রেসিপিঃসাতকরা দিয়ে পাঙ্গাস মাছ ভুনা।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

সবাই ভালো আছেন আশাকরি? আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি একটি অন্য রকম রান্নার রেসিপি নিয়ে। আর তা হলো সাতকরা দিয়ে পাঙ্গাস মাছের ভুনা।

1.jpg

সাতকড়া লেবু জাতীয় ফল। দেখতে লেবুর মতই কিন্তু সাইজে বড়। প্রচুর পরিমাণে ভিটামিন সি',ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় ফলটিতে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক। বিশেষ করে কোলেস্টোরেল নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখে। বাংলাদেশের সিলেট অঞ্চলে এই লেবু জাতীয় ফলটির ব্যাপক চাষ হয়ে থাকে। আর পাঙ্গাস মাছে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের শরীরের জন্য বেশ উপকারি। এই রেসিপিতে আমি পাঙ্গাস মাছ এবং সাতকরা এবং বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করেছি । যা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব।

উপকরণ

6 (2).jpg

7 (2).jpg

5.jpg

3.jpg

১। পাঙ্গাস মাছ
২। সাতকরা
৩। পিয়াজ কুচিঃ আধা কাপ
৪।আদা বাটাঃ১ চা চামচ
৫।রসুন বাটাঃ আধা চা চামচ
৬।মরিচ গুড়াঃআধা চা চমচ
৭।কাচা মরিচ বাটাঃ ১চা চমচ
৮।হলুদ গুড়াঃ ১ চা চামচ
৯। ধনে গুড়াঃ ১ চা চামচ
১০,জিরা গুড়আঃ ১ চা চাম্ভ
১১।লবনঃ পরিমাণ মতো
১২।তেলঃ ২ টেবিল চামচ

রন্ধন প্রণালী

১ম ধাপ

প্রথমে মাছ ধুয়ে টুকরো করে নিতে হবে। সাতকরা গুলোও টুকরো করে নিতে হবে। পিয়াজ কুচি করে নিতে হবে। এবং আদা রসুন পেস্ট করে নিতে হবে।

6 (2).jpg

5.jpg

২য় ধাপ

এবার একটি কড়াই চুলায় বসিয়ে দিতে হবে গরম হওয়ার জন্য। কড়াই অথবা ছড়ান হাড়িতে রান্না করলে নাড়ার সুবিধা হয়। তাই আমি কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করি। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিতে হবে।

7 (1).jpg

৩য় ধাপ

তেল গরম হয়ে গেলে তাতে কুচি করে কাটা পিয়াজ দিয়ে দিতে হবে। পিয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তাতে একে একে সকল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় ,সেজন্য সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।

8.jpg

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

৪র্থ ধাপ

মশলা ভালভাবে কষানো হয়ে গেলে তাতে আগে থেকে টুকরো করে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে।

13.jpg

14.jpg

৫ম ধাপ

এ পর্যায়ে সামান্য পানি দিতে হবে মাছ সিদ্ধ হওয়ার জন্য। পানি বলক আসলে তাতে আগে থেকে ভাপিয়ে টুকরো করে রাখা সাতকরা দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে মাছ মাখা মাখা না হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। মাছ হয়ে এলে কুচি করে রাখা ধনেপাতা ও ফালি করে কাটা কাচা মরিচ দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সাতকরা দিয়ে পাঙ্গাস মাছ ভুনা।

15.jpg

পরিবেশণ

এরপর একটি পাথে পরিবেশনের জন্য সাজিয়ে নিতে হবে। এ রান্নায় সাতকরা ব্যবহার করার কারনে খেতে বেশ মজা লাগে। এবং একটা লেবুর গন্ধ পাওয়া যায়।

2.jpg

আশা করি আপনাদের রেসিপিটি ভাল লাগবে।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০

Sort:  
 last year 

পাঙ্গাস মাছ আমি খাই না। তবে আপনার রন্ধন প্রক্রিয়া খুবই সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন‌। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 last year 

