নতুন করেই সাথী পাঠাগারের ডেকোরেশন||~~

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.সাথী পাঠাগার ::. ꧂☆


IMG_20230708_223812.jpg


জ্ঞানের আলোয় উদ্ভাসিত
সাথী পাঠাগার
শিশু-কিশোর বয়জষ্ঠ
সবারই দরকার


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

বন্ধুরা অনেক স্বপ্ন এবং আশা নিয়ে সাথী পাঠাগার প্রতিষ্ঠা করার চিন্তা করেছিলাম, আজ থেকে প্রায় এক যুগ আগে। কারণ আমি নিজেই বই পড়তে অনেক বেশি ভালবাসতাম।বই পড়া এবং বই সংগ্রহ করা কিংবা বই লেখা এটা আমার নেশার মতো হয়ে উঠেছিল। শুধু তাই নয় অনেক ছোট ছোট ছেলেদের দেখতাম কিশোর বয়সে যারা ধূমপান করতো,তাদেরকে দেখে আমার ভীষণ অনুশোচনা হতো এবং তাদের কথা ভেবেই সম্ভাবনাময় কিছু করার চিন্তা মাথায় এসেছিল। কি করে এই বাচ্চাদেরকে আলোর পথে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমার ভাবনার শেষ ছিল না। এবং ঝরে পড়া শিশুদের কে নিয়ে অনেক বেশি চিন্তা হতো। এরপর ঠিক সেই সময়ে পারিবারিক কোলাহল ছিল প্রচুর।স্বামীরা বউদের কে ধরে পেটাবে এটা নিত্যদিনের খবর। এরপর যৌতুক বাল্যবিবাহ নারী নির্যাতন এগুলো মনের ভেতর দারুন ভাবে কাজ করতো,ভাবতাম কিভাবে এগুলোর প্রতিরোধ করা সম্ভব।

IMG_20230708_210157.jpg

এভাবেই একটি পর্যায়ে পাঠাগার নির্মাণের কথা মাথায় আসলো। একটি পাঠাগার জ্ঞানের পরিধিকে আরো বেশি বাড়িয়ে তুলতে পারে।মানুষকে কর্মক্ষম করে তোলার লক্ষ্যে ও পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কিংবা যারা গৃহিণী শুধুমাত্র বাসায় কাজ করে এবং বাকিটার সময় বেকার সময় পার করত তাদের নিয়েও নানা ধরনের বই নিয়ে আসতাম বিশেষ করে রান্নার বই, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বই।বিভিন্ন ধর্মের ধর্মীয় বই, শিশুতোষ বই ইত্যাদি। একটা মানুষ প্রকৃত ভালো মানুষ হওয়ার ভিত্তি প্রস্তর হচ্ছে পরিবার এবং একটি পরিবারের যদি পারিবারিক গ্রন্থাগার থাকে তাহলে সেই পরিবারের সন্তানেরা, ভালো মানুষ হবার সম্ভাবনা থাকে অনেক বেশি।

আর তাই তো অনেক ভেবেই চিনতে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠা করলাম সাথী পাঠাগার। সাথী পাঠাগারে কার্যকরী কমিটিতে যারা আছেন, তারা কেউই আর্থিকভাবে অতটা সচ্ছল নন। তারপরও দীর্ঘদিন ধরে আমরা হাটি হাটি পা পা করে সাথী পাঠাগারকে ধরে আছি। ঝরে যেতে দেইনি হাজারও প্রতিকূলতার মধ্যেও।

