আমার বাংলা ব্লগে" প্রতিযোগিতা - একুশ, পটলের চপ করে হয়ে গেছি বেহুশ।

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

সকলের তরে শুভেচ্ছা জানাই
ভালো আছো বুঝি,,,
ভালো টাকেই সারাদিন
মনে মনে খুঁজি।

আমিও বেশ ভালো আছি
তোমাদের দোয়ায়,,
সঙ্গে আছেন সৃষ্টিকর্তা
প্রভু দয়াময়,,,,

ভালো থেকো সুখে থেকো
শান্তিতে থেকো রোজ,
ডিসকর্ডে তোমাদের
নিয়ে নেব খোঁজ।।,,,,,


20220817_150320.jpg



আমার বাংলা ব্লগে"
প্রতিযোগিতা - একুশ
পটলের চপ করে
হয়ে গেছি বেহুশ।

অনেক কষ্টে করলাম
তবুও অংশগ্রহণ,,
পাই যেন সকলের
মনোনয়ন,,,,,

ধন্যবাদ জানাই প্রিয়
@hafizullah ভাই,,,
পটলের এই কনটেস্টে এর
নাই তুলনা নাই।।



IMG_20220817_150428.jpg


পটলের চপ করতে লেগেছে কি কি
ধারাবাহিক ভাবে তা তুলে ধরেছি
,,,

IMG_20220817_135803.jpg

IMG_20220817_140234.jpg

IMG_20220817_140142.jpg


পটল লেগেছে, বেশন লেগেছে,
লেগেছে চালের গুড়া,
ময়দা লেগেছে, লবণ লেগেছে
লেগেছে তেল পুরা।।।

হলুদ, জিড়া, মরিচ লেগেছে
লেগেছে খাবার সোডা,,,
এই চপ খেলে কেউ
হবেনা জানি মোটা,,,,,



dropshadow_1660721826243.jpg

চলুন তবে তৈরি করি মজাদার চপ,,
স্বাদ হবে ভরপুর,,মজা হবে টপ

IMG_20220817_135803.jpg

IMG_20220817_135753.jpg

IMG_20220817_135820.jpg

পটল গুলো ধুয়ে নেই পরিষ্কার পানি দিয়ে
ছিলে নেই পটল গুলো ছুরি হাতে নিয়ে,,,

IMG_20220817_135847.jpg

IMG_20220817_135906.jpg

IMG_20220817_135923.jpg

IMG_20220817_135957.jpg

দুই ফালা করে পটল গুলো চিকন করে নেই,,
কয়েকটা আবার আস্ত পটল ডিজাইন করে দেই

IMG_20220817_140132.jpg

IMG_20220817_140317.jpg

বেসন নিলাম বাটির মধ্যে
নিলাম চালের গুড়া,,
ময়দা নিলাম অল্প করে
দিলাম জিরার গুড়া।

