আমার💖 ভালোবাসার 💗বাগান||১০% shy-fox এর জন্য

আমার ভালোবাসার বাগান

গাছপালা পছন্দ করেনা এরকম মানুষ পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। আমি বাগান করতে ভীষণ পছন্দ করি। ২০১৯ সালের শুরু থেকে আমি আমার বাগানে গাছ লাগাতে শুরু করি।আমার বাগানে বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে,পাশাপাশি কিছু ফুলের গাছ রয়েছে। গরমের দিনে প্রচণ্ড গরমের সময় আমি আমার বাগানে গাছের নিচে বসে থাকি, বিশেষ করে লিচু এবং আম গাছের নিচে প্রচুর ছায়া থাকে। আজকে আমি আমার বাগান সম্পর্কে কিছু আপনাদের সাথে শেয়ার করব।

Polish_20220220_205509488.jpg

Photo_1645369222877~2.png

আম গাছ

IMG_20220219_170157-01.jpeg

IMG_20220219_165845-01.jpeg

IMG_20220219_123351-01.jpeg

IMG_20220219_123650-01.jpeg

আমার বাগানে মোট ১২ টি আম গাছ রয়েছে। পাঁচটি হাড়িভাঙ্গা, তিনটি বারি৪, দুটি আমরুপালি এবং দুটি ল্যাংড়া জাতের আম গাছ। গতবছর আমি এইসব গাছ থেকে অনেক পরিমাণে আম খেয়েছি। এই গাছের চারা আমি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা থেকে সংগ্রহ করেছি। হাড়িভাঙ্গা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত আমের জাত। বারি৪ জাতের আম অনেক সুস্বাদু,এই জাতের আম অনেক বড় আকৃতির হয়ে থাকে। আমার বাগানে সর্বোচ্চ ৯০০ গ্রাম ওজনের আম পেয়েছিলাম। আমরুপালি এবং ল্যাংড়া জাতের আম অনেক সুস্বাদু। এখন ফাল্গুন মাস এই সময় আম গাছে মুকুল আসা শুরু করে আমারও কয়েকটি গাছে মুকুল আসা শুরু করছে। এজন্য গাছের বিশেষ পরিচর্যা করতে হয়।

Photo_1645369222877~2.png

লিচু গাছ

IMG_20220219_123629-01.jpeg

IMG_20220219_123523-01.jpeg

IMG_20220219_123926-01.jpeg

IMG_20220219_123933-01.jpeg

IMG_20220219_123528-01.jpeg

লিচু আমরা সবাই ভীষণ পছন্দ করি। দিনাজপুর আমাদের দেশে লিচুর জন্য বিখ্যাত।তাই আমার বাগানে লিচুর চারা গুলো দিনাজপুর থেকে সংগ্রহ করেছি।আমার বাগানে বোম্বাই এবং চায়না থ্রি জাতের লিচু গাছ আছে। গত বছর আমার গাছে কিছু লিচু ধরেছিল। গাছ ছোট থাকার জন্য বেশি লিচু নেইনি। মুকুল গুলো ভেঙে দিয়েছিলাম। এবার সবগুলো গাছে মুকুল আসা শুরু করতেছে। বাজারে চায়না থ্রি জাতের লিচু চাহিদা প্রচুর।তুলনামূলক দাম অনেক বেশি,খেতেও অনেক ভালো লাগে।

Photo_1645369222877~2.png

নারিকেল গাছ

IMG_20220219_123947-01.jpeg

IMG_20220219_123453-01.jpeg

শীতকালে নারিকেলের কথা মনে পরে বেশি আর অসুস্থ হলে ডাবের কথা। নারিকেল চারা রোপণের অনেক বছর পরে এর ফলন আসতে শুরু করে। আমার খুব ইচ্ছে ছিল ভিয়েতনামী জাতের কিছু নারিকেলের চারা লাগানোর কিন্তু এই জাতের চারা বাংলাদেশ আশানুরূপ ফলাফল পাওয়া যায় নি। সেজন্য আমি আর চারা রোপণের আগ্রহ পাইনি। আমি কয়েকটি নারিকেল গাছ লাগিয়েছে দেশী এবং লাল জাতের একটি নারিকেল গাছ। গাছগুলো হয়তো দশ বছরের আগে ফলন আশা করা যাবে না।

