You are viewing a single comment's thread from:

RE: কবিতা-"নারীরা এখনো পরাধীন”-Writing by @samhunnahar

in আমার বাংলা ব্লগ3 months ago

আসলে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি-?
এই প্রশ্নটি বারবার করতে ইচ্ছে করে একজন নারী হয়ে। স্বাধীনতার সঠিক অর্থ যদি আমরা জানতাম, তবে আমাদের চারপাশের পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে উঠতো। এক কথায় আমাদের মুক্তি নেই। বর্তমানেও আমরা কারো কাছেই নিরাপদ নই। তবে নারীরা এখনো পরাধীন নাকি স্বাধীন এই মন্তব্যটি করার দুঃসাহস হলোনা। খুবই চমৎকার কবিতাটি লিখেছেন আপু।অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আপু সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয়টি খুবই হৃদয়বিদারক। কারণ আমরা স্বাধীন হয়েও এখনো মনে হচ্ছে যে স্বাধীন নয়। কারণ একজন নারী হয়ে আরেকজন নারীরকে কিভাবে ক্ষতি করল দেখেন। আপনার সহযোগিতা পেয়ে ভালো লাগলো অনেক।

 2 months ago 

যেমন আমাদের সমাজের প্রতিটি পুরুষ'ই ধর্ষক নয়, কিংবা খারাপ নয়, ঠিক তেমনি আমাদের মধ্য থেকেও সব নারী মানুষ নয়।
ভালো-মন্দ আমাদের উভয়ের মধ্যেই আছে।
তবে যারা এই নোংরা জঘন্যতম অপরাধীর সাথে জড়িত আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69187.87
ETH 2486.25
USDT 1.00
SBD 2.53