কবিতা আবৃত্তি - সুভাষ এখনো ঘরে ফেরেনি। || সেলিনা সাথী

in আমার বাংলা ব্লগ4 years ago

PicsArt_08-15-08.25.17.jpg

আজ ভারতের স্বধীনতা দিবস। @rme দাদা একটি কবিতা পোস্ট করেছিলো। সেই কবিতাটি আবৃত্তি করার চেস্টা করলাম।

সুভাষ এখনো ঘরে ফেরেনি

সুভাষ এখনো ঘরে ফেরেনি
তবে স্বাধীনতা এসেছে ঘরে ঘরে।
তোমার আমার ইচ্ছেরা আজকে,
দাম পায় এই স্বাধীন ভারতে।
শুধু মায়ের মুখে হাসি ফুটবে বলে
মাথা নিচু করেনি একটি ছেলে
পরাধীন ক্ষমতা নয়, সক্ষমতা চাই,
গর্জন ওঠে উত্তাল ভারতবর্ষে।

দেশপ্রেম কাকে বলে ?
ক্ষুদিরাম হার মানে নি বলে,
তোমার আমার টাইমলাইন
জুড়ে আজ স্বাধীনতা কথা বলে।

অনেক রাত করে পেটে খিদে নিয়ে,
আমি ভাবি স্বাধীনতার আসল মানে।
যে ছেলেটি চাকরি পেলো না,
দুর্নীতির কাছে মার খেয়ে,
তার কাছে স্বাধীনতার কি মানে?
যে মেয়েটি রাতে বাড়ি ফেরেনি
পরের দিন মেলে তার ক্ষতবিক্ষত দেহ,
স্বাধীনতা কোথায় তখন?

ছুটে যাই আমি আমার ছাদে
যেখানে আমার ক্রোধ জমে
হঠাৎ বিস্ফোরণের আগে।

আমার অরিজিন্যাল বাংলা দেশাত্মবোধক কবিতা "সুভাষ এখনো ঘরে ফেরেনি" (My original bengali poetry on patriotism)

Sort:  

সুন্দর মিষ্টি কন্ঠের অধিকারী আপু আপনি দারুন।চমৎকারভাবে দাদার তার লেখা কবিতাটি আবৃত্তি করলেন।খুবই ভালো লেগেছে

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥
শুভ কমনা♥

 4 years ago 

বাহ সত্যি অসাধারন আবৃত্তি হয়েছে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা।।

 4 years ago 

বাহ!! বরাবরের মতো এটাও চমৎকার হয়েছে।

 4 years ago 

ধন্যবাদ। শুভ কামনা অবিরাম।

 4 years ago 

আপু সত্যিই অসাধারণ আবৃিত্তি করেছেন। শুভ কামনা রইলো ❤️

 4 years ago 

ধন্যবাদ আপু মনি শুভ কামনা।

 4 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু। আপনার ভয়েস সবর্দাই সেরা। আমি বা অন্যরা যত বলবে ততই যেনো কম হয়ে যাবে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।উৎসাহ দেওয়ার জন্য। শুভ কামনা।

 4 years ago 

💖💖💖 জ্বি আপু আপনি চালিয়ে যান।

 4 years ago 

♥সাথেই থাকুন!♥ শুভ কামনা♥

 4 years ago 

আপুমনিতো সবসময়ই অসাধারন ,যেটি আবৃত্তি করেছেন সেটিও অসাধারণ, সুতরাং আজকে অসাধারনেরও উপরে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি♥
শুভ কামনা

 4 years ago 

অতীব সুন্দর হয়েছে আপু। শুভেচ্ছা রইলো।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।শুভেচ্ছা

 4 years ago 

খুব সুন্দর হয়েছে কবিতাটির আবৃত্তি।ধন্যবাদ আপু।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মনি।
অনাবিল শুভেচ্ছা♥

 4 years ago 

যেমন কবিতা তেমন আবৃত্তি।এক কথায় অপূর্ব। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মনি♥

 4 years ago 

বাহ! বাহ! বাহ!
মাঝে মাঝে এই রকম রেকর্ডকরা আবৃত্তি শুনতে ভালো লাগে, তবে কবি আপুর বিষয়টি ভিন্ন, কারন উনার কণ্ঠটা সত্যি দারুন।

 4 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অফুরান্ত শুভেচ্ছা♥

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116888.02
ETH 4510.84
SBD 0.86