আমার নিজের লেখা মিষ্টি প্রেমের গান||~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি,,,


IMG_20230205_155857.jpg


বন্ধুরা আজ অনেকদিন পর আবারো আমার নিজের লেখা একটি প্রেমের গান নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই গানটি আপনাদের ভালো লাগবে। আমার লেখা প্রায় অনেকগুলি গান আছে।আমি আগে প্রায় সময় গান লিখতাম।বিশেষ বিশেষ কিছু মুহূর্তে গানের কিছু কথা অটোমেটিক মাথায় চলে আসে।আর ঠিক তখনই গান গুলো লিখে রাখতাম।আমি বিশ্বাস করি আগামী দিনে আমার গান ও অনেক বড় বড় শিল্পীর কন্ঠে আপনারা শুনতে পাবেনতবে ইতিমধ্যে বেশ কয়েকজন শিল্পী আমার কাছে গান চেয়েছেন। ছোটবেলায় যখন আমি অসুস্থ ছিলাম,খুব বেশি রকমের, ঠিক তখনই আমার বাবা আমাকে একটি গানের স্কুলে ভর্তি করিয়ে দেয়। এবং আমাকে একটি হারমোনিয়াম কিনে দেয়। যেন আমি সারাক্ষণ হারমোনিয়াম আর গান নিয়ে ব্যস্ত থেকে একটু হাসি খুশি থাকতে পারি। ঠিক সেই সময়ে কিছু গান লিখেছিলাম।বাবা মারা যাওয়ার পর থেকে আর গান লেখা হয়ে ওঠে না।তবে বাবাকে ইদানিং আরো বেশি মনে পড়ে যায়। বাবার জন্য মনটা ভীষণ খারাপ লাগে।আসলে কন্যা সন্তান রা বাবাদের খুব প্রিয় হয়ে থাকে।তবে আমার এখনো মনে পড়ে যায় বাবা যদি কোনদিন কখনো মায়ের সাথে অভিমান করে ঠিক তখন আমি বাবার হাত ধরে একটিবার বললেই বাবা খেয়ে নিত। তাই বাবার রাগ ভাঙ্গানোর জন্য মা সব সময় আমাকে পাঠিয়ে দিত বাবার কাছে।আমি জানিনা কেন বাবা অনেক রাগ করলেও আমি সামনে গেলে হেসে ফেলত। সেই প্রিয় বাবাকে আজ খুব বেশি মনে পড়ছে।বাবা আমার মুখে হাসি ফোটানোর জন্য উল্টাপাল্টা গান গাইতো।আর এখন যদি গান লিখতে বসি তবে সবার আগেই বাবার কথা মনে পড়ে যায় খুব বেশি।তো বন্ধুরা আমার আজকের এই প্রেমের গানটি আপনাদের কেমন লেগেছে জানালে খুশি হব।চলুন তবে গানটি পড়ে আসি অন্য আরেকদিন শুনিয়ে দিব।

♥প্রেমের গান♥
♥সেলিনা সাথী ♥

IMG_20230122_144633.jpg


এই জীবনে হঠাৎ করে
পেলাম তোমার দেখা,,,
তোমার কাছে ভালোবাসার
প্রথম কাব্য শেখা
তোমায় নিয়ে দেখেছি স্বপ্ন
করেছি কল্পনা
সুখের নীরে বাঁধব বাসা
এঁকেছি আলপনা।,,
আমায় ভুলনারে,, প্রিয়
আমায় ভুলনা,,,,

তুমি আমার প্রাণো পাখি
আমার জানের জান,,
ছন্দ ভরা জীবন আমায়
করেছ তুমি দান,,
মনের ভিতর তোমার জন্য
গভীর একটা টান,,
চলার পথে দিচ্ছ তুমি
নতুন করে শান,,
কারো সাথে হয়না কভু
তোমার তুলনা,,
আমায় ভুলনারে প্রিয়
আমায় ভুলনা,,,,


হৃদমাঝারে তুমি আমার
করছ শুধু খেলা,,
তোমায় ভেবে যায় বয়ে যায়
আমার সারা বেলা,
দোহাই লাগে কোনদিনও
করো নাকো হেলা-
শৈল্পিক মনের শিল্প তুমি
নানান রংয়ের মেলা
অভিমানের তালাটা
এবার খুলনা,,,,
আমায় ভুলনারে প্রিয়
আমায় ভুলনা,,,
♦♦♦♦♦
১০ জানুয়ারি ২০২৩,
সময় সকাল ১০.৩১ মিনিট
"কবিতা কুটির",সদর নীলফামারী


