কথার গুরুত্ব নিয়ে //স্বরচিত কবিতা //**কথা**// ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য




আসসালামু আলাইকুম

dropshadow_1642918801915.jpg


আজ বিশেষ দিনের বিশেষ শুভেচ্ছা আপনাদের কে।আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

আজ এমন একটি বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব যে বিষয়টি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।আমরা হয়তো অনেকেই জানে যে পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে "কথা" আবার সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে "কথা" কথার মাধ্যমেই আমরা যত সহজে মানুষকে আপন করতে পারি ঠিক ততো সহজেই আবার দূরত্ব তৈরি করতেও পারি।

dropshadow_1642918842532.jpg

আমরা সৃষ্টির সেরা জীব মানুষ।আর মানুষ জন্মগ্রহণ করে 9 থেকে 11 মাসের মধ্যে কথা বলতে শেখে।কিন্তু কী আশ্চর্য ব্যাপার কখন কিভাবে কার সাথে কেমন করে কি কথা বলতে হয় সেটি শিখতে আমাদের সারা জীবন লেগে যায়।তাই কথা বলতে পারাটা সঠিক সময়ে সঠিক কথা সঠিকভাবে বলতে পারাটা একটি যোগ্যতা।আর এই যোগ্যতার সবার মাঝে থাকে না।আমরা অনেক উচ্চশিক্ষিত মানুষগুলো জানিনা কখন কোথায় কিভাবে কথা বলতে হয়।তাই কথা নিয়ে আজ একটি মজার কবিতা নিয়ে এসেছে আপনাদের মাঝে সুন্দর সহজ সাবলীল ভাষায় বোঝানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে।

তবে মনে রাখবেন আমার কবিতা শুধু কবিতা নয়

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বরচিত কবিতা "কথা"


~

IMG_20220123_141027.jpg



"কথা"


সেলিনা সাথী



তাং-২৩/০১/২০২২ইং


কথার মাঝেই আশা থাকে
কথার মাঝেই ভাষা
কথার টানেই প্রেম হয়
কথায় ভালোবাসা

কথার মাঝেই ঝগড়া বিবাদ
হয় খুনাখুনি
কথার মধ্যেই অপ্রিয় হয়
প্রিয় চোখের মনি

কথা টানে কাছে আবার
কথায় বহুদূর
কথা দিয়েই তৈরি হয়
মন মাতানো সুর

কথা দিয়ে কথার সাথে
হয় যে মারামারি
কথায় জন্যই প্রিয়ার সাথে
চিরদিনের আড়ি

কথায় ঝরে চোখের পানি
কথায় মধুর হাসি
কথার জন্য হারিয়ে যায়
ভালোবাসাবাসি

কথা দিয়ে শুরু হয়
কথা দিয়ে শেষ
কথায় কথায় বলতে পারি
ভালো আছি বেশ

কথা দিয়ে ভালোলাগা
প্রকাশ করা যায়
কথায় আবার চিরদিনই
ঘৃণিত হয়

কথার মধ্যে উপলব্ধি
মান -অভিমান
কোথার জন্য পালিয়ে যায়
ওগো সোনা জান

কথায় জন্য সম্পর্ক
হয় মধুময়
কথার জন্য জীবন জুড়ে
আসে পরাজয়

কথার জন্য আপনজন
হয়ে যায় পর
কথার জন্য ভাংতে দেখি
কত সুখের ঘর

অবাঞ্ছিত কথা বলতে
বিরত থাকি সবাই
কথাগুলো ছুড়ি হয়ে নইলে
করবে জবাই

রাগ অনুরাগ কথার মাঝে
সান্তনা ও তাই
জীবনজুড়ে কথার কোনো
নাই তুলনা নাই

তাইতো বলি কথার মাঝে
থাকলে কোমল স্বর
থাকবে সাথে তোমার পাশে
কেউ হবেনা পর

কথার মাঝে হতে হবে
তাইতো যত্নশীল
কথার জন্যই আদর পাবে
নইলে পাবে ঢিল

♥♥

20220121_173417.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বরাবরই খুব সুন্দর সুন্দর কবিতা রচনা করে আমাদেরকে উপহার দেন 🎸🎸
আজকের কবিতাটি ও তার ব্যতিক্রম নয়।
কথা নিয়ে আজকে আপনি যে কবিতাটি লিখেছেন একদম বাস্তব মুখী কবিতা ।
কবিতাটি আমার বেশ ভাল লেগেছে ।।
একদম মন ছুঁয়ে গেছে।।
আরো সুন্দর সুন্দর কবিতা রচনা করে আমাদেরকে উপহার দিবেন আশা করি।।
শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 
গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।ভাইয়া, ভালোবাসা অবিরাম,,,,,♥♥
 2 years ago 

কথা দিয়ে ভালোলাগা
প্রকাশ করা যায়
কথায় আবার চিরদিনই
ঘৃণিত হয়

ঠিক বলছেন কথা দিয়েই মানুষের মন জয় করা যায়,আবার কথা দিয়েই মানুষের কাছে ঘৃণার মানুষ হয়ে যায়। আপু আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা রচিয়িতা করেন, প্রতিটা কবিতা খুবই ভালো লাগে।অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য।

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য।আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।শুভকামনা আপনার জন্য

♥♥

আপু আপনার টেলেন্ট দেখে আমি প্রতিনিয়তই খুব অবাক হই। বিশেষ করে আপনার কবিতা গুলো। আপনি যে কোন বিষয় নিয়ে মূহুর্ত্তের মধ্যে কবিতা লিখতে পারেন এটা খুব ভালো দিক। "কথা " কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপু। ভালোবাসা অবিরাম 💖💖💖💖

