বোতল পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবাই সবসময় যেনো ভালো থাকেন।আজ ২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ। ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি বোতল পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করবো।

b2.jfif

b16.jfif

b18.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের আর্ট পোস্ট নিয়ে।আজ আমি একটি বোতল পেইন্টিং করেছে। সেই পেইন্টিংটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। ঘর সাজাতে আমরা পুরাতন বোতলে বিভিন্ন ধরনের পেইন্টিং করে ব্যবহার করতে পারি। আর এই ধরনের বোতল পেইন্টিং গুলো দেখতেও বেশ সুন্দর লাগে।যদিও এই বোতল পেইন্টিং করতে কিছুটা সময় লাগে। কারন একটি রং শুকানোর পর অন্য রং এর কাজ করতে হয়। বতল পেইন্টিংটি শেষ করার পর যখন সাজিয়েম রাখলাম তখন দেখতে বেশ ভালই লাগছিলো আমার কাছে। আশাকরি আপনাদেরো ভালো লাগবে। আজকের বোতল পেইন্টিংটি করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি পুরাতন কাঁচের বোতল ও এক্রেলিক রং সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই বোতল পেইন্টিং এর বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের বোতল পেইন্টিংটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

b13.jfif

b6.jfif

b41.jpg

১।কাঁচের বোতল
২।বিভিন্ন রং এর এক্রেলিক রং
৩।তুলি
৪।পাটের সুতা
৫।গ্লু

বোতল পেইন্টিং এর বিভিন্ন ধাপ সমুহ

ধাপ-১

b13.jfif

প্রথমে বোতলটিকে পরিস্কার করে নিয়েছি।

ধাপ-২

b12.jfif

সম্পূর্ণ বোতলটি সাদা রং করে নিয়েছি।

ধাপ-৩

b11.jfif

b10.jfif

সাদা রং শুকিয়ে যাওয়ার পর বোতলের বিভিন্ন জায়গায় ডিপ গোলাপী রং দিয়ে গোল গোল করে রং করে নিয়েছি।

ধাপ-৪

b9.jfif

একইভাবে সবুজ রং দিয়েও বোতলের কিছু কিছু জায়গায় সবুজ রং করে নিয়েছি গোল গোল করে।

ধাপ-৫

b8.jfif

b2.jfif

এরপর কালো রং দিয়ে কিছু পাতা ও ফুল এঁকে নিয়েছি।এবং ফুলের পাপড়ির পাশে সাদা রং দিয়ে আউট লাইন করে নিয়েছি।সুন্দর লাগার জন্য।

ধাপ-৬

b7.jfif

বোতলের অন্য পাশে আরেকটি ফুলের ডিজাইন এঁকে নিয়েছি কালো রং দিয়ে।

ধাপ-৭

b4.jfif

বোতল পেইন্টিংটিকে আরও সুন্দর করার জন্য বোতলের মুখের কিছুটা অংশে পাটের সুতা প্যাচিয়ে নিয়েছি গাম লাগিয়ে।

উপস্থাপন

b17.jfif

b20.jfif

b15.jfif

আশাকরি আজকের বোতল পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের আর্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীবোতল পেইন্টিং
ক্যামেরাRedmi Note a-5
পোস্ট তৈরি@selina 75
তারিখ৬ই অক্টোবর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এই কমিউনিটিতে এসে কত পেইন্টিং দেখলাম। আজকে আবার বোতল পেইন্টিং দেখার ভাগ্য হলো। আসলে আপনাদের কাজের দক্ষতার মূল্যায়ন করা ভাষা আমার জানা নেই। ধন্যবাদ।

 last month 

বেশ দারুণভাবে একটি বোতলের গায়ে সুন্দর পেইন্টিং করেছেন আপনি। এত সুন্দর দক্ষতা দেখে আমার খুবই ভালো লেগেছে আপু। আমরা চাইলে পুরাতন জিনিস এভাবেই কিন্তু নতুন করতে পারি এবং মনের মত করে সাজিয়ে নিতে পারি।

 last month 

ঠিক তাই ।আমরা চাইলেই এভাবে পুরাতন জিনিস নতুন করে তুলতে পারি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

বোতলের উপরে করা পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে। আর এত সুন্দর একটি পেইন্টিং উপস্থাপন করেছেন দেখে সত্যি মুগ্ধ হয়েছি।

 last month 

ঠিক বলেছেন আপু এ ধরনের বোতল পেইন্টিংগুলো দেখতে বেশ সুন্দর লাগে।

 last month 

বাহ, রং তুলির মাধ্যমে বোতলের উপর চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এরকম পেইন্টিং গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।দক্ষ হাতে এবং নিখুঁত ভাবে বোতলের উপর এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আমার করা বোতল পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

বাহ আপু আপনাকে প্রশংসা না করে থাকতে পারলাম না, আপনি খুব সুন্দর ভাবে এবং নিখুঁতভাবে রং তুলি দিয়ে বোতলের গায়ে পেইন্টিং করেছেন। এগুলো পেনটাইন করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার হাতে আঁকা বোতল পেইন্টিংটি সত্যি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের শেয়ার করার জন্য।

 last month 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

আপু আপনি কাঁচের বোতলের গায়ে খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই আইডিয়া ইউনিক লেগেছে। এভাবে বোতল গুলো সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আজকাল ঘর সাজাতে বেশ চলছে এ ধরনের বোতল পেইন্টিং গুলো। দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last month 

আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। বোতলের উপরে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last month 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে বোতল গায়ে পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেন্টিং গুলো দেখতে সবসময় আমার কাছে বেশ ভালো লাগে। আসলে যেকোনো ধরনের হাতের কাজ সম্পূর্ণ করতে হলে অনেক অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমি সবসময় চেস্টা করি ভিন্ন কিছু শেয়ার করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.19
JST 0.033
BTC 88143.70
ETH 3251.58
USDT 1.00
SBD 3.00