"সিয়ামের কাল্পনিক টুম্পা রহস্য"♥♥১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য।



আসসালামু আলাইকুম

♥♥


dropshadow_1645783242493.jpg



সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।ঠিক এই মুহুর্তে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে।বাতাসের তীব্রতায় যেন গাছপালা ভেঙ্গে যাচ্ছে।।এমন অবস্থায় আমি পোস্ট লিখছি। আর ভাবছি,,,,আজকে আকর্ষণীয় কোন একটি বিষয় নিয়ে পোষ্ট করি।তাই সকলের কৌতুহলকে মেটানোর জন্য আমার আজকের এই আয়োজন।"সিয়ামের টুম্পা রহস্য" আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।

dropshadow_1645783276240.jpg


সিয়ামকে সবাই বেশ টুম্পা মনি কে নিয়ে অনেক ক্ষ্যাপায়।সকলের মনেই একটা প্রশ্ন টুম্পা আসলে কে?? সবার মুখে মুখে টুম্পা,,, টুম্পা,,, টুম্পা,,,আসলে কে এই টুম্পা আর টুম্পার আবিষ্কারক এই বা কে?? আমিও ডিস কর্ডে দেখতাম সবার মতামত।আর মনে মনে বেশ মজা পেতাম।টুম্পা কে নিয়ে গান।ডিজে তে সবাই প্রায় মাতিয়ে থাকতো টুম্পা গানে।যাইহোক কে এই টুম্পা? কি তার রহস্য আসুন জেনে নেই।

dropshadow_1645785920159.jpg

সিয়াম যখন খুবই ছোট ছিল দুই থেকে তিন মাস বয়স।ঠিক তখন সে মাঝে মাঝে খুবই কান্না করত।কারণে অকারণে কান্না করত।আমিও যেহেতু ছোট ছিলাম ওকে কিছুতেই সামলাতে পারতাম না।তাই উঠানে দাঁড়িয়ে চাঁদ দেখাতাম,, ফুল দেখাতাম,, পাখি দেখাতাম, বিড়াল দেখাতাম,, আশেপাশের ছোট ছোট বাচ্চাদের নাম ধরে ডাকতাম।কিন্তু কিছুতেই ওর কান্না থামত না।আশেপাশের সবাই এসে ওকে কোলে নিয়ে কান্নার থামাবার অনেক রকম চেষ্টা করত কিন্তু কিছুতেই ওর কান্না থামত না। ওর কান্না থামাতে অনেক কষ্ট হতো।যাই হোক একদিন নানারকম ভঙ্গিমায় ওর কান্না থামানোর চেষ্টা করছি।আশেপাশের ছোট ছোট বাচ্চা গুলোর নাম ধরে যখন ডাকছিলাম,,,তখন আমার মুখ ফসকে টুম্পা নামটি বেরিয়ে এলো।আসলে এটা কাল্পনিক নাম।হঠাৎ করে দেখলাম ওর কান্না বন্ধ হয়ে গেছে।প্রথম দিন কিছু মনে করিনি আমি।।

dropshadow_1645785838416.jpg

কিন্তু প্রায় সময় যখন কান্না করত আমি টুম্পা ডাকলেই ওর কান্না থেমে যেত।হঠাৎ একদিন আমি অবাক হয়ে ভাবলাম টুম্পা নামের সাথে ওর কোথায় যেন একটা সংযোগ আছে।আস্তে আস্তে যখন ও বড় হতে লাগল,,,ওর সামনে টুম্পা বললে ও কেমন যেন লজ্জা পেত।এটা আসলে অনেক গভীরের একটি বিষয়।আমিও মাঝে মাঝে তখন নিজেকে প্রশ্ন করতাম আমার মুখ ফস্কে কেন টুম্পা নামটি বেরিয়ে এলো আসলে কি এর রহস্য।ও যখনই কান্না করত টুম্পা ডাকলেই ওর কান্না থেমে যেত।