Photo_1645369222877~2.png

মালটা এবং কমলা গাছ

IMG_20220219_123230-01.jpeg

IMG_20220219_123242-01.jpeg

IMG_20220219_123253-01.jpeg

IMG_20220219_123247-01.jpeg

আমার বাগানে একটি মালটা এবং দুটি চায়না কমলা গাছ রয়েছে।এই গাছগুলোর সাথে আমরা তেমন একটা পরিচিত নই। এবারই প্রথম আমার মালটা গাছে ফুল এসেছে। এই ফুল দেখে সত্যিই আমি অনেক আনন্দিত। চায়না কমলা গাছে এর আগে ফুল এসেছিল কিন্তু সেগুলো ফল হওয়ার আগেই ঝরে পড়েছে।

Photo_1645369222877~2.png

পেঁপে গাছ

IMG_20220219_124106-01.jpeg

IMG_20220219_170439-01.jpeg

IMG_20220219_170917-01.jpeg

পেঁপে ভীষণ মিষ্টি এবং রসালো একটি ফল। পাকা পেঁপে খেতে অনেক মজা,তাছাড়া কাঁচা পেঁপের ভাজি এবং তরকারি খাওয়া যায়। আমার বাগানে কয়েকটি পেঁপে গাছ রয়েছে।তার মধ্যে দেশী এবং রেড লেডি জাতের চারাও রয়েছে।আমি মাঝেমাঝেই গাছের পাকা পেঁপে খাই। সেটা অনেক তৃপ্তি দেয় আমাকে।

Photo_1645369222877~2.png

পেয়ারা গাছ

IMG_20220219_123357-01.jpeg

IMG_20220219_123415-01.jpeg

আমি দুটি থাই জাতের পেয়ারা চারা রোপণ করেছি।চারা রোপণের দ্বিতীয় বছর থেকেই ফল আসা শুরু করেছে। এই জাতের পেয়ারা অনেক বড় আকৃতির এবং মিষ্টি হয়ে থাকে। এই চারাগুলো আমি দিনাজপুরের পার্বতীপুর থেকে সংগ্রহ করেছি।

Photo_1645369222877~2.png

আমড়া গাছ

IMG_20220219_123752-01.jpeg

আমড়া টকজাতীয় ফল হলেও মোটামুটি সব বয়সী মানুষই আমড়া খেতে খুব পছন্দ করে। বিভিন্ন জায়গায় ভ্রমণের সময় আমড়া বেশি খেয়ে থাকে। এখন শুষ্ক মৌসুম,তাই আমড়াগাছে কোন পাতা থাকে না।অনেকে হয়তো গাছটি দেখে ভাববেন এটি মারা গেছে। কিছুদিন পরেই গাছে আবার নতুন নতুন পাতা গজাবে।তখন পুরো গাছটি সবুজ হয়ে যাবে।

Photo_1645369222877~2.png

আনারস গাছ

IMG_20220219_123816-01.jpeg

IMG_20220219_123808-01.jpeg

বাংলাদেশের মধুপুর হচ্ছে আনারসের জন্য বিখ্যাত।যেহেতু আমার বাড়ি থেকে মধুপুরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার এবং আমার বাড়ি পাহাড়ি এলাকা হওয়ার সুবাদে আনারস চাষ অনেক সহজ ব্যাপার এখানে। এখানকার মাটি আনারস চাষের জন্য অনেক উপযোগী। আমি শখের বশেই কিছু আনারস গাছ লাগিয়েছি এবং বর্ষা মৌসুমে এই গাছের ফলন আসতে পারে।

Photo_1645369222877~2.png

ডালিম গাছ

IMG_20220219_124326.jpg

IMG_20220219_165714-01.jpeg

একটি ডালিম গাছ রোপণ করেছি। গতবছর গাছে ১৫ থেকে ১৬ টি ডালিম ধরেছিল। এখন গাছে কোন ডালিম নেই কিন্তু ফুল আসতে শুরু করেছে। ডালিম খাওয়ার চাইতে আমার কাছে গাছে ডালিম ধরে থাকে সেটা দেখতেই অনেক বেশি ভালো লাগে।

