কবিতা আবৃত্তি - সুভাষ এখনো ঘরে ফেরেনি। || সেলিনা সাথী
আজ ভারতের স্বধীনতা দিবস। @rme দাদা একটি কবিতা পোস্ট করেছিলো। সেই কবিতাটি আবৃত্তি করার চেস্টা করলাম।
সুভাষ এখনো ঘরে ফেরেনি
সুভাষ এখনো ঘরে ফেরেনি
তবে স্বাধীনতা এসেছে ঘরে ঘরে।
তোমার আমার ইচ্ছেরা আজকে,
দাম পায় এই স্বাধীন ভারতে।
শুধু মায়ের মুখে হাসি ফুটবে বলে
মাথা নিচু করেনি একটি ছেলে
পরাধীন ক্ষমতা নয়, সক্ষমতা চাই,
গর্জন ওঠে উত্তাল ভারতবর্ষে।
দেশপ্রেম কাকে বলে ?
ক্ষুদিরাম হার মানে নি বলে,
তোমার আমার টাইমলাইন
জুড়ে আজ স্বাধীনতা কথা বলে।
অনেক রাত করে পেটে খিদে নিয়ে,
আমি ভাবি স্বাধীনতার আসল মানে।
যে ছেলেটি চাকরি পেলো না,
দুর্নীতির কাছে মার খেয়ে,
তার কাছে স্বাধীনতার কি মানে?
যে মেয়েটি রাতে বাড়ি ফেরেনি
পরের দিন মেলে তার ক্ষতবিক্ষত দেহ,
স্বাধীনতা কোথায় তখন?
ছুটে যাই আমি আমার ছাদে
যেখানে আমার ক্রোধ জমে
হঠাৎ বিস্ফোরণের আগে।
সুন্দর মিষ্টি কন্ঠের অধিকারী আপু আপনি দারুন।চমৎকারভাবে দাদার তার লেখা কবিতাটি আবৃত্তি করলেন।খুবই ভালো লেগেছে
অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥
শুভ কমনা♥
বাহ সত্যি অসাধারন আবৃত্তি হয়েছে।
অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা।।
বাহ!! বরাবরের মতো এটাও চমৎকার হয়েছে।
ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।
আপু সত্যিই অসাধারণ আবৃিত্তি করেছেন। শুভ কামনা রইলো ❤️
ধন্যবাদ আপু মনি শুভ কামনা।
অনেক সুন্দর হয়েছে আপু। আপনার ভয়েস সবর্দাই সেরা। আমি বা অন্যরা যত বলবে ততই যেনো কম হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।উৎসাহ দেওয়ার জন্য। শুভ কামনা।
💖💖💖 জ্বি আপু আপনি চালিয়ে যান।
♥সাথেই থাকুন!♥ শুভ কামনা♥
আপুমনিতো সবসময়ই অসাধারন ,যেটি আবৃত্তি করেছেন সেটিও অসাধারণ, সুতরাং আজকে অসাধারনেরও উপরে।
অসংখ্য ধন্যবাদ আপু মনি♥
শুভ কামনা
অতীব সুন্দর হয়েছে আপু। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ ভাইয়া।শুভেচ্ছা
খুব সুন্দর হয়েছে কবিতাটির আবৃত্তি।ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপু মনি।
অনাবিল শুভেচ্ছা♥
যেমন কবিতা তেমন আবৃত্তি।এক কথায় অপূর্ব। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মনি♥
বাহ! বাহ! বাহ!
মাঝে মাঝে এই রকম রেকর্ডকরা আবৃত্তি শুনতে ভালো লাগে, তবে কবি আপুর বিষয়টি ভিন্ন, কারন উনার কণ্ঠটা সত্যি দারুন।
উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অফুরান্ত শুভেচ্ছা♥