স্বরচিত কবিতা "দূর -বহুদূর"♥সেলিনা সাথী♥১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য,,,



আসসালামু আলাইকুম

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভাল আছি।

IMG_20220530_094254.jpg


siam,.png

বন্ধুরা আপনারা অনেকেই অবগত আছেন যে আমি আজ তিনদিন ধরে পাবনায় অবস্থান করছি।পাবনায় এসেছি 2 বাংলা কবিতা উৎসবে,,আমন্ত্রিত অতিথি হয়ে। দুই বাংলার কবিদের সাথে এই মিলন মেলা সত্যিই অসাধারণ এক অনুভূতি।যায় হৃদয়ের গভীরে মুগ্ধতা ছড়িয়ে দেয়।আসলে কবিতা প্রেমের কথা বলে,,বাস্তবতার কথা বলে,বিদ্রোহের কথা বলে,,চাওয়া এবং পাওয়ার কথা বলে।বলে আবেগ এবং অনুভূতির কথা।কবিতা মনকে শান্ত করতে পারে।কবিতা মনকে উদাসীন করতে পারে।করতে পারে বিদ্রোহী।সব মিলিয়ে কবিতা জীবনের কথা বলে।তাই বন্ধুরা আজ আবার একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি সেলিনা সাথী।আশা করি সকলেরই ভালো লাগবে।

siam,.png


siam,.png

“দূর-বহুদূর”

সেলিনা সাথী


siam,.png

IMG_20220530_094633.jpg


siam,.png

সেদিনের সন্ধ্যায় হাঁটু ভেঙ্গে বসেছিলে
কল্পনার রাজপ্রাসাদে,,,,
আমার পাশে, অনেকের মাঝে,,
আমি তোমাকে অনুভব করতে চেয়েছি
তুমি পালিয়েছো , রাতের খেলায়
খুঁজে পাচ্ছিনা কোথাও,,,,,,,।
প্রকৃতি আজ সেজেছে নতুন রঙ্গে,
নব উত্তেজনা মেঘের সমুদ্রে সাঁতরাচ্ছে
নতুন রঙে নতুন ঢঙে,,
আর তুমি পালিয়েই বেড়াচ্ছো !

ওইযে শীতের রাতে পুকুর ধারে
জ্যোৎস্নায় ভিজে ভিজে শুনিয়েছিলে
অমর প্রেমের বাণী,,
বলেছিলে-আমি তোমার প্রেম, তোমার প্রেরনা
তোমার অস্তিত্ব জুড়ে মিশে আছে আমার নাম।
তোমার হৃদয়ে খেলা করছি প্রিয়জন হয়ে।
মুঠোফোনের অদৃশ্য তরঙ্গে দোলা দিচ্ছিলে,,,
আবেগীয় প্রলাপে,,,।

হা,,হা,,হা
কি নিপুণ অভিনয়টাই না করেছো তুমি!!
খুবই আশ্চর্য লেগেছে জানো।
কেমনে পারো এমন টা করতে??
ছলনার আকাশে তুমি-
কখনো পূর্ণিমা কখনো আমাবস্যা।

রাত্রি থেকে ভোর, তোমার ডালা পূর্ণ করে
কুয়াশাকে ভেদ করে
নতুন সূর্য উদয় হল,
দাও আলো, নাও দুহাত বাড়িয়ে বুকে টেনে
যুগের পর যুগ তোমার অপেক্ষায় থেকেও
এতটুকু ও সহজ হলেনা !

ধিরে ধিরে বেড়ে উঠছে দীর্ঘশ্বাস
শুনি বিদায়ের করুণ সুর
তুমি দূর, বহুদুর !


siam,.png

IMG_20220530_095351.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

প্রতিনিয়তঃ আপনার কবিতা পড়ছি এবং কবিতা আবৃত্তি ও শুনছি। আমার কাছে ভীষণ ভালো লাগে আপনার কবিতা পড়তে। অনেক সুন্দর আজকের কবিতাটা লিখেছেন। কিভাবে এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন বুঝিনা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন খুবই সুন্দর ছিল।

 2 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন আশা রাখি।♥♥

 2 years ago 

যতবার আপনার কবিতাগুলো পড়ি আপু সত্যি খুব ভালো লাগে। আপনি সুন্দর করে গুছিয়ে ছন্দ আকারে কবিতাগুলো লিখেযান। অথবা ছন্দের মিল না রাখলেও কথার মিল খুব ভালভাবে লিখেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিবেন।

 2 years ago 

আপু প্রত্যাশা করছি এভাবেই পাশে থাকবেন। আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি প্রেরণা যোগায়♥♥

 2 years ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন আপু, আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতা,এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।♥♥

 2 years ago 

আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে আপু আপনি যেমন সুন্দর কবিতা আবৃত্তি করেন তেমন সুন্দর করে কবিতা গুলো লেখেন। আজকের কবিতাটি ও আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি সবসময়ই সুন্দর মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনার জন্য।
♥♥

 2 years ago 

আপু আপনি হচ্ছেন আমার বাংলা ব্লগের আমাদের পরিবারের একজন গানের এবং কবিতার পাখি। আপনার কবিতাগুলো হৃদয় ছুঁয়ে যায়। আর আপনি ঠিকই বলেছেন কবিতায়, পাওয়া না পাওয়া আনন্দ-বেদনা থেকে শুরু করে বিদ্রোহী পর্যন্ত করে তোলে। অশান্ত মন কে শান্ত করতে পারেন, শান্ত কে অশান্ত করতে পারে। আর সেই ভাবনাগুলো প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যম কবিতা। আমাদেরকে অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছিল দারুণ। আমি কয়েকটা লাইন বেছে নিলাম।

ধিরে ধিরে বেড়ে উঠছে দীর্ঘশ্বাস
শুনি বিদায়ের করুণ সুর
তুমি দূর, বহুদুর !

এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম আপু।

 2 years ago 

আসলে কবিতা জীবনের কথা বলো এটাই হচ্ছে বাস্তবতা কবিতা আমার খুব পছন্দের। কবিতা লিখতে, পড়তে, দুটোই আমি খুব পছন্দ করি।
♥♥

 2 years ago 

কবিতার মাধ্যমে খুব সহজে মনের ভাব প্রকাশ করা যায়। একদম ঠিক বলেছেন আপু কবিতা জীবনের কথা বলে।
আমি আপনার আবৃত্তি এবং কবিতা দুটোরই অনেক বড় ভক্ত। আপনার লেখা এই কবিতাটি চমৎকার লাগলো। কবিতা টা কেমন যেন বাস্তবের সাথে মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে আমার জীবনের সাথে।
অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

আপনার মত এত সুন্দর একজন ভক্ত আপু পেয়ে সত্যি আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি।আপনার সহজ সরল সুন্দর মন্তব্য আমাকে প্রেরণা যোগায়।
♥♥

 2 years ago 

ওইযে শীতের রাতে পুকুর ধারে
জ্যোৎস্নায় ভিজে ভিজে শুনিয়েছিলে
অমর প্রেমের বাণী,,
বলেছিলে-আমি তোমার প্রেম, তোমার প্রেরনা
তোমার অস্তিত্ব জুড়ে মিশে আছে আমার নাম।

আপু আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। বিশেষ করে কবিতার এই লাইন গুলো অসাধারন লিখেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59036.72
ETH 2970.23
USDT 1.00
SBD 3.73