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বাবা মানে বটবৃক্ষের শিতল ছায়া, এই বৃক্ষ না থাকলে কষ্টের শেষ নেই। যাক আপনার বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। জানি আজ বেশ খারাপ লাগছে তার জন্য, তবুও আপনার দোয়ার বরকতে তার বেহেশত নসিব হবে।

আপনার কবিতা এবং গান সবসময়ই সেরা।
কয়েকজন শিল্পী আপনার গান চেয়েছেন জেনে খুশি হলাম।
আজকের গানটি কিন্তু অসাধারণ হয়েছে 👌

 2 years ago 

আশা করছি গানটি খুব শীঘ্রই জনসম্মুখে প্রকাশিত হবে


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 2 years ago 

আপু প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। বাবারা মেয়েদের একটু বেশিই ভালোবাসে। আপনার বাবার কথা শুনে আমার বাবার কথা মনে পড়ে গেল। যাই হোক গান কিন্তু খুব ভালো লেগেছেন। এই গান আপনার কণ্ঠে শুনার জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাবা এবং মেয়ের ভালোবাসা টা একটু অন্যরকম.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। এমনিতে প্রেমের কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। আপনার কবিতাটি পড়ে আমার নিজের কাছে যে কত ভালো লেগেছে তা আর বলে বোঝানো যাবে না। আপনি এত সুন্দর ভাবে কবিতা লিখেছেন প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের ছন্দের মিল পাওয়া গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

মাঝে মাঝেই অনেক ধরনের গান লিখি তবে আপনাদের কাছে খুব একটা বেশি শেয়ার করা হয় না। ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলেই কন্যসন্তান গুলো কেন জানি বাবা ভক্ত হয়।বাবারা মেয়েদের মাঝে জান্নাত খুঁজে পায়।আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি,হয়ত কখনও মুখ ফোটে বলতে পারিনি।মন থেকে অনেক দোয়া করি আল্লাহর কাছে বাবার জন্য।যাই হোক আপু আমরাও আশা আপনার লিখা গানগুলো আমরা একদিন বড় বড় শিল্পের কন্ঠে শুনতে পাব।আপু ভালো লিখেছেন।আপনি বরাবরই বেশ ভালো লিখেন।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আমি আমার বাবাকে অনেক ভালোবাসি তাই তো সবসময় আমার বাবাকে অনেক মিস করি।

 2 years ago 

বাবা মানে একটি বড় বট গাছ যে ছায়া হয়ে জীবনে থাকে ৷ কিন্তু বাবা তো সবসময় থাকবে না ৷ যেমন আপনার বাবা আজ অনেক দূরে চলে গেছে ৷ যা হোক আপনার বাবার আত্মার শান্তি কামনা করি ৷
আপনার বাবা হারমোনিয়াম কিনে দিয়েছিল ৷ যে সৃতি নিয়ে আপনি গান লিখেন ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা আপনার গান খুব তাড়াতাড়ি প্রচারিত হোক এমনটাই কামনা ঈশ্বরের নিকট ৷ অনেক ভালো আপনার লেখা গানটি পড়ে ৷

 2 years ago 

আমিও চেষ্টা করে যাচ্ছি দেখি ভবিষ্যতে কি হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপু আপনার লেখা প্রেমের গানটি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার কবিতাগুলো সাধারণত আমি পড়ে থাকি বেশ ভালই লাগে কবিতাগুলো। গানটি যদি আজ শোনার সুযোগ হতো তাহলে বেশ ভালই লাগতো, যদিও পরে শুনাবেন বলে কথা দিয়েছেন সেই অপেক্ষায় রইলাম আপু।

 2 years ago 

পরবর্তীতে সময় সুযোগ বুঝে একদিন গানটি আপনাদেরকে শুনিয়ে দেব, যদিও আমি খুব ভালো গাইতে পারি না।

 2 years ago 

বাবা মানে হাজার বিকেল হাজার সকাল বেলা, এবং
আয় খুকু আয় এই গানটির কথা মনে পড়ে গেল।আসলে বাবা যে মেয়েদের কি এটা বলে বোঝানো যাবে না। আপনি অনেক সুন্দর একটি গান লিখেছেন। আপনার কাজ যতই দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি।
ধন্যবাদ আপু সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে অনেক ধরনের গানই লিখি, তবে আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেইই, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68049.77
ETH 2412.17
USDT 1.00
SBD 2.32