লাল মরিচের গুঁড়া দিলাম
দিলাম তাতে লবণ,,
সাথে দিলাম কালোজিরা
খাবার সোডা যেমন।

IMG_20220817_140347.jpg

IMG_20220817_140330.jpg

হলুদ আর পানি দিয়ে
মাখবো এমনি করে,
ঘন পাতলা না হয় যেন
বেশন রেখেছি ধরে।

IMG_20220817_135923.jpg

IMG_20220817_140043.jpg

IMG_20220817_140033.jpg

IMG20220817121750.jpg

লবণ হলুদ মরিচ গুড়ায়
পটল নিব মেখে,,
পাঁচ মিনিট এভাবে
দিব এবার রেখে,,

IMG_20220817_140407.jpg

IMG_20220817_140433.jpg

IMG_20220817_140448.jpg

IMG_20220817_140558.jpg

চুলার উপর ফ্রাইপেনে
দিব এবার তেল,
এমনি করে ভেজে নিয়ে
দেখাবো এবার খেল।

IMG_20220817_140529.jpg

IMG_20220817_140459.jpg

IMG20220817123941.jpg

ভাজা হয়ে গেলে এবার
তেল ঝরিয়ে নিব,,
পরিষ্কার পাত্রে ও ভাই
ডিজাইন করে দিব।

dropshadow_1660721742994.jpg

IMG20220817132937.jpg

dropshadow_1660721974871.jpg

dropshadow_1660721894655.jpg

শসা দিয়ে ডিজাইন করে
সাজিয়ে নিলাম এবার,,,
চা কফিতে বিকেলের নাস্তা
দারুণ মজাদার।

গরম ভাতের সাথে ও যেন
ভরপুর স্বাদ,,,
মচমচে খেতে তাই
মজা পায় দাত।

dropshadow_1660721826243.jpg

সকালবেলা পটল দেখি
দুপুরবেলা আবার,
পটল দিয়ে ও তৈরি হয়
মজাদার সব খাবার।

ভিন্ন স্বাদের রেসিপি
পটলের চপ,
ইচ্ছে করে খেয়ে ফেলি
ঘপ ঘাপা ঘপ ঘপ,,,

dropshadow_1660721742994.jpg

গরম গরম পটল চপ
দিয়ে গেলাম আমি,,,
ইউনিক এই রেসিপি টা
আমার কাছে দামি।

ছড়া দিয়ে রেসিপি
দিলাম উপহার,,
হাফিজুল্লাহ ভাই খেয়ে কিন্তু
ফিডব্যাক দিও আমার,।

ছন্দ দিয়ে রেসিপি করা
বড়ই কঠিন কাজ,,
সময় নিয়ে করেছি তাই
ভুলে সকল লাজ,,,,

ভালো থেকো সুখে থেকো
তোমরা সবাই,,
আজকের মত বিদায় নিলাম
টাটা বাই বাই,,,,

ভুল যদি হয়ে যায় অজান্তে
ক্ষমা করে দিও সবে শেষ প্রান্তে,,,,,,
♥♥

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

ছন্দে ছন্দে পটলের চপ বাহ্ বেশ মজার তো। আসলেই এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে অনেকেই অনেক ইউনিক রেসিপি শেয়ার করেছেন কিংবা ভিন্ন ধর্মী উপস্থাপনা। পটল ভাজা সবসময় খাওয়া হয় কিন্তু কখনো এইভাবে পটলের চপ খাওয়া হয়নি। তেলেভাজা এরকম চপ রেসিপি খেতে বেশ ভালোই লাগে। নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখব ।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিশ্চয়ই একদিন বাসায় ট্রাই করে খাবেন দেখবেন কতটা সুস্বাদু এই চমৎকার পটলের রেসিপি,,,

 2 years ago 

যে কোন চপ এমনিতেই আমার খুব পছন্দ আর এটা তো ইউনিক।

 2 years ago 

♥♥

@tipu curate

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

অসাধারণ একটি পটোলের চপের রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখে তো জিভে জল চলে আসলো। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ, পোটলের চপ গুলো অনেক মজাদার হয়েছে।

 2 years ago 

একদম ভিন্ন রকমের পটলের রেসিপি শেয়ার করেছেন আপু। পটল দিয়েছে এত মজাদার বিভিন্ন রকমের রেসিপি বানানো যায় এই কনটেস্টের ব্যবস্থা না করা হলে এটা জানতেই পারতাম না। দেখে তো মনে হচ্ছে আপনার তৈরি পটলের চপ খেতে ভীষণ মজাদার হবে। অনেক ধন্যবাদ এমন ইউনিক এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক মজাদার হয়েছে চপ গুলো।

 2 years ago 

আজকে আমিও abb কনটেস্ট অংশগ্রহণ করেছি এবং পটল দিয়ে একটি ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করেছি । আপনার রেসিপিটি আমার কাছে অনেক সুস্বাদু মনে হয়েছে তবে এভাবে আজ পটলের রেসিপি তৈরি করে কখনো খাওয়া হয়নি আশা করি খুব শীঘ্রই এটি তৈরি করে খাওয়ার চেষ্টা করব খুবই চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যা, একদিন ট্রাই করে দেখবেন, অনেক মজা।

 2 years ago 

অনেক রকমের চপ খাওয়া হয়েছে কিন্তু কখনো পটলের চপ খাবো তো দুরের কথা কখনো নাম ও শুনিনি। পটলের চপ রেসিপিটি দেখতে খুব অসাধারণ লাগছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল নিশ্চয়ই। এত সুন্দর ও ইউনিক একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু।

 2 years ago 

তাই তো ট্রাই করলাম, খেতে অনেক মজাই হয়েছে।

 2 years ago 

ওয়াও আপু আপনি যে কিভাবে কবিতা গুলো বানান!! আমি তো কথা বলতে গেলেই কথা খুঁজে পাইনা।আপনি খুব করে পোষ্ট টি সাজিয়েছেন।উপস্থাপন করেছেন।পটলের রেসিপি টি আমার খুবই পছন্দ হয়েছে।ভিন্ন ধর্মী একটি রেসিপি ছিল।আশা করি আপনি সেরাদের একজন হবেন।ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু, কবিতা নিজে নিজেই চলে আসে।

 2 years ago 

আপু কখনো এভাবে পটলের রেসিপি খাওয়া হয়নি। এই প্রতিযোগিতা দিয়েছে বলে এত সুন্দর ও ইউনিক রেসিপি দেখতে পাচ্ছি। আমার কাছে সবার রেসিপি গুলো দেখতে খুব ভালো লাগছে। রেসিপির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। মনে হচ্ছে এভাবে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি আপু, অনেক সুস্বাদু হয়েছে, আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্লেটে সাজানো মজাদার পটল দেখেই একটি নিয়ে খেতে ইচ্ছে করছে আপু। সত্যি আপু আপনার তৈরি করা রেসিপি দারুণ হয়েছে। খেতেও নিশ্চয়ই অনেক মজার হয়েছিল। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

যত খুশি খাও না তুমি
কে করেছে মানা
সুস্বাদু এই পটলের চপ
স্বাদটা সবার জানা,,,

 2 years ago 

এখন পর্যন্ত পটলের রেসিপি দেখেছি ভালই লাগছে রেসিপিগুলো দেখে। আবার আপনার কাছে একটি ভিন্ন রেসিপি দেখতে পেলাম। আসলে কখনোই খাওয়া হয়নি তবে আজকে আপনি খুব সুন্দর করে সহজে আমাদের মাঝেই পটলের চপ তৈরি করার পদ্ধতি দেখিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য তবে এটা কোন একদিন খেয়ে দেখবেন অনেক মজা
♥♥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43