IMG_20220225_164233.jpg

কিন্তু যখন ওকে ঘুম পাড়াতাম।ঘুম পাড়ানির গান শোনাতাম।আর ও ওর ছোট্ট কোমল দুটি হাত আবার দুটো গালের মধ্যে দিত। আমারও ভীষণ মজা লাগতো।লক্ষ্য করতাম ও যখন গালে হাত দিতো,, আর আমি যদি বলতাম কোথায় টুম্পা মনি আসতো সিয়াম বাবার দুটি চোখে ঘুম দিয়ে যাও।।এভাবে করে ওকে ঘুম পাড়াতে আমার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগতো।ছোটবেলায় ওর দুটো জিনিস খুব প্রিয় ছিল,,,এক টুম্পা। দুই আমার গাল। যখন ও একটু একটু কথা বলতে শিখল,,, তখন ওকে বলতাম বলতো আম্মুর গেলে কি আছে কেন গাল ধর।ওর নানু নানি-দাদি সবাই একই কথা বলতো। তুমি তোমার আম্মুর গাল ধরো কেন?? তখন ওর কচি মুখে কি সুন্দর করে বলতো আম্মুর গালে আদর আছে তাই।।

dropshadow_1645786182219.jpg

এভাবেই দেখতে দেখতে সেই ছোট্ট সিয়াম আজ এত বড় হয়ে গেছে।তবুও আমার কাছে কেন জানি মনে হয় ও এখনো সেই ছোটটিই রয়ে গেছে।এভাবেই সিয়াম বড় হতে লাগল। আর কাল্পনিক টুম্পা কল্পনায় রয়ে গেল।(তবে সিয়াম এখন আর মায়ের গাল ধরে ঘুমায় না। সিয়ামের সাথে সাথে তার মা ও বেড়ে উঠছে সমান তালে।

dropshadow_1645785884942.jpg

সেদিনের সেই ছোট্ট সিয়াম এখন খুবই চমৎকার গাড়ির ড্রাইভ করে। খুবই সুন্দর করে ট্রাফিক আইন মেনে যথেষ্ট সাবধানতার সাথে গাড়ি ড্রাইভ করে যা আমার অনেক পছন্দ।এবং মজার বিষয় হচ্ছে আমি নিজেও ওর কাছে ড্রাইভিং শিখেছি ও খুবই চমৎকার করে গাড়ির ড্রাইভিং শেখাতে পারে। এবং গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে ওর।যা দেখে আমি অভিভূত হই।।

dropshadow_1645786135647.jpg

পরিশেষে বলব বাবা এই কথাগুলোকে ধারণ করো।তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে।তুমি তার জন্য হাস,, যে তোমার জন্য কাঁদে।।তুমি তার জন্য হার,,, যে তোমার জন্য জিতে।।আজীবন তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে তোমার চেয়েও বেশি ভালবাসে।।।সেই হবে তোমার কল্পনার লালন করা টুম্পা।
মনে রেখো বাবা,,,,,

তুমি জিতলেই জিতে যাই আমি

dropshadow_1645786048954.jpg

জীবন ক্ষণিকের,,
কিন্ত
ভালোলাগা কিংবা
ভালোবাসা সময়ের
আর প্রেম দীর্ঘস্থায়ী।।
সেই দীর্ঘস্থায়ী প্রেম-
ভালবাসায়,,,,
মনের মন্জিলে
গভীর শ্রদ্ধা ছিল,
আছে,, থাকবে

বন্ধুরা এই ছিল কাল্পনিক টুম্পার রহস্য।যে নামটি শুরুতে আমার কল্পনায় এসে ছিল।।এবং সিয়ামের মনে।অবাক হলেন,, তো আসলে অবাক হওয়ার কিছু নাই এটাই বাস্তবতা।।আর এই বাস্তবতাকে সামনে রেখেই আজ টুম্পার জয় গান।পৃথিবীতে সকলের প্রেম বেঁচে থাকুক অস্তিত্বে,,মননে, ,মর্যাদায়।।

