আফরান নিশোর - দাগি - সিনেমার শুটিং চলছে আমাদের রংপুরের শ্যামপুরে।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
খুব সকাল সকাল গিয়েছিলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ছিল আজকে পরীক্ষা। শুধু কি পরীক্ষা, একেবারে একই সাথে দুটি পরীক্ষা। ইনকোর্স এবং টেস্ট দুটোই একই সাথে নিচ্ছেন ডিপার্টমেন্ট কতৃক। টোটালি সাড়ে চার ঘন্টার পরীক্ষা। সকাল ১০ টা থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলমান ছিল।
অবশেষে পরীক্ষা শেষ করে ভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম ।হাটা শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে। ক্যাম্পাস থেকে স্টেশনের দূরত্ব খুব বেশি নয় অনেকটা কাছেই ।ঠিক সে কারণেই হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম ট্রেন এসে হাজির। ভাবলাম স্টেশনে একটু নাস্তা করে নিব। কিন্তু আর হলোনা,ভাবলাম বাসায় গিয়ে একবারে খাবার খেয়ে নিব। ট্রেন চলতে থাকলো নিজ গতিতে। ঠিক ১৩ মিনিট পর আমার গন্তব্য স্টেশনে এসে পৌছালাম ট্রেন থেমে গেল। আমিও নেমে পড়লাম।
কি আর বলবো ট্রেন থেকে নেমেই দেখি স্টেশনে লোকে লোকারণ। রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে সিনেমার শুটিং হচ্ছে। সাধারণত আমি এ সকল সিনেমা এবং রঙ্গমঞ্চ কে এড়িয়ে চলা চেষ্টা করি। সেই সাথে কোলাহলপূর্ণ পরিবেশ কেও পছন্দ করি না। তাই ভাবলাম সেখান থেকে চলে আসব।
একটু পরে দেখলাম প্রিয় একজন অভিনেতা কে। আফরান নিশো । একদম থমকে গেলাম। আমি কখনো কল্পনাই করিনি আফরান নিশোর সাথে এভাবে দেখা হয়ে যাবে। তাই আর বাসায় গেলাম না দাঁড়িয়ে পড়লাম একটু শুটিং দেখার জন্য। ভালোভাবে খোঁজ নিলাম কোন বিষয়ে এখানে শুটিং হচ্ছে কোন সিনেমার জন্য। আর সাথে নায়িকাই বা কে? কারণ সিনেমার মধ্যে নায়ক এবং নায়িকা দুজনেই পারফেক্ট না হলে তেমন একটা আকর্ষণ বাড়ে না।
সিনেমার নাম হল দাগি।এই সিনেমার নায়ক আফরান নিশো আর নায়িকা হবেন তমা মির্জা। আমার ব্যক্তিগত দিক থেকে তমা মির্জার নাটক আমার কাছে আগেও তেমন একটা ভালো লাগেনি। তবে কাছ থেকে দেখলাম তমা মির্জা চিকন মানুষ। সুন্দরী ও আছে বটে। মোটামুটি আফরান নিশো এবং তমা মির্জা দুজনেই এই সিনেমার জন্য পারফেক্ট বলে মনে করছি আমি।
তাদের শুটিং চলবে আমাদের রংপুরের শ্যামপুর রেলওয়ে স্টেশনে আগামীকাল পর্যন্ত। এখানে তাদের শুটিং টা হবে তমা মির্জা এবং তার মা রাগ করে চলে যাবে অদূর শহরে কিন্তু আফরান নিশো তাদেরকে বুঝিয়ে পুনরায় বাসায় নিয়ে আসবে। আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করে দিলাম আপনাদের দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।
........................................................................
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1876285652905652269?t=Rb2AwVsEVUC6s8u__B330A&s=19
ডেইলি টাস্ক প্রুফ