ডাই প্রজেক্ট|| ক্লে দিয়ে "মেঘবালিকা"||~

in আমার বাংলা ব্লগ2 days ago

আস্সালামুআলাইকুম /আদাব

বন্ধুরা সকলকে শুভেচ্ছা ।আশা করি সকলে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।

1000025425.jpg

1000025424.jpg


মেঘবালিকা-- সেলিনা সাথী

<>

আকাশের নীল কিনারে জন্ম তার।
সেই প্রথম বৃষ্টি দিনের মেঘের কোলে শুয়ে,
কল্পনার রঙিন রথে চড়ে এলো সে—
মেঘবালিকা।
তার মুখে শিশিরের মতো কোমল এক হাসি,
চোখে স্বপ্নের আলো, আর চুলে রঙধনুর রঙ।
লাল ফিতেতে বাঁধা তার বুনো কেশ,
যেন বসন্তের ডাকে ফোটা কোন অচেনা ফুল।

মেঘবালিকার অস্তিত্বে লুকিয়ে আছে
একটি কল্পনার গল্প।
যেখানে প্রতিটি রঙ তার ভিন্ন ভাষায় বলে
জীবনের কথা, ভালোবাসার কথা।
নীল বলে চিরন্তন শূন্যতার গান,
গোলাপি হাসে উচ্ছ্বাসের শব্দে,
আর কমলা যেন সূর্যাস্তের নিঃশব্দ বিদায়।
তার বুকের ফুলটি বলে দেয়
বেঁচে থাকার স্বপ্ন ফোটানোর আহ্বান।

মেঘবালিকা সে এক প্রতিচ্ছবি—
আমার কল্পনার, আমার আবেগের,
আমার জীবনের।
তার প্রতিটি বাঁক, প্রতিটি ছোঁয়ায়
আমি যেন খুঁজে পাই নিজের
হারিয়ে যাওয়া শৈশব।
যে শৈশবে মাটির খেলায় বোনা হতো
স্বপ্নের ঘর, রঙিন মানুষেরা।

আজ মেঘবালিকাকে দেখে মনে হয়,
তাকে আকাশে উড়িয়ে দিই।
সে ভেসে বেড়াক দূর পাহাড়,
দূর সমুদ্র, আর সমস্ত দিগন্তে।
সে ছুঁয়ে আসুক সব ক্লান্ত হৃদয়,
বয়ে আনুক নতুন স্বপ্নের বাতাস।
মেঘবালিকা, তুমি যেন চিরকাল
থেকে যাও আমার কল্পনার আকাশে,
অমলিন, অবারিত, অসীম।

1000025415.jpg

1000025425.jpg


DIY প্রোজেক্ট-ও অনুভূতি

নীল আকাশের মাঝে ভেসে থাকা শুভ্র মেঘের মতোই আমার অনুভূতিগুলো আজ হালকা, উজ্জ্বল এবং আনন্দময়। ক্লে দিয়ে তৈরি এই মেঘ বালিকাটি শুধু একটি শৈল্পিক সৃষ্টি নয়; এটি যেন আমার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসা এক জীবন্ত সত্তা। তার মিষ্টি হাসি, রঙিন চুলের ঢেউ, আর বুকে ফুটে থাকা ফুলের ছোঁয়ায় যেন জীবনের প্রতিটি রঙ মিশে আছে।

এই মেঘ বালিকা আমার জন্য শুধু সৃষ্টির আনন্দ নয়, এটি আমার মনের গহীনে লুকিয়ে থাকা অনুভূতিগুলোর এক সার্থক প্রকাশ। প্রতিটি রঙের ব্যবহারে, প্রতিটি ভাঁজে, প্রতিটি স্পর্শে আমি যেন আমার ভালোবাসা, আশা আর জীবনের প্রতি গভীর আবেগ ঢেলে দিয়েছি। এই সৃষ্টিকে দেখে আমার মনে হয়, এমনকি কঠিন সময়েও আমরা নতুন কিছু তৈরি করতে পারি, যা আমাদের মনকে শান্তি আর আনন্দ এনে দেয়।

এই মেঘ বালিকা যেন প্রতীক—স্বপ্ন দেখার, নতুন কিছু করার, এবং জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়ার। যখন আমি এই ছোট্ট সৃষ্টির দিকে তাকাই, তখন মনে হয় এটি আমাকে বলে, "তোমার কল্পনা সীমাহীন, তোমার সৃষ্টিশীলতা অপরাজেয়। জীবনকে রঙিন করে তোলো, ঠিক যেমন আমি তোমার জন্য রঙিন হয়েছি।"

এই অনুভূতি আমাকে বারবার মনে করিয়ে দেয়, সৃষ্টির মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। যতবারই মেঘ বালিকাটির দিকে তাকাই, ততবারই মনে হয় আমি নিজের এক টুকরো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি।

