দাদা আপনার লিখা সঙ্গী কবিতা টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি লাই বেশ অসাধারণ হয়েছে দাদা।
আমার এক চোখে হাসি, আরেক চোখে জল
তোর বিহনে, তোকে ছাড়া বন্ধু বাঁচবো কি করে বল ?
দাদা আমার কাছে এই লাইনটা বেশি ভালো লেগেছে। প্রিয় মানুষ টা কে বাঁচা অসম্ভব দাদা।এক মহূর্ত কথা না বলে থাকাই যায় না।
দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।