 2 years ago 
আপনাদের উৎসাহ উদ্দীপনায় এত ভাল লিখতে পারি ভাইয়া। আপনারা পাশে থাকলে আরো ভালো লিখতে পারবো। ধন্যবাদ আপনাকে। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য

♥♥

 2 years ago (edited)

আপু কি লিখেছেন পুরাই ১০০- অনেক অনেক ভালো লাগলো আপনার এই ''কথা'' কবিতাটি , প্রতিটি লাইন যেন মনের কথা বলছে ।কবিতাটি পাঠ্যকরলে মনে হচ্ছে কেউ যানি মিষ্টি শুরে বলে

তাইতো বলি কথার মাঝে
থাকলে কোমল স্বর
থাকবে সাথে তোমার পাশে
কেউ হবেনা পর

কথার মাঝে হতে হবে
তাইতো যত্নশীল
কথার জন্যই আদর পাবে
নইলে পাবে ঢিল।

অনেক শুভ কামনা রইল আপু আপনার কবিতার জন্য

 2 years ago 

কথার মাঝেই কথা হোক
মনের কথাগুলো
দুশ্চিন্তা যা ছিল
এখন আগে ভুলো

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন♥♥

কথা নিয়ে অনেক সুন্দর কবিতা আলোকপাত করেছেন আপু।আপু কবিতা যেন নয় অমরত্ব। কবিতার শব্দগুলো যেন মধুর শব্দ হিসেবে ব্যবহার করেছেন। অনেক আনন্দ বোধ পেলাম আপু কবিতাটা পড়ে। ধন্যবাদ সুন্দর একটা কবিতা আমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য।

 2 years ago 
সত্যিই আপনার মন্তব্য পড়ে আমি মুগ্ধ হলাম যে আমার কবিতা পড়ে কেউ আনন্দিত হয় এটা জেনে খুবই ভালো লাগছে সাথেই থাকবেন আরও সুন্দর সুন্দর চমৎকার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি ভাল থাকবেন সুস্থ থাকবেন♥♥
 2 years ago 

আপু আপনি কথার গুরুত্ব নিয়ে স্বরচিত কবিতা কথা লিখেছেন অনেক সুন্দর হয়েছে। প্রতিটি লাইন পড়ে অনেক ভালো লাগলো।

কথার জন্য আপনজন
হয়ে যায় পর
কথার জন্য ভাংতে দেখি
কত সুখের ঘর

কথা গুলো একদম ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ভালোবাসা অবিরাম♥♥
 2 years ago 

বাহ, বাহ,বাহ অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন আপু। আপনি কবিতার তালে তালে ঠিকই বুঝিয়ে দিয়েছেন কথার জন্যই দুনিয়াতে এত কিছু প্রেম-ভালোবাসা আহাজারি মারামারি খুনাখুনি আর এটাও ঠিক বলেছেন কথার প্রতি যত্নশীল হলে আমরা থাকবো ভালোবাসার মানুষ হয়ে। সত্যি আপনার প্রতিটা লাইন এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন প্রশংসা না করে পারছি না। কবিতা যেমন হেব্বি লাগছিল আপনি সুরে সুরে অনেক কিছু এখানে শিখিয়ে দিয়েছেন।

কথার মাঝেই ঝগড়া বিবাদ
হয় খুনাখুনি
কথার মধ্যেই অপ্রিয় হয়
প্রিয় চোখের মনি।

আপনার কবিতার কোন লাইন রেখে কোন লাইন নেবো সেটাই ভেবে পাচ্ছি না। তবুও এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার হিসেবে দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 2 years ago 
আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমি আমার প্রতিটি কবিতায় শিক্ষনীয় কিছু না কিছু মেসেজ দিয়ে থাকি বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আরো ভালো ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য!♥♥
 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বুঝতে পারলেই ভালো, না বুঝলে আরও ভালো। আর এই মেসেজগুলো হতে পারে কারো জন্য অনেক বড় শিক্ষনীয় একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

♥♥

 2 years ago 

আপু আপনি কি সুন্দর কবিতা লিখেছেন যেটা প্রশংসা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আপনার প্রতিটি কবিতার লাইনে ভাষার এবং কথার বহুৎ গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। যেটা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমনিতেই আপনার প্রতিটি কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। আজকের লেখাটি সবচেয়ে বেশি ভাল লেগেছে ।যে বাস্তবিক জীবনের কথার মধ্যে লুকিয়ে থাকা দোষ-গুণের বিষয়ে আপনি কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
আপনার মন্তব্য পড়ে আমিও মোহিত হলাম আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলপ্রিয় ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সব সময়♥♥
 2 years ago 

অনেক সুন্দর করে কবিতা লিখেছেন আপু কথা নিয়ে।অনেক কিছু তুলে ধরেছেন।মান-অভিমান, আড়ি, ঢিল,হাসি-কান্না,সান্ত্বনা দারুণ মিলেছে বরাবরের মতোই সুন্দর আপু।ধন্যবাদ আপনাকে,ভালো থাকবেন💝💝

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপু মনি এত চমৎকার করে মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য♥♥

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি কথার গুরুত্ব নিয়ে স্বরচিত কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন, কবিতাটি অনেক অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপু।

 2 years ago 
গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়া♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47