সাতকরা দিয়ে রান্না করলে খেতে ভাল লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপনার রান্না করা সতকরা দিয়ে পাঙ্গাস মাছ আমার কখনো খাওয়ার হয়নি। কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু ও মজাদার হবে। কালারটাও দেখতে খুব চমৎকার লাগছে।আপনার সাজানো ধাপগুলো দেখে শিখে নিলাম। বাসায় তৈরি করে একদিন খেয়ে দেখবো। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ট্রাই করেন একদিন ভাল লাগবে। ধন্যবাদ।

 last year 

সাতকরার সাথে আমি একেবারেই পরিচিত নই। যখন আপনার পোস্টে এই নামটি দেখলাম তখন বোঝার চেষ্টা করলাম আসলে এটা কোন সবজি কিনা। আপনি যেহেতু বললেন এটা লেবুর মতো তাই জানতে পারলাম সাতকরার সম্পর্কে। তবে আপনার তৈরি করা রেসিপি একেবারেই ইউনিক হয়েছে। পাঙ্গাস মাছের ভিন্ন ধরনের একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো আপু।

 last year 

সাতকরা সিলেটে চাষ হয়। সিলেটের জনপ্রিয় খাবার। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

পাঙ্গাস মাছ কে যদি খুব যত্ন করে রান্না করা হয় তাহলে খেতে অনেক সুস্বাদু হয়।আপনি সাতকরা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছেন ধাপগুলো দেখে অনেক ভালো লাগলো।তবে সাতকরা টা কি জিনিস আপু আমি এই প্রথম নাম শুনেছি জানালে অনেক ভালো হবে।

 last year 

সাতকরা লেবু জাতীয় । সিলেটে চাষ হয়। সিলেটের জনপ্রিয় খাবার। সিলেটে মাছ,মাংস ও সব্জিতে দিয়ে রান্না করে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year (edited)

পাঙ্গাস মাছ দিয়ে অনেক কিছু রান্না করতে দেখেছি, আর অনেক অভিজ্ঞতা রয়েছে পাঙ্গাস মাছের বিভিন্ন রকম রেসিপির। কিন্তু সাতকড়া এটি একদমই নতুন। যদিও মুখে মুখে শুনেছি । তবে এটার স্বাদ কখনো নিতে পারিনি। কারণ এটি বিশেষ করে সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায় ও খাওয়া হয়। আমাদের এখানে তেমন একটা পাই না, যার কারণে খাওয়া হয়নি কখনো। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আমিও সিলেট থেকে এনেছি। খেতে আমার কাছে বেশ ভাল লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আমি সামনে সিলেট গেলে নিয়ে আসবো, খেতে কেমন একটু দেখার খুব ইচ্ছে।

 last year 

ুঅবশ্যই ।

 last year 

সাতকরার নাম আমি প্রথম শুনলাম আপু। একদম নতুন সবজি আমার কাছে। রেসিপি টা ইউনিক ছিল।পাঙ্গাস মাছ অনেক এর কাছে ভালো লাগে না। কিন্তু আমার কাছে ভিশন ভালো লাগে। অনেক পছন্দের একটা মাছ। খেতে নিশ্চিত অনেক মজা হয়েছে। নতুন সবজি দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি দেখে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

সাতকরা লেবু জাতীয় । সিলেটে চাষ হয়। সিলেটের জনপ্রিয় খাবার। সিলেটে মাছ,মাংস ও সব্জিতে দিয়ে রান্না করে। পাঙ্গাস মাছের অন্য রকম একটা গন্ধের জন্য অনেকে খেতে পারে না। কিন্তু সাতকরা দিয়ে রান্না করলে সেই গন্ধ আর থাকে না। বেশ মজা লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আমি সাতকরা কখনো খাইনি। আপনার রেসিপি ভাল লাগলো। সিলেটে যারা থাকেন,তারা সাতকরার সাথে বেশ পরিচিত।অনেক ধন্যবাদ আপু রেসিপি শেয়ার করার জন্য। আপনি ধাপে ধাপে সুন্দর করে রেসিপিটি তুলে ধরেছেন, এজন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62934.09
ETH 3118.65
USDT 1.00
SBD 3.85