IMG20230708190716.jpg

আমি অনেকদিন ধরে কোন ব্যবসা-বাণিজ্য কিছুই করছি না বিশেষ করে করোনার পর থেকে। কাজেই আমার অনেক স্বপ্ন অনেক আশা-আকাঙ্ক্ষা থাকলেও অনেক কিছু করতে পারি না শুধু অর্থের অভাবে। এবার ভাবলাম সাথী পাঠাগারকে একটু মেরামত করা দরকার। একটু আধুনিকায়ন করা দরকার। বিষয়টি সিয়াম শিপুর সাথে পরামর্শ করলাম। এবং খুবই চমৎকার একটা প্ল্যানিং করলাম।আগে যে রুমের ভেতর কাটাকাটি পরিচালনা হতো সেটি অনেক ছোট হয়ে যায় বর্তমান সময়ে।তাইতো আমাদের বাসার একটি বড় রুমে নতুন করে ডেকোরেশন করার চিন্তা করেছি।আলহামদুলিল্লাহ আজকে থেকে কার্যক্রমও শুরু হয়েছে। মনের মত করে ডেকোরেশন করতে গেলে প্রায় দুই লক্ষ প্লাস টাকা লাগবে। তাইতো বর্তমানে যতটুকু সামর্থ্য, ততটুকু কাজ এগিয়ে নিচ্ছি। বাকিটার জন্য অপেক্ষা করতে হবে আবারো। তবে খুব ইচ্ছা আছে সাথী পাঠাগারটি ডিজিটাল করার। আসলে এত বড় একটি উদ্যোগ একার পক্ষে সফলতা আনা খুব সহজ বিষয় নয়। তবে ইদানিং কয়েকজন বইপ্রেমী মানুষ আমাদের পাঠাগারের জন্য কিছু বই পাঠিয়ে সহযোগিতা করেছেন। আরো দু এক জন বই দেয়ার কথা বলেছেন। তবে পাঠাগারটি ডেকোরেশন এর জন্য যদি কেউ সহযোগিতা করত তাহলে আমাদের পাঠাগারটি দ্রুত সময়ের মধ্যে আরো সুন্দর আরো পরিপাটি নান্দনিক রুপ পেত।

IMG20230708190719.jpg

তাই আমার বাংলা ব্লগ পরিবারে আজ সাথী পাঠাগারের ডেকোরেশন এর প্রথম কাজ শেয়ার করে নিচ্ছি। আপডেট আবারও শেয়ার করব ইনশাআল্লাহ।আপনারা সকলেই দোয়া করবেন সাথী পাঠাগার যেন মানুষের কল্যাণের কাজে আজীবন মানুষের পাশে থাকে। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারে যুগ থেকে যুগান্তর।আজকের মত এখানে ইতি টানছি।আগামীতে আপডেট নিয়ে হাজির হব।সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন।বই পড়বেন বেশি বেশি।

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সাথী পাঠাগার

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

জ্ঞানের আলোয় উদ্ভাসিত
সাথী পাঠাগার
শিশু-কিশোর বয়জষ্ঠ
সবারই দরকার

অনেক সুন্দর লেগেছে কথা গুলো। আর এ বিষয়ে গতকাল সিয়াম ভাইয়ের একটি পোস্ট পড়ে অনেক কিছুই জানলাম। বেশ সুন্দর একটি উদ্যোগ। আশা করি আপনাদের এই স্বপ্ন পূরণ হউক খুব তাড়াতাড়ি। শুভ কামনা রইল।

 last year 

আমরা আশাবাদী নিশ্চয়ই আমাদের স্বপ্ন একদিন পূরণ হবে। উৎসবমূলক মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ প্রিয় আপু।♥♥

 last year 

নিঃসন্দেহে আপনি একটা চমৎকার উদ্যোগ নিয়েছিলেন, সমাজে পরিবর্তন আনার জন্য আপনার উদ্দেশ্যটি ছিল খুবই মহৎ, দোয়া করি সাথী পাঠাগার আর বড় হোক সকল যুবক কিশোর জ্ঞানের আলোয় আলোকিত হোক।

Posted using SteemPro Mobile

 last year 

আমাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমরা অনবরত কাজ করে যাচ্ছি, আশা রাখি আমাদের এই স্বপ্ন পূরণ হবেই।।

 last year 

দোয়া করি আপু আপনার এই পাঠাগার আরো উন্নতির দিকে এগিয়ে যাক। আর আপনার এই সুন্দর পাঠাগার থেকে যেন অনেক মানুষ উপকার লাভ করে। আপনার এই কার্যক্রম অনেকের জন্য অনুপ্রেরণা মূলক।

 last year 

দোয়া করবেন তাই যেন করতে পারি♥♥

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56111.00
ETH 2371.27
USDT 1.00
SBD 2.31