||ফরিদপুরের স্বনামধন্য অম্বিকা ময়দানে অনুষ্ঠিত উদ্যোক্তা মেলায় ১ সন্ধ্যায়।||
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে মহান রাব্বুল আলামিনের মেহেরবানীতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি।
আপনাদের মাঝে আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে শুনতে পেলাম ফরিদপুরের স্বনামধন্য অম্বিকা মেমোরিয়াল হল মাঠ প্রাঙ্গনে এক মেলার আয়োজন করা হয়েছে যার নাম বেসিক উদ্যোক্তা মেলা। তো আমরা দুই বন্ধু মিলে এক সন্ধ্যায় হুট করে ঘুরতে চলে গেলাম সেই মেলার মাঠ প্রাঙ্গনে। সেখানে দেখতে পেলাম মেলার পরিবেশ বেশ জমজমাট। তবে এ মেলাটি অন্যান্য মেলাগুলো থেকে একটু ব্যতিক্রম কারণ এখানে নতুন নতুন উদ্যোক্তা তাদের নতুন নতুন উদ্ভাবনিয় জিনিস নিয়ে হাজির হয়েছে। মেলায় ঢুকতেই ডান সাইডে দেখতে পেলাম আমাদের পরিচিত এক ছোট ভাই সেখানে একটি স্টল নিয়েছে। এই স্টলটি ছিল এই নার্সারির পক্ষ হতে। এখানে সে নানান ধরনের ফল ও ফুলের গাছ নিয়ে এসেছিল। তার মধ্যে ভিন্নধর্মী আমার কাছে লেগেছে চা গাছ ও ফলসহ আপেল গাছটি। চাগা যদিও আমাদের দেশে পরিচিত তবে আপেল গাছ আমাদের দেশে খুব একটা দেখা যায় না বললেই চলে। তো সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা মেলার ভিতরে দিকে গেলাম।
এরপরে দেখতে পেলাম এই স্টাইলটি যেখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি বাচ্চাদের খেলনা ও বিভিন্ন রকমের ঘরের প্রয়োজনীয় আদি বিক্রি করছে। সাথে আরেকটা জিনিসও দেখা মিললো সেটি হল দেয়ালে টানানোর মাটির তৈরি ধর্মীয় ভাস্কর্য। যা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল।
মেলায় অনেকগুলো স্টল থাকা সত্ত্বেও আমার যে রিস্টল গুলির আজম ভালো লেগেছিল আমি আপনাদের সাথে সেসব স্টল গুলি শেয়ার করছি। মেলার ইনস্টলটি ছিল মহিলাদের বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো এবং সাথে তাদের নিজ হাতে তৈরি কিছু মিষ্টান্ন ছিল যেগুলো চাইলেই এখান থেকে কিনে সেগুলো সাধু উপভোগ করা যাচ্ছিল।
এই স্টলটিও মহিলাদের জামা কাপড়ের একটি স্টল ছিল যেখানে মহিলাদের বিভিন্ন ধরনের বাটিক সত্যি সহ নানা কাপড়ের আমারও ছিল। ইনস্টলটিও বেশ জাকজমকপূর্ণ ছিল। এখানকার জামাগুলি ইস্টল কর্তৃপক্ষের নিজস্ব গার্মেন্টসের তৈরি বলে জানতে পারলাম।
এ পর্যায়ে আমরা দুটি খাবার রেস্ট চলো দেখতে পাই যেখানে একটিতে বিভিন্ন ধরনের প্রায় আইটেম বিক্রি করছিল সাথে তাদের তৈরি বার্গার ছিল এবং অপরটি একটি গোলা আইসক্রিমের স্টাইল ছিল। গলা আইসক্রিম মূলত এক ধরনের আইসক্রিম যেটি বরফ কুচি করে এবং বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে খেতে হয়। এটি আমাদের দেশে বেশি একটা প্রচলিত না হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটি একটি খুব জনপ্রিয় আইসক্রিম। এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটি স্বাদ উপলব্ধি করেছেন ।
সর্বশেষ আমি আপনাদের সাথে যে স্টলটির ছবি শেয়ার করলাম সেটি হল একটি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এবং আচারের দোকান। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফুড জাতীয় খাবার বিক্রি করছিল এবং সাথে বার্মিজ আচার বিক্রি করছিল। মেলায় থাকাকালীন আমি এ দোকানটিতে বেশ ভালো একটি বিয়ের লক্ষ্য করেছিলাম। বেশ ভালো কিছু মুহূর্ত সেখানে দুই বন্ধু মিলে অতিবাহিত করেছি এবং বেশ ভালই ঘুরে মেলার পরিবেশ উপভোগ করেছি।
এই ছিল আমার বেসিক উদ্যোক্তা মেলায় ১ সন্ধ্যায় কাটানো কিছু মুহূর্ত যা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্টটি ভাল লাগবে।
তবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে নতুন কিছু নিয়ে । ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা।
ফটোগ্রাফার: | @shabab7 |
---|---|
ডিভাইস: | Iphone X |
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
এই মেলায় তো দেখছি সব কিছু পাওয়া যায়। তবে আমার খুব কাছ থেকে আপেল গাছ দেখতে ইচ্ছে করছে। মোটামুটি সব গাছ দেখা হয়েছে তবে আপেল গাছ কখনো দেখিনি। যে মেলায় সব কিছু পাওয়া যায় আমার কাছে এমন মেলায় ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। সবশেষে আচারের স্টল দেখে তো জিভে জল চলে আসল। ধন্যবাদ উদ্যোক্তা মেলায় ঘুরাঘুরির সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
আপেল গাছ বিষয়টি নতুন।বাংলাদেশের আবহাওয়া আপেল চাষের মোটেও উপযোগী নয়।এই মেলা টা অনেকটা বানিজ্য মেলার মত লাগছে।বেশ ভালই ঘোরাঘুরি করেছেন মেলায় বন্ধুর সাথে। ধন্যবাদ ভাইয়া আপনাদের ঘোরাঘুরির মুহুর্র শেয়ার করার জন্য।
ধন্যবাদ।
আসলে মেলায় ঘোরাঘুরি করতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে মেলায় ঘোরাঘুরি করার অনুভূতিটাই অন্যরকম হয়। এইজন্য আমি নিজেও কিছুদিন আগে একটি মেলায় ঘুরতে গিয়েছিলাম । তবে আপনার কাছে যে স্টল গুলো ভালো লেগেছে সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে মাটির তৈরি জিনিসপত্র গুলো আমার বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ।