Diy ||| এসো নিজে করি ||| বুকমার্ক।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।প্রত্যাশা করছি সকল ভাই বোনেরা সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

Messenger_creation_bd219ec8-fdeb-4977-a146-fea3153246e1.jpeg


আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগ রঙিন কাগজ দিয়ে আকর্ষণীয় বুকমার্ক এর ডাইপোস্ট।বাচ্চারা যতই স্কুল কোচিং অথবা বাসায় টিচারের কাছে পড়ুক না কেন সেই পড়ায় শেষ নয়। তারপরও সন্তানদের বাসায় মায়ের কাছে কিছুটা হলেও সেই পড়াগুলো পড়ে কমপ্লিট করতে হয়। আর মায়ের কাছে পড়তে গেলে নানান রকমের বায়না ধরে তখন তারা। সেই বাচ্চাদের সন্তুষ্ট করতে বা তাদের আনন্দ দিতে মাও বিভিন্ন পদক্ষেপ করে থাকে যাতে তার সন্তানটি পড়ার প্রতি আকৃষ্ট হয়। লেখাপড়ার মাধ্যমে একটি সন্তান আদর্শ ভাবে গড়ে উঠতে পারে তাইতো প্রত্যেকটি গার্ডিয়ান বা অভিভাবক চায় তার সন্তান আদর্শ ভাবে গড়ে ওঠুক।একটি সন্তান আদর্শ ভাবে গড়ে উঠতে গেলে মা-বাবার সেই সন্তানের প্রতি সবদিকে খেয়াল রাখতে হয় সন্তান কিভাবে পড়ার প্রতি মনোযোগ আসে। তাইতো ছেলে যখন পড়ছিল পড়ার টেবিলে বারবার দুষ্টুমি করছিল এবং বইয়ের পেজগুলো বারবার উঠছিল তাই ওকে বললাম তুমি ভালো করে পড়ো আমি তোমাকে সুন্দর একটি জিনিস তৈরি করে দিচ্ছি। বুকমার্কটি যখন তৈরি করছিলাম এবং ওর বইতে এডজাস্ট করে দিচ্ছিলাম তখন আমার ছেলে প্রচন্ড খুশি হয়েছিল এবং মনোযোগ দিয়ে পড়ছিল। আসলে ছোট মানুষ অল্পতেই খুশি তাদের খুশি করতে অনেক বড় জিনিসের প্রয়োজন হয় না। হ্যাঁ ঠিক ধরেছেন আমি আজ আপনাদের মাঝে ঝটপট তৈরি করে নিয়ে হাজির হয়েছে একটি বুকমার্ক। চলুন আর কথা না বাড়িয়ে এই বুকমার্কটি কিভাবে তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে তা দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।রঙ্গিন কাগজ।
২।কলম।
৩।স্কেল ।
৪।মার্কার প্যান।
৫।টিপ।

Messenger_creation_6c4a3733-ea09-40f5-8862-2b1adbacc4f8.jpegMessenger_creation_74885074-9a65-48ff-92c0-ee346436c8f2.jpeg
Messenger_creation_c31d38e9-b32c-4e97-90fd-c8e6e036e662.jpegMessenger_creation_1cfb527c-f22e-42f5-ab34-53af1d569b06.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔴প্রথম ধাপ🔴

Messenger_creation_08ff62ad-972b-480d-ae62-1ded7abfc9e2.jpeg

প্রথমে একটি রঙ্গিন কাগজ সব সাইডে সমান রেখে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

🔴দ্বিতীয় ধাপ🔴

Messenger_creation_76bf12ad-6414-47f5-92cb-937600ee5c89.jpeg

এবার সেই রঙিন কাগজটির মাঝে সমান করে ভাঁজ করে নিয়েছি।

🔴তৃতীয় ধাপ🔴

Messenger_creation_0ffa55d0-5ed3-482e-9692-fa0d884b76be.jpeg

ঠিক একই ভাবে অপর প্রান্তেও ভাঁজ করে নিয়েছি।

🔴চতুর্থ ধাপ🔴

Messenger_creation_3a19d990-8b45-447b-9628-c1741b2f9671.jpeg

এবার ওপরে দুই সাইডের অংশে ভাঁজ করে নিয়েছি ।

🔴পঞ্চম ধাপ🔴

Messenger_creation_72a192c4-2747-473b-82a0-617ed20e6d30.jpeg

ভাঁজ করা অংশটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

🔴ষষ্ঠ ধাপ🔴

Messenger_creation_aaa1e63f-ea08-45da-a894-79d23f467ba4.jpeg

এবার কেটে নেওয়া অবশিষ্ট অংশটি কাগজের ঠিক মাঝের অংশে ভাঁজ করে নিয়েছি ।

🔴সপ্তম ধাপ🔴

Messenger_creation_2c55d419-3762-4884-b551-e4412848c671.jpeg

ভাঁজ করা কাগজটি এবার এক সাইডে আবারও ভাঁজ করে নিয়েছি।

🔴অষ্টম ধাপ🔴

Messenger_creation_6c4ef68b-e94e-4269-9b90-3054e02781b7.jpeg

Messenger_creation_3f58a974-1fc2-4001-ba99-ff45446e57b7.jpeg

এবার ভাঁজের অংশটি অপর প্রান্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে একটি বুক মার্ক তৈরি করে নিয়েছি।

🔴নবম ধাপ🔴

Messenger_creation_36944238-3909-4382-8486-6a50b6b1699b.jpeg

এবার একটি স্কেল ও কলমের সাহায্যে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি।

🔴দশম ধাপ🔴

Messenger_creation_808a2b68-d230-4e8b-bcaa-06f21954d32e.jpeg

মার্কার প্যান দিয়ে আবারো গাড়ো করে একেঁ নিয়েছি ।

🔴এগারো তম ধাপ🔴

Messenger_creation_c48191d3-8086-4090-9422-7d45d175a554.jpeg

বুকমার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য তার মাঝে কিছু কালোটিপ দিয়ে দিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার সুন্দর একটি "বুকমার্ক"।এবার এই "বুকমার্ক" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjW7B16raykpRBBtyTQUFW7XGr7xZVLeBTFHMesz1y1YLMaRCqSDdTKqZZEuy...UDd94nf5tGguVVRooGELhKEmtBPjAkNGMsJyyMmhVnaHysGw6KxEdaBokPwW3W6CTvkv3wdBawHctPTTTnJdnpG8WRP1AXmDvTsKP94X1E3EZ5ujgXWURN5fJ6.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

Sort:  

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.

@tipu curate

 2 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু প্রত্যেকটা গার্ডিয়ান চায় তাদের সন্তান ভালোভাবে বেড়ে উঠুক। আপু আপনার তৈরি করা বুকমার্ক খুবই সুন্দর হয়েছে। দেখতে যেমন আকর্ষণীয় লাগছে তেমনি সুন্দর করে উপস্থাপন করেছেন।

 2 months ago 

আমার বুকমার্কটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 2 months ago 

টিপ ব্যবহার করে দারুন বুক মার্ক তৈরি করেছেন আপু। এখানে সবাই অনেক সুন্দর সুন্দর বুকমার্ক তৈরি করে। আপনার বুক মার্ক তৈরির প্রতিটি ধাপ দেখে সহজেই শিখে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন প্রতিটি বাবা মায়েরা চায় তার সন্তান পড়ালেখার মাধ্যমে সুন্দর ভাবে গড়ে উঠুক। আর বাচ্চারা পড়তে গেলে সব সময় নানা রকম বায়না ধরে। তাই তাদের সন্তুষ্ট করার জন্য বাবা মারা পড়ালেখায় আগ্রহ করার জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। যেমন আপনি আপনার সন্তানের জন্য রঙিন কাগজ দিয়ে অসাধারণ বুকমার্ক তৈরি করেছেন এবং খুব সহজ করে তুলে ধরেছেন। আমরা চাইলে আমাদের জন্য বানিয়ে নিতে পারবো।

 2 months ago 

গঠনমূলক মন্তব্য করে উৎস দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট করেছেন। আপনার এই বুকমার্ক তৈরী টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে আমার অনেক ভালো লাগে। ভালো লাগলো এমন সুন্দর একটি বুকমার্ক দেখে।

 2 months ago 

ঠিক বলেছেন আপু। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে।

 2 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর বুকমার্ক তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বাজার থেকে বুকমার্ক কিনে ব্যবহার করার থেকে নিজে তৈরি করে ব্যবহার করাই ভালো। পদ্ধতিটা আপনার পোষ্টের মাধ্যমে আমিও শিখে নিলাম।

 2 months ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

একেই বলে সৃজনশীলতা। নিজের ব্যবহার করা কালোটিপ গুলো কাজে লাগিয়ে দারুন একটি বুকমার্ক তৈরী করে ফেললেন। বইয়ের কোণায় মধ্যে লাগালে দেখতে দারুন লাগছে। বিষয়টা দারুন ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 2 months ago 

আমার বুকমার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই।

 2 months ago 

এটা ঠিক বলেছেন ছোট বাচ্চাদের পড়াতে মায়ের ভূমিকা বেশি। আর ছোট বাচ্চাদের আকৃষ্ট করতে অনেক কিছু করতে হয় মায়েদের। যাইহোক আজকে আপনি বুকমার্ক তৈরি করেছেন খুব সুন্দর করে। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে তবে চমৎকার লাগে। আর আমাদের জরুরি কিছু বই বা কিছু পড়তে এই বুকমার্ক এর প্রয়োজন বেশি হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 months ago 

অনেক সুন্দর গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়া জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনি একদমই ঠিক বলেছেন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের মায়েরাই বেশি ভূমিকা পালন করে৷ কারণ মা ছাড়া তারা কারো কাছে পড়তে চায় না৷ অথবা পড়ার মানসিকতা থাকে না৷ যাইহোক আজকে আপনি খুবই সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন এবং এই সুন্দর বুকমার্ক তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 months ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি বুক মার্কটি দেখতে বেশ সুন্দর লাগছে। তৈরীর পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার করা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আমার ডাই পোস্টটি আপনার দেখতে ভালো লেগেছে যেন অনেক ভালো লাগলো।

 2 months ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65941.36
ETH 2622.37
USDT 1.00
SBD 2.67