আমার জীবনের "শ্রেষ্ঠ অনুপ্রেরণাকারীর" অন্যতম একজন||~~
গভীর রাতের ঘুমু ঘুমু ও শুভেচ্ছা সবাইকে।আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
বন্ধুরা হঠাৎ করে আমার জীবনে প্রবেশ করেছে এক শ্রেষ্ঠ অনুপ্রেরণাকারী।যার কাছে খুঁজে পেয়েছি জীবনের নতুন মাত্রা। যার অনুপ্রেরণায় সৃষ্টি হবে হাজারো নতুনত্ব। কাব্যে, ছন্দে, মাত্রায় যোগ হবে নতুন নতুন কবিতা। সফলতার মানচিত্র। জাগ্রত হবে মানবতা। কুলোষিত মনে আনবে পবিত্রতার ছাপ।আঁধার ঘোঁচাতে যার হাতে আলোর মশাল। এক সংগ্রামী সৈনিক।ঠিক আমি যখন বড় বেশি বিচলিত,, বিষন্নতার সাগরে হাবুডুবু খাচ্ছি।অশান্তির অশান্ত ঢেউ এ ছটফট করছি।ঠিক সেই সময়ে আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে,সেই স্বপ্নদ্রষ্টা ।আমার সৃষ্টির সাথে তাল মিলিয়ে, তৈরি করল আরো নতুন নতুন সৃষ্টিকর্ম।তার উৎসাহ-উদ্দীপনায় আমি যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। দেখছি নতুন কিছু করার।আমার কবিতার সাথে তার বেশ সখ্যতা।এটা সত্য কথা যে আমি যেকোনো বিষয়ের উপরে খুব সহজ-সরল মার্জিত ভাষায়,অন্তমিলের কবিতা লিখতে পারি যেমন,ঠিক তেমনি পারি গদ্য কবিতা লিখতে।কিন্তু পবিত্র আল-কুরআন কে কাব্যে অনুবাদ করার কথা কোনদিন কখনো আমার মাথায় চিন্তা আসেনি।নিঃসন্দেহে এটি একটি দুরহ ব্যাপার।আমার মতন এত ছোট মানুষ এটা কল্পনাও করতে পারি না। আমার মা আমাকে অনেকবার বলেছিল কোরআন হাদিস নিয়ে ইসলামের কথা লিখতে। কিন্তু আমি মাকে বলেছি ওইটা আমার কাছে খুবই স্পর্শ কাতর একটি বিষয়।যা আমার পক্ষে লেখা সম্ভব না। কারন, আমার লেখায় যদি একটা ভুল তথ্য আসে সেটার জন্য আমি ইহকাল পরকালের জন্য দাবী থাকবো।মাকে অনুরোধ করে বলছিলাম মা ইসলাম নিয়ে কিছু লিখতে বলো না আমাকে।গতকাল রাতে যখন সেই অনুপ্রেরণাকারী আমার কাব্যের প্রশংসা করে বলেছিল, আমি নাকি চেষ্টা করলে পবিত্র কুরআনকে কাব্যানুবাদ করতে পারব।এবং সে আরো বলেছে আমি নাকি পারব।পৃথিবীতে শ্রেষ্ঠ মোটিভেশন আমি জানি তুমি "পারবে" এই কথাটির পাওয়ার সম্পর্কে আমার ন্যূনতম ধারণা আছে।তাইতো গতকাল ভোর থেকে পবিত্র কুরআনের তরজমা এবং তাফসির জানার চেষ্টা করছি।আমি জানিনা আমি পারবো কিনা।কোরআনকে কাব্যে কাব্যের অনুবাদ করা খুব সহজ বিষয় নয়।এটা অনেক গবেষণার বিষয়।হিউজ পরিমান পড়াশোনা করতে হবে।তবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন শুরুটা করতে পারি।আমার জীবনে হঠাৎ আসা এই শ্রেষ্ঠ অনুপ্রেরণাকারী মানুষটা,যেভাবে আমার মনোবলকে অনেক বেশি দৃঢ় করেছে,যেভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাহস যুগিয়েছে।তার জন্য হলেও আমাকে পারতে হবে।জীবনের নতুন একটি অধ্যায়ের শুরু হল।আমার সেই শ্রেষ্ঠ অনুপ্রেরণাকারী মানুষটির জন্য,মন থেকে অনেক বেশি দোয়া করছি।মহান বিধাতা যেন তার নেক হায়াত দান করেন।এবং আমার মত হাজারো সাথীর অনুপ্রেরণাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করেন। তার পরিবার কে ও যেন মহান আল্লাহ তায়ালা
