You are viewing a single comment's thread from:

RE: সমস্যা গুলোকে পাশ কাটিয়ে কিছুটা বিনোদনের আশায় ||পর্ব -২||

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া আপনারর বাস্তব গল্পটি আমাকে বেশ শিহরিত করেছে। আপনি বিকালে নদী পার হওয়ার সময় নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য ছাদের উপরে উঠে বসেন। একদম সামনের দিকে বসে ছিলেন। যেন সবকিছু ঠিকঠাক দেখতে পারেন। কিন্তু আপনার সামনে দুই তিনজন লোক ছিল। তো নৌকা চলতে চলতে হঠাৎ সামনে এক চরের মধ্যে আটকে গেল। নদীর পানি যখন শুকাতে শুরু করে তখন হঠাৎ মাঝখানে জেগে উঠা চর গুলো বোঝা যায় না। হঠাৎ নৌকার গতি থেমে যাওয়ায় আপনার সামনে বসা লোক দুটো ধাক্কা সামলাতে পারেনি। সে কারণে তারা নিচে ছিটকে পড়ে যায়। এবং সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে চোখেরনিচে কেটে যায়।এটা এটা সত্যিই অনেক রিক্স। অবশ্যই এই বিষয়গুলোতে আমাদের অনেক বেশি সর্তকতা অবলম্বন করা দরকার।♥♥

Sort:  
 2 years ago 

আসলে অনেক বিপদজনক হয় সেই সময় গুলো। যখন নদীর পানি কমতে শুরু করে তখন ঠিকমতো নতুন জেগে ওঠা চড় গুলো দেখা যায় না। একবার তো বিকালে নদী পার হয়ে রৌমারী যাওয়ার সময় চড়ে আটকে সারারাত নদীতে ছিলাম। তাও আবার শীতের সময়। সে ঘটনাটি অবশ্য আমার পোস্টে শেয়ার করেছিলাম।
অন্যরকম একটি অভিজ্ঞতা হয়েছিল কিন্তু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41