দাদা পুরো বিষয় টা পড়ে খুব খারাপ লেগেছে।বিশেষ করে টিনটিন বাবার জন্য । বেচারা এইটুকু বাচ্চা কতো না কষ্ট পেলো।আর দাদা এইটা ভাইরাস জ্বর যাদের বাসায় আসে একবার সবাইকে ধরে এরপর ছাড়ে।আমাদের বাসায়ও কিছু দিন এই অবস্থা গিয়েছে।দাদা টেনশন করবেন না। আর দাদা ঔষধ এর পাশাপাশি আদা লেবুর রস ও লবঙ্গ দিয়ে চা করে খান কাশি আর ঠান্ডা টা কমে যাবে।দাদা দুআ করি আপনি এবং বাসার সবাই যেনও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।