Photo_1645369222877~2.png

সাদা এলাচ গাছ

IMG_20220219_122630-01.jpeg

IMG_20220219_124439-01.jpeg

সাদা এলাচ ছাড়া রান্নাঘর অচল। সাদা এলাচ একটি ব্যয়বহুল মসলা। আমাদের বাংলাদেশে আগে সাদা এলাচ চাষ হতো না ইদানিং কিছু কিছু জায়গায় চাষ হচ্ছে। সাদা এলাচ ভারত থেকে আমদানি করা একটি মসলা। আমার খুব ইচ্ছে ছিল এই সাদা এলাচ গাছ আমি আমার বাড়িতে রোপন করব। গত দুই বছর আগে আমি ভারত থেকে আমার এক পরিচিত বন্ধুর মাধ্যমে সাদা এলাচ চারা জোগাড় করে,পরে আমি আমার বাড়িতে রোপণ করেছি। আমার গাছগুলো মোটামুটি পাঁচ ফুটের মতো লম্বা হয়েছে এখনো গাছে ফুল বা ফল আসেনি,আশা করতেছি হয়তো দু-এক বছরের মধ্যে ফুল ফল আসবে। অনেকেই গাছ দেখে হয়তো ভাববে এটা আদা গাছ। যদি আমার এই সাদা এলাচ গাছের ফলন আসে তাহলে ইচ্ছা আছে আমার এলাকার আশেপাশে এই গাছের চারা ছড়িয়ে দেওয়ার।

Photo_1645369222877~2.png

সুপারি গাছ

IMG_20220219_123438-01.jpeg

IMG_20220219_123425-01.jpeg

আমার সুপারি গাছ লাগানোর উদ্দেশ্য হলো সুপারি গাছ বাগান এবং বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করে। আমার বাগানের সীমানার খুব কাছাকাছি সারিবদ্ধ ভাবে বাইশটি সুপারি গাছ লাগিয়েছি।সারি সারি সুপারি গাছ দেখতে অনেক ভালো লাগে।

Photo_1645369222877~2.png

বিভিন্ন রকম সবজি

IMG_20220219_170002-01.jpeg

IMG_20220219_122745-01.jpeg

IMG_20220219_123015-01.jpeg

IMG_20220219_122716-01.jpeg

আমার বাগানে বিভিন্ন রকম সবজি চাষ করা হয় যেমন শিম,লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি। বর্তমানে শিম এবং লাউ গাছ রয়েছে এবং শিম গাছ থেকে এবছর অনেক পরিমাণে শিম পেয়েছি। নিজের বাগানের সবজি খাওয়ার তৃপ্তিই আলাদা।

Photo_1645369222877~2.png

অ্যালোভেরা এবং তুলসী গাছ

IMG_20220219_124143.jpg

IMG_20220219_122554-01.jpeg

আমার বাগানে বিভিন্ন ফুল, ফল এবং সবজির পাশাপাশি কয়েকটি ঔষধি গাছ লাগিয়েছি। যেমন নিম, অ্যালোভেরা এবং তুলসী গাছ রয়েছে।

Photo_1645369222877~2.png

গোলাপ এবং গাঁদা ফুল গাছ

IMG_20220219_171034.jpg

IMG_20220219_124300-01.jpeg

আমি কিছু ফুলের চারা রোপণ করেছি। যেমন গোলাপ, গাঁদা, বেলি, মোরগ ফুল ইত্যাদি।

Photo_1645369222877~2.png

আমার বাগানে এসবের পাশাপাশি লটকন, মেহেদী, কাঁঠাল, কলা, জলপাই,লেবু গাছ রয়েছে। ইচ্ছা আছে আরো অনেক জাতের গাছ লাগানোর। বাজারে যেসব ফল পাওয়া যায় সেসব ফলের চারা রোপন করার চেষ্টা করব আমি। কারণ আমি প্রকৃতি এবং বৃক্ষপ্রেমী মানুষ একজন। আমি যখনই সময় পাই তখনই বাগান পরিচর্যা নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে অনেক ধন্যবাদ।

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

ফটোগ্রাফার : @selimreza1
মোবাইল ক্যামেরা :i99
লোকেশন:টাঙ্গাইল https://w3w.co/wingspans.embroiled.surgeon

আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

Sort:  
 2 years ago 

অসাধারণ সুন্দর একটি পোস্ট ❣️
তোমার বাগান তো ফুলে ফলে সাজানো গোছানো, দেখে সত্যিই অসাধারণ লাগছে।
এধরনের চমৎকার পোস্ট আরো চাই👌
ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে 👌

নিজের বাগানে সময় কাটানো মজাই আলাদা। সকালে কয়েকটি তুলসীপাতা, নিম পাতা,নিসিন্দা পাতা ও দুটি ডায়াবেটিস পাতা দিয়ে খেয়ে নিলাম। মজাই আলাদা। আপনার বাগান আনন্দ আরোও বেশি মনে হচ্ছে। ভাল থাকুন।

