꧁ ৩য় সাংস্কৃতিক উৎসব নীলফামারী ꧂☆

in আমার বাংলা ব্লগ9 months ago


আসসালামু আলাইকুম/আদাব

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


☆꧁ ৩য় সাংস্কৃতিক উৎসব নীলফামারী ꧂☆

IMG_20231015_000404.jpg


বন্ধুরা নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১৪--২০অক্টোবর/২০২৩ সপ্তাহব্যাপি সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। খুবই জাঁকজমকপূর্ণভাবে উৎসবটি শুরু হয়েছে এবং উদ্বোধন হয়েছে। এই উৎসবকে ঘিরে নানা রকম আয়োজন থাকছে শিল্পকলা একাডেমিতে, এই সাত দিন। আর তাই ভাবলাম আমার বাংলা ব্লক পরিবারের সাথে এই উৎসবটি শেয়ার করি।সংস্কৃতি মানুষের জীবনের একটি শৈল্পিক প্রকাশ। এবং সমাজ জীবনের স্বচ্ছ দর্পণ। নদীমাতৃক আমাদের দেশ সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। নদীর প্রবাহমান ধারার মতো সাংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে রয়েছে প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র আলোকিত বৈশিষ্ট্য। আর তাইতো শত সহস্র বছরের সংস্কৃতির আলোক ছটা দেশের গণ্ডি পেড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার স্বপ্নে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

IMG_20231014_225832.jpg

৫৬ হাজার বর্গ মাইলে বাংলা ও বাঙালির শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বিকাশ ও লালনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে ২০১৩ সাল থেকে দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা শিল্পকলা একাডেমি সম্মননা প্রদানের কার্যক্রম গ্রহণ করে। তারই প্রেক্ষিতে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারির সাংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান করে।সম্মননা২০১৪ - ২০২২।শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ নীলফামারী জেলা এ জেলার সম্মা ননার জন্য মনোনীত প্রত্যেক গুনীজনদের জাননাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এভাবেই দেশীয় সংস্কৃতির চর্চা বিকাশ ও প্রসারে শিল্পের আলোর সমৃদ্ধ হবে।

IMG20231014192909.jpg

IMG20231014192238.jpg

IMG20231014191850.jpg


বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।নানা ধরনের সংগীত নৃত্য কবিতা, জারি সারি ভাওয়াইয়া,নানা ধরনের যন্ত্রসংগীত এর মাধ্যমে মুখরিত হয়ে উঠে শিল্পকলা প্রাঙ্গণ। এছাড়াও নানারকম সাজে সজ্জিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ। সাংস্কৃতিক উৎসবে যেন মানুষ মেতে উঠেছে নানা রকম বিনোদনে। শিল্পী চেতনার মানুষগুলো যেন নন্দিত হয়ে উঠেছে এই উৎসবে। সপরিবারে মানুষজন আসছে এই উৎসবে।সেলফি ফ্রেমের সাথে সবাই সেলফি তোলা নিয়েও ব্যস্ত হয়ে উঠেছে।

IMG_20231014_232715.jpg

IMG_20231014_224600.jpg

IMG20231014205757.jpg

IMG20231014204315.jpg

তৃতীয় নীলফামারী সাংস্কৃতিক উৎসব ২০২৩ এ জেলা শিল্পকলা একাডেমি নীলফামারীর আয়োজনে, মোট ৪৫ জন গণি শিল্পীকে স্ব- স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে। এই বিশিষ্ট ব্যক্তিরা দেশ তথা মানুষের প্রতি আন্তরিকতা থেকে শিল্প ও সাংস্কৃতি প্রসারে নিজেকে নিয়োজিত করে হয়ে ওঠেন আত্মত্যাগী এজন্যই তারা প্রজন্ম থেকে প্রজন্মের বরেণ্য ও স্মরণীয় হয়ে থাকেন। এমন গুণী মানুষদের সম্মাননা প্রদান গৌরবের বিষয় জেলা শিল্পকলা একাডেমি নীলফামারীর সম্মাননা প্রাপ্ত সকল গুণীজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করি।বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতি ও সৃজনশীল মানবিক বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। এই প্রত্যাশা রেখেই আজকের মত এখানেই।
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন। টা টা,,

IMG20231014211311.jpg

IMG20231014185138.jpg

IMG_20231013_200046.jpg

IMG_20231013_195955.jpg

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সাংস্কৃতিক উৎসব ২০২৩।

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  

This is a manual curation from the @tipU Curation Project. Your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 9 months ago 

সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু ঝলক দেখে বেশ ভালো লাগলো আপু। আসাদুজ্জামান নূর আমার বেশ প্রিয় একজন ব্যক্তিত্ব। তাকে দেখে আরো বেশি ভালো লাগলো। তার কন্ঠের কবিতা প্রায় প্রায়ই শোনা হয় আমার। আমার পক্ষ থেকেও এমন উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Posted using SteemPro Mobile

 9 months ago 

চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।♥♥

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66751.68
ETH 3487.34
USDT 1.00
SBD 3.03