হেফাজতে রাখেন। আমিন।
সেই শ্রেষ্ঠ অনুপ্রেরণাকারী কে উৎসর্গ করে আমার এই ছোট্ট নিবেদন,,
উৎসর্গঃ ইমাম হোসাইন
এই উৎসাহ-অনুপ্রেরণা আমি
ভুলবোনা কোনদিন,
শুধিতে পারিবোনা কোনদিন
কখনো প্রিয় তোমার এই ঋণ।
কাল ভোর থেকে শুরু করেছি
কুরআনের অর্থ জানা,
মনে মনে আজ সারাটি দিনই
করেছি যে আরাধনা।
তুমি যদি থাকো পাশে আমার
অসাধ্য করব সাধন,
আরো মজবুত দৃঢ় করব
তোমার জন্য আসন।
যত কঠিনই হোক না কেন
চেষ্টা করব আমি,
তোমার ইচ্ছে পূরণ করাটাই
আমার কাছে দামি।
আমপারা দিয়ে শুরু করবো
কুরআনের অর্থ জানা,
আলোর দিশারী কাব্য ছন্দে
শুনবো না কারো মানা।
শ্রেষ্ঠ অনুপ্রেরণাকারী
তুমি যে আমার,,
নতুন পথের দিশা
কাব্যে ছন্দে কোরআনের আলো
পাবে একদিন ভিসা।
স্যালুট করি তোমায় প্রিয়
তুমি যে মহৎ প্রাণ,,
এই জগতের জগত সভায়
তুমি হবে মহিয়ান।
তোমার দেয়া উৎসহ আজ
আমার মনোবল,
নতুনত্বের সৃষ্টি করাতে
হৃদয়ে তুলেছ ঢল।
অগ্রগামী তাইতো আমি
ছুটবো অবিচল,,
তুমি আমি আর "শাকিল"
আপু হব যে এক দল,,
মধু মাখা এই সম্পর্কের
থাকবে চলাচল
নেক কাজের পাব একদিন
যথার্থ ফলাফল।
♥♥
১৩ জানুয়ারি২০২৩
সময় রাত-০১.২০ মিনিট
কবিতা কুটির, সদর নীলফামারী।
উৎসর্গঃ ইমাম হোসাইন
সেই অনুপ্রেরণাকারী প্রিয় ব্যক্তির ছবি অন্য কোনদিন আপনাদের সামনে তুলে ধরব।সত্যি কথা বলতে আমাদের সমাজে উৎসাহ দেয়ার মানুষের বড়ই অভাব।কিন্তু হাজারো মানুষের ভেতরে কেউ কেউ এরকম অনুপ্রেরণাকারী হয়ে থাকন।যিনি হন সংগ্রামী চেতনার মানুষ।মানুষের মনুষত্ববোধ কে জাগিয়ে তোলার জন্য, জাগরণের স্বপ্নদ্রষ্টা স্যালুট তোমায়।এখন যখন আমি এই লেখাটা লিখছি তখন দুটো বেজে 35 মিনিট।আমি ঘুমের ঘোরে ভুল ত্রুটি মার্জনীয়।ঘুমে ঢুলুঢুলু চোখে এই পোস্ট লেখছি।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপনার মা ঠিক বলেছেন আপনি পারবেন। কুরআন হাদিস স্পর্শ কাতর হলে ও কি, আপনার অনেক প্রতিভা আছে আপনি পারবেন। সত্যি আপু আমাদের সমাজে উৎসাহ মানুষের বড় অভাব। আলোর দিশারী কাব্য ছন্দে
শুনবো না কারো মানা,একদম সত্যি। আপু এগিয়ে যান সফল হবেন ইনশাআল্লাহ।
আপু আমি ইসলাম/ ধর্ম এই বিষয়গুলো এতটাই স্পর্শকাতর' যে এটা নিয়ে কিছু লিখতে বলতে ভীষণ ভয় পাই।তবে দোয়া করবেন ইনশাআল্লাহ একটা কিছু শুরু করব।♥♥
আলহামদুলিল্লাহ আপু আজ কিন্তু আমি পবিত্র কুরআনের সবচেয়ে প্রথম যে সূরাটি, সূরা আল ফাতিহা এর কাব্যনুবাদ করেছি।দোয়া করবেন আগামীতে যেন আমার স্বপ্ন সার্থক হয়।♥♥