৌছে দেখলাম ট্রেন এখনো অনেক লেট তাই চা খেয়ে নিলাম আমরা।চা খেয়ে একটু অপেক্ষা করতেই স্টেশন এ ট্রেন এসে হাজির।তারপর দুজনেই ট্রেন এ উঠে পড়লাম।পার্বতীপুরের উদ্দেশ্যে।কেননা পঞ্চগড় যাওয়ার জন্য আমাদের বাসার পাশের স্টেশন থেকে ডিরেক্ট ট্রেন নেই।এজন্যে পার্বতীপুরের উদ্দেশ্যে লোকাল ট্রেন এ করে পার্বতীপুরে আসলাম।এ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল,তারপরেই আসল ঝামেলাটা হলো।
পার্বতীপুরে পৌছালাম 11 টার দিক।পার্বতীপুরে এসে পঞ্চগড়ের ট্রেন এর খোঁজ নিয়ে দেখলাম যে ট্রেন টা দুপুর 12.00 টায় পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা সেই ট্রেন আজকে অনেক লেট এ আসবে।লেট বলতে দুপুর 12 টার ট্রেন সন্ধ্যা 5.45 এ পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।চিন্তা করছেন বিষয়টা?কতটা লেট করে আসবে ট্রেন।প্রায় সাড়ে 5 ঘণ্টা লেট।আমার তো শুনেই বিরক্তি ধরে গেছে ব্রেইন এ।অবশেষে আশিক ভাই সহ সিদ্ধান্ত নিলাম বাস এ যাবো।কিন্তু বাস এর খোঁজ করে দেখলাম পার্বতীপুর থেকে পঞ্চগড় যেতে কমপক্ষে 3 টা বাস পরিবর্তন করতে হবে।আরো মন টা খারাপ হয়ে গেলো।
অবশেষে আশিক ভাই সহ সিদ্ধান্ত নিলাম এই গাড়ি চেঞ্জ করা করি না করে ট্রেনে এ করেই যাবো।এখন কথা হলো 12 টা থেকে সন্ধ্যা 5.30 অব্দি কি করবো স্টেশন এ?প্রথমে সিদ্ধান্ত নিলাম ,যেহেতু ঘুরতে বের হইছি তাহলে চলেন সৈয়দপুরের আশেপাশের কোনো পার্ক বা কোথায় ঘুরে আসি।ঘুরাঘুরি করে এসে স্টেশন এ একটু বসতেই পঞ্চগড় গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন টি পার্বতীপুর স্টেশন এ এসে হাজির।আশিক ভাই আগে থেকেই অনলাইনে টিকেট কেটে রেখেছিলেন। তাই দেরি না করে ট্রেনে এ উঠে পড়লাম।এখনো ট্রেন এ বসে আছি।বর্তমান কিসমত রেলস্টেশনে বসে পোস্ট করতেছি।সামনেই আমাদের গন্তব্য বীরশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম রেলস্টেশন।আগামীকাল থেকে আমাদের পঞ্চগড় ঘোরার দিন শুরু।দোয়া করবেন আমরা যেন আমাদের পঞ্চগড় ট্যুর সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1863246738766823883?t=9pjvIb4NV5PRFbmsxHT6vQ&s=19
ডেইলি টাস্ক প্রুফ: