ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ১০ই আশ্বিন, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.। ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ ।আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। একটি কাজে আজ বিকালে বের হতে হয়েছিলো। ফেরার পথে গোধূলিলগ্নে আগারগাঁও মেট্রোরেল ষ্টেশন সংলগ্ন রাস্তার ফুটপাতের পাশে একটা ছোট নার্সারিতে নেমেছিলাম গাছ দেখতে । সেই নার্সারী থেকে ফুলের ফটোগ্রাফিগুলো করেছিলাম। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ।তাই প্রতিটি ফুল বৃষ্টিতে ভেজা ছিল। অন্য রকম সুন্দর লাগছিলো ফুলগুলোকে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

p8.jfif

এই ফুলটি আমরা সবাই চিনি। সবার পরিচিত ফুল জবা। বেশ মিষ্টি রং জবাটির। বৃষ্টিতে ভেজা জবা ফুলটি দেখতে ভালো লাগছিলো। জবা ফুলের কোন গন্ধ নেই। জবা সাধারণ পাঁচ পাপড়ির ফুল। কিন্তু অনেক পাপড়ির জবাও দেখা যায় । জবা ফুলের পাপড়ি ও পাতা চুলের জন্য বেশ কার্যকর ।সেই সাথের জবা ফুলের পাতার অনেক ঔষধি গুন আছে ।সারা বছরই ফুটে জবা ফুলো।

দ্বিতীয় ফটোগ্রাফি

p7.jfif

রঙ্গনফুল সাধারণত গ্রীষ্ম ও বর্ষা কালে ফুটে।তবে কম বেশি সারা বছরই এই ফুল ফোটে।তবে সব চেয়ে বেশি ফোটে বর্ষাকালে।রঙ্গন ফুল গন্ধহীন।কমলা, কমলা লাল, গোলাপী, হলদে গোলাপী, লাল, হলুদ, সাদা রং এর ফুল দেখতে পাওয়া যায়।তবে লাল রং এর ফুল বেশি দেখা যায়। চারটি পাপড়ির বিন্যাস তারার মতো। রঙ্গনের এক একটি থোকায় প্রায় ১৫ – ৫০ টির তম ফুল থাকে। কিছু কিছু থোকায় ফুলের সংখ্যা আরো বেশি হতে দেখা যায়। রাস্তার সৌন্দর্য্য বর্ধনে ও অফিস সহ বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বর্ধনে এই ফুল বেশি দেখা যায়।

তৃতীয় ফটোগ্রাফি

p6.jfif

এই ফুলটিও সবার চেনা ।হ্যা এটি গাঁদা ফুল। এই ফুল শীতকালে ফোটে। শীত আসার আগেই এই গাঁদা ফুলের চারা তৈরি করছে নার্সারী মালিকরা। গাঁদা ফুল অনেক ধরনের ও অনেক রং এর হয়ে থাকে। গাদা ফুলের পাতা ঔষুধি গুণ সম্পন্ন। যে কোন কাটা জায়গায় এই ফুলের পাতা থেতো করে লাগালে উপকার পাওয়া যায়।

চতুর্থ ফটোগ্রাফি

p5.jfif

নয়নতারা ফুলের ফটোগ্রাফি এটি। বিভিন্ন রং এর নয়ন তারা দেখা যায়। তবে সাদা নয়ন তারা ফুল আমার কাছে বেশি ভালো লাগে। এই গাছ অনেক বছর বেঁচে থাকে।নয়নতারা ফুলের বহুবিধ উপকার রয়েছে।লিউকোমিয়া,ডায়াবেটিস,মেধাবৃদ্ধিতে এই ফুলের ব্যবহার রয়েছে। বোলতা হুলের দংশন,কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যবহারের প্রচলন লক্ষ্য করা যায়।

পঞ্চম ফটোগ্রাফি

p10.jfif

এই ফুলটির নার্সারী মালিক বলেছিলো কিন্তু মনে করতে পারছি না। দেখতে বেশ সুন্দর ।চারটি করে পাপড়ি প্রতি্টি ফুলে। আর মাঝখানে বেশ কতগুলো রেনু। ধবধবে সাদা ফুল দেখতে কি যে সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করতে।


আশাকরি আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫শে সেপ্টেম্বর , ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  
 5 days ago 

বাহ আপু আপনার চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনাকে শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন ছিল। তবে বিশ্বাস করে জবা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 6 days ago 

বৃষ্টি ভেজা জবা ফুল আর নয়ন তারা ফুল দেখে সত্যি অনেক ভালো লেগেছে। বৃষ্টির পানি যখন ফুলের উপর পড়ে তখন সৌন্দর্য অনেক বেড়ে যায়। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো।

 4 days ago 

ঠিক বলেছেন আপু ।বৃষ্টিভেজা ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। বিশেষ করে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 4 days ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 6 days ago 

ফুলের ফটোগ্রাফি মানেই ভিন্ন কিছু।কেননা ফুল আমরা সকলেই অনেক পছন্দ করি। আজকে আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে বৃষ্টি ভেজা জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আমারও বেশ ভালো লেগেছিলো বৃষ্টি ভেজা ফটোগ্রাফিগুলো দেখতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 6 days ago 

কোন ছবিটা ছেড়ে কোন ছবিটার কথা বলি। ফুলের ফটোগ্রাফিতে সব কটি ফুল ভীষণ সুন্দরভাবে আপনার ছবিতে ধরা পড়েছে। প্রথমে জবা ফুল তারপরে রঙ্গন ফুলের ছবিটি যেন সেরার সেরা। রঙ্গন ফুল অনেক আগে আমাদের বাড়িতে ছিল। এটি আমার ভীষণ প্রিয় একটি গাছ এদের মধ্যে অন্যতম।

 4 days ago 

এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 6 days ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 4 days ago 

আমি তেমন ভাল ফটোগ্রাফি করতে পারি না। তবে চেস্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 5 days ago 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। তবে সবচাইতে আকর্ষণীয় লাগছে হালকা পানির জন্য। ফুলগুলোর উপর বৃষ্টির পানি টা যেন আরও আকর্ষণীয় করে তুলেছে ফুলগুলো কে। খুবই সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 3 days ago 

ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 5 days ago 

দারুন দারুন কতগুলো ফুলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। এছাড়াও প্রতিটা ছবি ডিটেইল অনেক বেশি ভালো ছিল এবং ছবি তোলার ধরনটাও কিন্তু ঠিক ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার মতো এক্সপার্ট ফটোগ্রাফার যখন ভালো বলেছে ।তখন মনে হচ্ছে কিছুটা শিখেছি ফটোগ্রাফি। ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63706.48
ETH 2637.61
USDT 1.00
SBD 2.83