আর্টঃ রাতের নির্জন সমুদ্রের দৃশ্য।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে ভাদ্র, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.। ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ ।বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। আজ আমি জল রং দিয়ে রাতে সমুদ্রের দৃশ্য আঁকার চেস্টা করেছি।সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

a1.jfif

d10.jfif

বন্ধুরা,আজ যথারীতি একটি আর্ট পোস্টের ব্লগিংয়ে নিয়ে হাজির হয়েছি যা পূর্বেই উল্লেখ করেছি। আজ আমি রাতের সমুদ্রে দৃশ্য রং তুলির ছোয়ায় ফুটিয়ে তোলার চেস্টা করেছি।তারাময় আকাশে রাতের বেলা সমুদ্রে বেড়াতে বেশ ভালো লাগে। চারদিকে নির্জন কেবল সমুদ্রের ঢেউ এর গর্জন শুনতে পাওয়া যায়। এমন পরিবেশ সবারই পছন্দ। বিশেষ করে যারা সমুদ্র পছন্দ করে। আমারতো বেশ ভালো লাগে রাতর বেলায় সমুদ্রে পাড়ে ঘুরে বেড়াতে। আমি রাতের সমুদ্রের নির্জনতাকে আঁকার চেস্টা করেছি। আশাকরি ভালো লাগবে আর্টটি আপনাদের কাছে। আর্টটি করতে আমি ব্যবহার করেছি পোস্টার রং ও তুলি সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রাতের নির্জন সমুদ্রের দৃশ্যটি আঁকার বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

১।সাদা কাগজ
২। বিভিন্ন রং এর পোস্টার রং
৩।তুলি

আর্টের ধাপ সমুহ

ধাপ-১

a14.jfif

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-২

a4.jfif

দাগ দেয়া অর্ধেক অংশ এর উপরের দিকে ডিপ কালো ও নিচের দিকে হাল্কা কালো রং করে নিয়েছি।

ধাপ-৩

a5.jfif

রং করা অংশে কালো রং দিয়ে পাহাড় এঁকে নিয়েছি।এবং সাদা রং দিয়ে আকাশের তারা এঁকে নিয়েছি।

ধাপ-৪

a6.jfif

নীল রং ব্যবহার করে সমুদ্রের পানি রং করে নিয়েছি।

ধাপ-৫

a7.jfif

সমুদ্রের পাড় কালো রং করে নিয়েছি। যেহেতু রাতের দৃশ্য এঁকেছি।

ধাপ-৬

a8.jfif

সমুদ্রের পাড়ে আচড়ে পরা সমুদ্রের পানি বুঝাতে সাদা রং ব্যবহার করেছি।

ধাপ-৭

a9.jfif

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।সেই সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

a11.jfif

a2.jfif

a12.jfif

আশাকরি আজ আমার তুলির আঁচড়ে আকাঁ রাতের নির্জন সমুদ্রের দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে।আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ,নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৩ই সেপ্টেম্বর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  
 2 months ago 

ওয়াও আপু আপনার করা আর্ট অসম্ভব সুন্দর হয়েছে। রাতের নির্জন সমুদ্রের দৃশ্য সাথে আকাশে গুড়ি গুড়ি তাঁরা। দারুণ হয়েছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আমার আঁকা দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

খুবই সুন্দর একটি আর্ট তৈরি করেছেন আপনি। আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি আর্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে আর্ট তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ এই আর্ট দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বেশ ভালো লাগার মত মনের মাধুরী মিশিয়ে সমুদ্রের পাড়ের চিত্র অঙ্কন করেছেন। মনে হচ্ছে সমুদ্রের পানি উপরে উতলে আসছে। এমনই সুন্দর্য মনের মধ্যে রেখে বলেছেন আজকের এই আর্ট। বেশ চমৎকার হয়েছে কিন্তু।

 2 months ago 

জ়ি ভাইয়া তাই বোঝাতে চেয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনার পেইন্ট করা সমুদ্রের দৃশ্য দেখে কক্সবাজারে কথা মনে পড়ে গেল। কক্সবাজার অবস্থা খুবই খারাপ।কক্সবাজার শহরের ৯০% এলাকা নাকি এখন পানির নিচে।যাইহোক রং তুলির মাধ্যমে খুব সুন্দর ভাবে সমুদ্রের দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। আপনার পেইন্টিং করা সমুদ্রের দৃশ্যটি দেখে রাতের বেলায় সুগন্ধা বিচে দাঁড়িয়ে থেকে সমুদ্রের ঢেউ উপভোগ করার কথা মনে পড়ে গেল।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আমাদের মাঝে এত সুন্দর একটি পেইন্টিং উপস্থাপন করার জন্য।

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু রাতের বেলায় সমুদ্রের পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে। বিশেষ করে সমুদ্রের গর্জন শুনতে আরো বেশি ভালো লাগে। আপনি রাতের সমুদ্রের পাড়ের আর্টটি খুবই চমৎকারভাবে করেছেন। দেখে মনে হচ্ছে ছবি তুলেছেন। এত ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

আমারও বেশ ভালো লাগে রাতের বেলার সমুদ্র দেখতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

খুব দ্রুতই এমন সমুদ্রে পাড়ে ঘুরতে যাব। নিঝুম রাতে সমুদ্রের পাশে বসে আকাশের নক্ষত্র গুলো দেখব। আপনার আর্ট টা চমৎকার হয়েছে আপু। খুবই চমৎকার করেছেন আর্টটা। বেশ চমৎকার লাগছে। নিঝুম রাতের এক অসাধারণ সৌন্দর্যের প্রতিফলন হচ্ছে আর্টে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

তারাময় আকাশ আর নির্জন সমুদ্রে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। শীতে সমুদ্রে ঘুরতে বেশি ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

রাতের বেলার নির্জন সমুদ্র দেখতে অনেক ভালো লাগছে। এরকম সৌন্দর্য সরাসরি দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্ট করলেও অনেক সুন্দর হয়। নদীর পানি গুলোকে এত সুন্দর ভাবে এঁকেছেন, যেন মনে হচ্ছে পানির স্রোত এসেছে সত্যিকারের। জাস্ট মুগ্ধ হওয়ার মত ছিল আপনার করা এই পেইন্টিংটা। আপনার এই পেইন্টিং যে দেখবে সে এই দৃশ্যটার মাঝে হারিয়ে যাবে। কালার কম্বিনেশন টাও অনেক বেশি দারুন ছিল। আকাশের চাঁদ তারা দেখতেও অনেক ভালো লাগছে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69363.70
ETH 2423.61
USDT 1.00
SBD 2.37