আর্টঃ পুরাতন সানগ্লাসে দুটো দৃশ্যের অংকন।

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৯ই মাঘ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ar6.jpg

ar2.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আমি সব সময় চেস্টা করি নতুন ধরনের আর্ট শেয়ার করতে। একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার। যাতে এক ঘেয়েমি না লাগে। এছাড়াও আমি ভিন্ন ভিন্ন জিনিসের উপরও আর্ট করে থাকি। আজও আমি একটি পুরাতন সানগ্লাসে দু'টো দৃশ্য আর্ট করেছি। একটি গোধুলী বেলার দৃশ্য অন্যটি পরিস্কার মেঘময় আকাশ। সাথে মাঠ জুড়ানো সুর্যমুখি ফুলের বাগান। যদিও এ ধরনের ছোট জায়গায় আর্ট করা কিছুটা কস্টকর। তবে সময় নিয়ে করলে দেখতে বেশ ভাল লাগে। আমিও চেস্টা করেছি সুন্দরভাবে আর্টটি করার। আর আর্টটি করতে উপকরণ হিসাবে আমি ব্যবহার করেছি সানগ্লাস ও বিভিন্ন শেডের পোস্টার রং সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে বর্ণনা করা হলো। তাহলে চলুন দেখে নেই আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

ar1.jpg

ar3.jpg

১।পুরাতন সানগ্লাস
২।বিভিন্ন শেডের পোস্টার রং
৩।বিভিন্ন সাইজের তুলি

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

ar1.jpg

প্রথমে সানগ্লাসটিকে ভালোভাবে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি আর্ট করার জন্য।

ধাপ-২

ar23.jpg

ar20.jpg

ar21.jpg

এবার সানগ্লাসের একটি গ্লাসে লাল ও হলুদ রং করে নিয়েছি গোধূলী বেলার দৃশ্য আঁকার জন্য। এবং অন্য গ্লাসটিতে সাদা রং করে নিয়েছি।

ধাপ-৩

ar18.jpg

ar17.jpg

হলুদ রং দিয়ে ডুবন্ত সূর্য এঁকে নিয়েছি।

ধাপ-৪

ar16.jpg

ar15.jpg

ar14.jpg

এবার সাদা রং করা গ্লাসটির উপরের কিছুটা অংশ আকাশী রং করে নিয়েছি আকাশ বুঝানোর জন্য। এবং নিচের দিকের অংশ মাঠ বুঝানোর জন্য সবুজ রং করে নিয়েছি।

ধাপ-৫

ar12.jpg

এবার কালো রং দিয়ে নারিকেল গাছ,ঘর ও পাখি এঁকে নিয়ে গোধূলী বেলার দৃশ্যের আর্ট শেষ করেছি।

ধাপ-৬

ar11.jpg

কিছু মেঘ এঁকে নিয়েছি সাদা রং দিয়ে নীল আকাশে।

ধাপ-৭

ar10.jpg

ar9.jpg

এবং হলুদ রং দিয়ে মাঠ জুড়ে সূর্যমুখী ফুল এঁকে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

ar5.jpg

ar25.jpg

ar7.jpg

ar8.jpg

আশাকরি,আজকে পুরাতন সানগ্লাসে করা দু'টো দৃশ্যই আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমার সবসময় চেষ্টা থাকে, নতুন নতুন আর্ট করার।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৩শে জানুয়ারি, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

image.png

Sort:  
 29 days ago 

কি দারুণ আর্ট করেছেন আপু পুরাতন সানগ্লাসে প্রাকৃতিক দৃশ্য।দুই গ্লাসে দুটো মনোমুগ্ধকর দৃশ্য আর্ট করেছেন। ঝকঝকে মেঘমুক্ত আকাশের নিচে সবুজ প্রকৃতি ও ফুলের সমাহার এবং গোধুলীর সৌন্দর্য ফুটেছে আপনার আর্টটিতে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

Daily task

dt1.png

dt2.png

 last month 

বাহ্ আপু আপনি দেখছি অসাধারণ একটি ইউনিক ভাবে পুরাতন সানগ্লাসে দুই চোখে দুটো দৃশ্যের অংকন করেছেন। আপনার অংকন দুই টি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো । পরবর্তী নতুন অংকের জন্য অপেক্ষায় রইলাম।

 27 days ago 

আমি চেস্টা করবো নতুন নতুন ধরনের পেইন্টিং শেয়ার করতে।ধন্যবাদ আপু।

 last month 

পুরাতন সানগ্লাসে দুটো দৃশ্যের অংকন করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। দুটি দারুন দৃশ্যের অংকন করেছেন। আপনি সুন্দর করে প্রতিটি ধাপ স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন দেখে বেশ ভালোই লাগছে। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 27 days ago 

সহজ করে দেখানোর জন্য প্রতিটি ধাপ অংকন করার চেস্টা করেছি।ধন্যবাদ ভাইয়া।

 last month 

এখানে আপনি আপনার সুন্দর এক প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন আর্ট করার মধ্য দিয়ে। কিছু কিছু প্রতিভা রয়েছে নিজের মধ্যে চর্চার ফলে সৃষ্টি হয়ে যায়। তাই এত সামান্য ক্ষুদ্র জিনিসের মধ্যে অসাধারণ আর্ট করে দেখাতে সক্ষম হয়েছেন আপনি।

 last month 

পুরাতন সানগ্লাসের উপর আপনি খুব চমৎকার একটা পেইন্টিং করেছেন আপু। সানগ্লাসের উপর কখনো পেইন্টিং করা হয়নি। সূর্যমুখী ফুলবাগানের পেইন্টিং টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন লাগছে দেখতে। ভিন্ন ধরনের কিছু দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য।

 last month 

আপু এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। আপনি সানগ্লাসের দুই দিকে আঁকলেন অনেক সুন্দর হয়েছে দুইটি সাইড। আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমাদের সাথে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last month 

পুরাতন একটি সানগ্লাসে এই যে দুইটি চিত্র অঙ্কন করেছেন তা এক কথায় অসাধারণ হয়েছে। দুটি কাচে দুটি ভিন্ন ভিন্ন ছবি বলে দেখতে আরো সুন্দর দেখাচ্ছে। অসাধারণ এই চিত্রশৈলী একেবারে যেন মুগ্ধ করে দেয়। আর সম্পূর্ণ ছবিটি আরো সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করলেন বলে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.033
BTC 96111.99
ETH 2659.08
SBD 0.63