মর্যাদায় গড়ে উঠুক সমতা।

এই প্রত্যাশায় আজকের মত এখানেই


FB_IMG_1624877377059.jpg



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

সিয়াম ভাইয়ের সাথে যখন আমি ফ্রি হয়ে গেছিলাম তখন আমিও বেশ মজা করতাম টুম্পা নাম নিয়ে। কেন মজা করতাম তা জানি না, কিন্তু সিয়াম ভাই আসলেই এই নামটা তুলতাম। টুম্পাকে তানা জেনেই আমাদের সবার মজা করার একটি ব্যতিক্রম বিষয় চলে আসলো।

সিয়াম ভাই অনেকবার বলেছিল এই নামের কেউ নেই, তবু আমরা মজা করা শেষ করিনি, শেষমেষ সিয়াম ভাই টুম্পা নামের পরিবর্তে কমলা নাম ব্যবহার করা শুরু করলো, তবুও এখনো সুযোগ পেলেই সিয়াম ভাই ডিজে তে আসলেই এই গানটা প্লে করি। 😁😝

 2 years ago 

দারুন রহস্য আজ উন্মোচন করলেন ☺️
সত্যিই রহস্যটা জানতে পেরে ভালো লাগলো ♥️
আসলে মানুষের কল্পনা শক্তি মানুষকে বহুদূর নিয়ে যেতে পারে আর মানসিক প্রশান্তি আনতে পারে ☺️
দারুন দারুন ♥️
শুভ কামনা দুজনের জন্যই 💌

 2 years ago 
ঠিকই বলেছেন ভাইয়া মানুষের কল্পনা শক্তি অনেক প্রখর।অনেক সময় কল্পনা শক্তির কাছে বাস্তবতা ও হার মেনে যায়।চমৎকার মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ।

♥♥

 2 years ago 

সিয়াম ভাইয়ের কাল্পনিক টুম্পা কে নিয়ে লেখাগুলো অসাধারণ হয়েছে। এর বিশেষত কারণ ছিল অজানা রহস্য। টুম্পা নামের সাথে জড়িয়ে আছে উনার ছোটো বেলার গল্প গাথা এক কাল্পনিক ইতিহাস। যাইহোক শ্রদ্ধেয় সেলিনা সাথী আপার মাধ্যমে আজ এই অন্তর্ধান রহস্য উন্মোচিত হলো।

  • চমৎকার উপস্থাপনা ছিল।
 2 years ago 
এতো চমৎকার করে উৎসাহমূলক মন্তব্য করে আমাকে প্রেরণা দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ছিল মূলত টুম্পা রহস্য আশা করি বুঝতে পেরেছেন।টুম্পার অনেক বছর থেকেই কল্পনায় আছে।হয়তো কোন একদিন টুম্পার অবসান ঘটবে।♥♥
 2 years ago 

ব্যাপারটা তো বেশ মজার ছিল ।

 2 years ago 

হুম

 2 years ago 

আপু টুম্পা রহস্যজনক অভিভূত হলাম। আমরাতো ভাবতাম তার জীবনের সত্যিই কোনো এক টুম্পা পাশে ছিল। কিন্তু আপনি যে রহস্যের কথা শোনালেন তা শুনে আমি অবাক হলাম এত ছোট বয়সে একটি নামের সাথে কি এক পরম সম্পর্ক ,আত্মার সম্পর্ক যার নাম শুনলেই কান্না থেমে যেত। আপনাদের মা ছেলের বিষয়টা আমাকে দারুণভাবে আনন্দ দেয়। কত ভালো বোঝাপড়া আপনাদের মাঝে। সন্তানের সাথে বাবা-মা সম্পর্ক হতে হয় সবসময় বন্ধুর মতো কিন্তু বর্তমানকালে অনেক বাবা-মা সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করতে পারে না যা খুব দুঃখজনক। যাইহোক সিয়াম ভাইয়ের সফলতা কামনা করছি। উনি গাড়ি চালাতে পারে বাহ বেশ গুণের অধিকারী।