1000025422.jpg


☆꧁ DIY প্রোজেক্ট-꧂


💞


প্রয়োজনীয় উপকরন

1000024607.jpg

  • ক্লে

siam 2.png


siam 2.png

১ম ধাপ

প্রথমে সাদা রঙের ক্লে দিয়ে মেঘের আকৃতি তৈরী করে নিলাম।

1000025428.jpg

1000025428.jpg

siam 2.png

দ্বিতীয় ধাপ

এবার সাদা কালো ক্লে দিয়ে চোখ ও মুখ বানিয়ে লাগিয়ে দিলাম।

1000025429.jpg

1000025427.jpg

siam 2.png

তৃতীয় ধাপ

এবার লাল রঙের ক্লে দিয়ে ব্যান্ড বানিয়ে মাথার এক পাশে লাগিয়ে দিলাম।

1000025435.jpg



1000025430.jpg

siam 2.png

চতুর্থ ধাপ

এবার কয়েক রঙের ক্লে দিয়ে এভাবে লম্বা করে বানিয়ে, এভাবে সেট করে নিলাম ।

1000025433.jpg

1000025431.jpg

siam 2.png

পঞ্চম ধাপ

এবার লম্বা ডিজাইন গুলোর মধ্যে মেঘ বালিকাটিকে সেট করে নিলাম ।


1000025434.jpg

1000025424.jpg

1000025432.jpg

1000025425.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ

  • তৈরি হয়ে গেল খুবই চমৎকার একটি মেঘবালিকা।

1000025423.jpg

1000025416.jpg

1000025415.jpg

1000025422.jpg

1000025421.jpg

1000025420.jpg

1000025424.jpg


1000024355.jpg

1000024352.jpg

siam 2.png

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ডাই প্রজেক্ট

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

Sort:  
 2 days ago 

1000005930.jpg

1000005929.jpg

1000005926.jpg

 yesterday 

আপনি আজকে খুব সুন্দর একটি ক্লে দিয়ে "মেঘবালিকা" তৈরি করলেন দেখে বেশ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন এবং অনেক নিখুঁত বর্ণনাও দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 14 hours ago 

চেষ্টা করেছি সুন্দর একটি মেয়েকে পানিতে তৈরি করে বর্ণনা দিতে। সেই সাথে মেঘ বালিকাকে নিয়ে একটি সুন্দর কবিতা ও উপহার দেয়ার চেষ্টা করেছি।

 2 days ago 

ক্লে দিয়ে আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু তৈরি দেখতে পাই। ডাই প্রজেক্ট প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনি দেখছি খুব সুন্দর মেঘ বালিকা তৈরি করেছেন। তার পাশাপাশি কবিতার মাধ্যমে বর্ণনা দিলেন অনেক ভালো লাগলো কবিতা পড়ে। অনেক সুন্দর হয়েছে তৈরি। আমাদের সাথে এত সুন্দর কর্মদক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ।

 14 hours ago 

মেঘের ভেতর মেঘবালিকা বানাতে পেরে আমার নিজের কাছেও বেশ ভালো লাগছে। এ যেন অন্যরকম এক অনুভূতি।

 2 days ago 

দারুণ একটি দৃশ্য দেখতে পেয়েছি। আপু আপনি ক্লে দিয়ে এত সুন্দর করে মেঘ বালিকা তৈরি করলেন দেখে মুগ্ধ হয়ে গেছি। অনেক ধন্যবাদ আপু প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 14 hours ago 

আপনার সুভাষিত মন্তব্য পড়ে উজ্জীবিত হলাম প্রিয় আপু।

 2 days ago 

আরে বাপস 😄 দারুন তো।
ডাই প্রজেক্ট, কবিতা নাকি অনুভূতি কোনটা ভালো বলবো আমি তো বুঝতেই পারছি না। যেমন সুন্দর হয়েছে ডাই প্রজেক্ট, তেমনি কবিতা আর ঠিক তেমনি গোছানো সুন্দর অনুভূতি। যাইহোক দশে দশ দিয়ে বিদায় নিলাম 😅

 14 hours ago 

দশে দশ পেয়ে আমি তো মহা খুশি। পরীক্ষায় সেরা নাম্বার পাওয়াটা ভাগ্যের বিষয়। আপনার দশে ১০ যত্ন করে রাখলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

যেন একের মধ্যে দুই পেয়ে গেলাম। একদিকে কবিতা আরেকদিকে অনেক সুন্দর ডাই পোস্ট। আপনার সুন্দর সুন্দর ব্লগ গুলো আমাকে সবসময় মুগ্ধ করে। ঠিক তেমনি কবিতা পড়ে যেমন মুগ্ধ হলাম ঠিক তেমনি সুন্দর মেঘ বালিকা ক্লে দিয়ে তৈরি করতে দেখেও ভালো লাগলো।

 14 hours ago 

আমি নিজেকে ধন্য মনে করছি যে,, আমার সুন্দর সুন্দর পোস্ট গুলো আপনাকে মুগ্ধ করে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 yesterday 

অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ডাইগুলো তৈরি করতে ভালোবাসি। ডাই তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ক্লে দিয়ে মেঘবালিকা তৈরি করার পোস্ট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই মেঘবালিকা তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।

 14 hours ago 

ঠিকই বলেছেন এরকম টাইপ প্রজেক্ট গুলো দেখতে সত্যি বেশ আকর্ষণীয় ও মনোরম হয়ে থাকে। আমার প্রজেক্টটি ও iআপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 yesterday 

অনেক সুন্দর কবিতার ছন্দে মেঘবালিকার নিয়ে লিখেছেন আপু।আপনি ক্লে দিয়ে চমৎকার করে মেঘ বালিকা বানিয়েছেন। দারুণ বানিয়েছেন। ধাপে ধাপে মেঘ বালিকা তৈরি পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 20 hours ago 

ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ডাই প্রজেক্ট। মেঘ বালিকা দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। দক্ষতাকে কাজে লাগে আপনি এটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

 14 hours ago 

ক্লে দিয়ে বানানো মেঘবালিকা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.26
JST 0.040
BTC 98004.63
ETH 3487.60
USDT 1.00
SBD 3.26