 2 years ago 

আপনি এত সুন্দর বাগান দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। কি সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন একটি বাগান। তার মধ্যে নানা ধরনের গাছ দেখতে পেলাম। আম গাছ গুলো দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে আরো একটা কথা শুনে অবাক হলাম আপনার গাছে সর্বোচ্চ 900 গ্রাম ওজনের আম পেয়েছেন। আর গাছের পেয়ারা গুলো দেখতে খুবই সুন্দর লাগলো। আপনি অনেক যত্ন নিয়ে পুরো বাগান করেছেন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর দেখতে আপনার বাগান।
সত্যি আপনার বাগানের ফটো গুলো ভালই লাগল।
সুন্দর সাজানো গোছানো উপস্থাপনা করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

 2 years ago 

কি বলেন ভাই আমার বাসাও তো বদরগঞ্জ এই। আর হ্যা এটা অবশ্য ঠিক বলেছেন আমাদের এইদিকে হাড়িভাঙ্গা আমের জন্য বেশি বিখ্যাত। আর আপনার বাগান টা বেশ সুন্দর এবং প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল আপনার বাগানের। আসলে বাগান করা একটা শখের ব্যাপার। এবং এইসব বাগান থেকে বেশ ভালই ফল পাওয়া যায় এবং তৃপ্তি মত খাওয়া যায়।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাই

 2 years ago 

ফুলে ভরা, ফলে ভরা আপনার সুন্দর বাগানটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার বাগানে বিভিন্ন ধরনের গাছ রোপন করেছেন যা থেকে আপনি ফুল-ফল-সবজি সবই পাচ্ছেন। দেখে খুব ভালো লাগল এবং আপনার বাগান দেখে উদ্বুদ্ধ হলাম নিজের একটি বাগান তৈরি করব বলে। আপনার বাগানের ফটোগ্রাফি সত্যিই অসাধারণ হয়েছে। দোয়া করি, আপনার বাগানটিকে আরো সৌন্দর্যময় করে তুলুন। ভাল থাকবেন,সুস্থ থাকবেন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুনে খুবই খুশি হলাম যে আপনি বাগান করার ইচ্ছা পোষণ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ওয়াও! ভাই আপনি চমৎকার একটি বাগান করেছেন আপনার বাগানে অনেক প্রজাতির গাছ আছে দেখে খুব ভালো লাগলো। ফলমূলর গাছ যেরকম আছে পাশাপাশি ফুলের গাছে তেমনি শাকসবজির গাছও সবথেকে ভালো লেগেছে ঔষধি গাছগুলো। গাছ ভালবাসেনা এমন লোক পৃথিবীতে বিরল একদিকে যেমন গাছ আমাদের ফলমূল দেয় ছায়া দেয় অন্যদিকে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ধন্যবাদ এমন সুন্দর একটি বাগান আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই অসাধারণ মন্তব্যের জন্য

 2 years ago 
আপনার বাগান দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরিবেশকে সুন্দর রাখতে এরকম বাগান এবং আশেপাশের গাছ লাগানোর প্রয়োজন এতে আমাদের পরিবেশ অনেক সুন্দর হবে। ধন্যবাদ ভাইয়া আপনার বাগানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যি অনেক সুন্দর ছিল। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানাই,,,,

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার পোস্টে আমি দুইবার দেখেছি খুবই ভালো লাগছে আমার কাছে। আপনার বাগানে তো অনেক গাছের সমাহার দেখে খুবই ভালো লাগলো। আসলে গাছ হচ্ছে মানুষের প্রাকৃতিক বন্ধু। গাছ মানুষকে নিঃস্বার্থ ভাবে ফল-ফুল ছায়া অক্সিজেন প্রদান করে থাকে। পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। আপনি চমৎকার বাগান গড়ে তুলেছেন। আমাদের সবার উচিত আপনার মতন গাছ রোপন করা। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।খুব ভালো লাগলো যে আমার পোস্টে আপনি খুব গুরুত্ব সহকারে পড়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই অনেক দূর এগিয়ে যান

 2 years ago 

বাগান করা অনেক ভালো একটি সখ। আর নিজের বাগানের ফল খাওয়ার মজাই আলাদা। আপনার বাগানে অনেক রকম ফল এবং সবজির গাছ দেখতে পেলাম। বিভিন্ন জায়গা থেকে সব ভাল ভাল জাতের চারা সংগ্রহ করেছেন আপনি। ইতিমধ্যে ফলও খেয়েছেন অনেক গাছের। আমি মনে করি অবসর সময়কে কাজে লাগানোর জন্য বাগান করা হচ্ছে একটি সেরা পদ্ধতি। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।সময় নিয়ে আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44