 2 years ago 
আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুর নাম হল সিয়াম এবং ও আমার ভালো শিক্ষক।ওর কাছে প্রতিনিয়ত অনেক কিছু শিখি।এবং আমরা একে অন্যের ভালো বন্ধু।দোয়া করি প্রতিটা পরিবারে বাবা মায়ের সাথে সন্তানদের এমন সম্পর্ক গড়ে উঠুক।♥♥
 2 years ago 
যাক টুম্পা নামের রহস্য তাও আবার জানা হলো! তবে সিয়াম কে নিয়ে লেখা আপনার অনুভূতি গুলো সত্যি দারুন ভাবে প্রকাশ করেছেন আপনি। আর সত্যি কথা বলতে কি আমি খুবই ভালো একজন মানুষ দোয়া করি জীবনে তার সাথে মিলিয়ে ভালো মনের একজন মানুষকে সঙ্গী হিসেবে পায় যেন।
 2 years ago 
আসলেই সিয়াম অনেক ভালো মানুষ।আমি বিশ্বাস করি ওর সান্নিধ্যে যে আসবে,,সেও নিশ্চয়ই ভালো মানুষ হয়ে যাবে।অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপনার জন্য♥♥
 2 years ago 

এই তাহলে কাহিন!! পড়ে খুবই ভালো লেগেছে এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসা অটুট থাকুক এই পৃথিবীতে এই কামনা।

সিয়াম ভাইয়ের ড্রাইভিং এর ব্যাপারটা একেবারেই জানা ছিল না। এখন জেনে অনেক ভালো লাগছে। ধন্যবাদ কথাগুলো শেয়ার করার জন্য।

তবে এখন ভাই কে খ্যাপানো টা আরো বেশি সহজ হবে কারণ ছোটবেলা থেকেই টুম্পার কথা শুনে চুপ করে ঘুমিয়ে যেতো। কি ভালবাসা সেই ছোট বেলাতেই! হাহাহা।

 2 years ago 
এটাই একদম সত্য কথা।আজ টুম্পার মোড়ক উন্মোচন,, করতে পেরে বেশ ভালো লাগছে।অন্তত আপনাদের অনেকের মনের ক্ষুধা বেড়েছে।টুম্পা কাহিনী নিয়ে।চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা♥♥
 2 years ago 

যাক শেষ পর্যন্ত টুম্পা রহস্য উন্মোচন হলো। আমিও দীর্ঘদিন থেকে চিন্তা করছিলাম আসলে কে এই টুম্পা।

 2 years ago 

ভাই, কি যে বলবো!!!

 2 years ago 
হাজারো প্রশ্নের উত্তর আজ পেয়ে গেলেন।টুম্পা কোথায় আছে কি তার পরিচয় আজ পর্যন্ত সে শুধুই কাল্পনিক।।অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
 2 years ago 

অবশেষে সিয়াম ভাইয়ের টুম্পার রহস্য উন্মোচন হলো ।সিয়াম ভাইয়ের ছোটবেলায় কান্না থামানোর সূত্রপাত হিসাবে টুম্পা নাম ব্যবহারের গল্পটা পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি রহস্য উন্মোচন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 
গল্পটি মনযোগ সহকারে পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।।গল্পটি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।আজ টুম্পা রহস্য উন্মোচন করে আমারও একটু ভালো লাগছে।ভালো থাকবেন সবসময়♥♥
 2 years ago 

টুম্পা নামের মধ্যে যে একটা সুন্দর কারন লুকায়িত ছিল তা জেনে খুবি ভাল লাগলো। তবে কল্পনা অনেক সময় বাস্তবে রুপান্তরিত হয়। বলা যায় না ইশ্বর চাইলে হয়তো টুম্পা নামের কেউ সিয়াম ভাই এর জীবনে আসতেও পারে। সিয়াম ভাই এর কার ড্রাইভিং এর কথা শুনে ভাল লাগলো । এটা একটা বড় গুন। যাই হোক সকলে মিলে ভাল থাকুন এই কামনা করছি । ভাল থাকবেন । ধন্যবাদ।

 2 years ago 
আমারও মাঝে মাঝে মনে হয় এমনটি হতে পারে।টুম্পা যেখানেই থাক তার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মন খুলে দোয়া করছি ভালো থাকবেন সব সময়♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74