আর্টঃভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৫ই আশ্বিন,শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ।

ma22.jfif

m20.jfif

সারাদেশে বয়ে চলছে মৃদু তাপ্প্রবাহ।প্রচন্ড গরমে জনজীবনের হাঁসফাঁস অবস্থা।আবহাওয়াবিদরা জানাচ্ছেন দেশের কিছু কিছু জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আরও দুই তিনদিন এই তাপ্প্রবাহ অব্যাহত থাকতে পারে।তবে আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টির প্রবনতা। আপাতত এই গরমে এইটুকুই স্বস্তির খবর। বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্ট পোস্ট নিয়ে।সব ধরনের ম্যান্ডালা আর্ট গুলো করতে আমার বেশ ভালো লাগে। তাই রঙ্গিন ম্যান্ডালা আর্ট এর পাশাপাশি সাদা কালো ম্যান্ডালা আঁকতেও বেশ ভালো লাগে।।তাই আজ ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি আয়তক্ষেত্রে রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ম্যান্ডালা আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও জেল পেন সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই রঙ্গিন ম্যান্ডালা আঁকার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

m23.jfif

১.সাদা কাগজ
২।পেন্সিল
৩।স্কেল
৪।কালো রং এর জেল পেন
৫। কালো রং এর জেল পেন
৬।জল রং
৭।তুলি

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

m1.jfif

প্রথমে সাদা কাগজের মাঝখানে একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-২

m2.jfif

আয়তক্ষেত্রটিকে পেন্সিল দিয়ে কয়কটি শেপে ভাগ করে নিয়েছি।

ধাপ-৩

m3.jfif

m4.jfif

প্রতিটি শেপকে জল রং দিয়ে ভিন্ন ভিন্ন রং করে নিয়েছি।

ধাপ-৪

m5.jfif

এবার হলুদ রং করা একটি অংশে কিছু ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।

ধাপ-৫

m7.jfif

m8.jfif

m10.jfif

একইভাবে সবুজ ও কমলা রং করা অংশেও বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

m11.jfif

এবার লাল রং করা অংশে বিভিন্ন ধরনের ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৭

m12.jfif

m13.jfif

এবার হলুদ ও সবুজ রং করা অংশেও বিভিন্ন ধরনের ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।

ধাপ-৮

m14.jfif

m15.jfif

এরপর আকাশী রং করা অংশে শঙ্খ এর ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৯

m16.jfif

সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

ma22.jfif

m19.jfif

আশাকরি আজকের ভিন্ন ভাবে করা রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ম্যান্ডালা শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই গরমে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীম্যান্ডালা
ক্যামেরাRedmi Note a-5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২০শে সেপ্টেম্বর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  
 3 months ago 

সকাল থেকে খুব গরম পড়ছিল কিন্তু হঠাৎ করে ঠান্ডা বাতাস শুরু হলো। মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হলে কিছুটা আরাম পাওয়া যায়। গরমে জীবন অতিষ্ঠ যাচ্ছিলো। যাই হোক যেকোনো ধরনের ম্যান্ডেলার আর্ট করলেই ভালো লাগে। আপনার আজকের রঙিন ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর লাগছে দেখতে। ডিজাইনগুলো নিখুঁতভাবে করেছেন যার কারণে এত ভালো লাগছে।

 3 months ago 

ঠিক বলেছেন যে কোন ম্যান্ডালা আর্ট-ই দেখতে সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

কয়েকদিন থেকে গরমের পরিমাণ অনেক বেড়ে গেছে। আগের মত আবারো গরম পড়তে শুরু করেছে আপু। রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে।

 3 months ago 

গরম মনে হয় কমবে না। দিন দিন বেড়েই চলেছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 months ago 

একটি আয়তক্ষেত্রের ভেতর রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। এ ধরনের আর্ট অবশ্য খুবই কম দেখা যায়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

কিছুটা নতুনত্ব আনার জন্য এই চেস্টা । ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 months ago 

ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা খুবই সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

হঠাৎ করেই গরমের প্রকোপ টা যেন বেড়ে গিয়েছে। যেটা সত্যি একেবারে অসহনীয় হয়ে পড়েছে। চমৎকার লাগল আপনার মান্ডালা আর্ট টা। রঙিন মান্ডালা আর্ট টা বেশ সুন্দর করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 months ago 

গরম মনে হয় এবার আর কমবে না। বেড়েই চলেছে গরমের মাত্রা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 months ago 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 3 months ago 

ম্যান্ডালা আর্ট একটু ভিন্নভাবে করার চেস্টা। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

অনেক সুন্দর দেখতে একটা রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আপনার অংকন করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক ভালো লেগেছে। এরকমভাবে কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। একেবারে চোখ ধাঁধানো ছিল আপনার আজকের করা এই নিখুঁত ম্যান্ডেলার ডিজাইন। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করার জন্য প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় নিয়ে অংকন করা হয়, ততই ভালো লাগে দেখতে।

 3 months ago 

সময় লাগলেও করার পর বেশ ভালো লাগে। আর আপনাদের মন্তব্য এই আগ্রহ আরও বাড়িয়ে দেয়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.038
BTC 95931.40
ETH 3358.80
USDT 1.00
SBD 3.04