🧆সুস্বাদু স্পেশাল সেমাই পিঠা রেসিপি🧆।🌺প্রিয়@shy-fox 10% beneficiary।🌺

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

Picsart_22-05-11_20-28-53-874.jpg

আজকে আমি@santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম একটি নতুন পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট করবো। ঈদের স্পেশাল সেমাই পিঠা। আমি ঈদে আপনাদের সাথে রেসিপি টা শেয়ার করতে পারিনি আমার কিছু সমস্যার জন্য।আর এই সেমাই পিঠা রেসিপি টা খেতে অসম্ভব মজাদার হয়। আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না। এই সেমাই পিঠা রেসিপি টা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে। আমি বেশ অনেকটা খেয়েছি,আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।
চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের মজাদার সেমাই পিঠা রেসিপি।

স্পেশাল সেমাই পিঠা রেসিপি

IMG_20220427_222628.jpg

উপকরণ সমূহপরিমাণ
১.সেমাই৪০০ গ্রাম।
২. ডিমএকটি।
৩.কাজুবাদাম৮টি।
৪.কাঠবাদাম৮ টি।
৫.গুঁড়া দুধ৬ চামচ।
৬.কনডেন্সড মিল্ক দুধ৬ চামচ।
৭.গরুর দুধ৫০০ গ্রাম।
৮.নারিকেলহাফ কাপ।
৯.ময়দাহাফ কাপ।
১০.চিনিপরিমাণ মতো।
১১.ঘি৪ চামচ।
১২. সয়াবিন তেলপরিমাণ মতো।
১৩.দারুচিনি ও এলাচিপরিমাণ মতো।

IMG_20220427_222943.jpg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপঃ

IMG_20220427_222720.jpg

IMG_20220427_222704.jpg

IMG_20220427_222643.jpg

সবার প্রথমে চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিব।এরপর হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে এতে ৪০০ গ্রাম সেমাই দিয়ে সিদ্ধ করে নিবো। সিদ্ধ হলে এরপর সেমাই থেকে পানি ছেঁকে নিয়ে নিবো।

দ্বিতীয় ধাপঃ

IMG_20220427_222753.jpg

এখন ছয় চামচ গুঁড়ো দুধ নিয়ে নিবো। এরপর কাজুবাদাম ও কাঠবাদাম এক সাথে করে গুঁড়ো করে নিয়ে নিবো। আর এলাচি ও দারচিনি টুকরো এক সাথে সব নিয়ে নিবো।

তৃতীয় ধাপঃ

IMG_20220427_222858.jpg

এবার একটি থালায় ময়দা,নারিকেল চিনি ও কনডেন্সড মিল্ক দুধ এক সাথে সব নিয়ে নিবো।

চতুর্থ ধাপঃ

IMG_20220427_222628.jpg

IMG_20220427_222614.jpg

এখন ছেঁকে রাখা সেমাই নিয়ে এবার আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিবো। এখন হাত দিয়ে ডিম টা সেমাই এর সাথে ভাল করে মাখিয়ে নিবো।

পঞ্চম ধাপঃ

IMG_20220427_222559.jpg

IMG_20220427_222533.jpg

এরপর গুঁড়ো দুধ কাজুবাদাম ও কাঠবাদাম এক সাথে দিয়ে একটু মাখিয়ে নিবো।

ষষ্ঠ ধাপঃ

IMG_20220427_222513.jpg

IMG_20220427_222500.jpg

IMG_20220427_222439.jpg

এখন আবার নারিকেল, ময়দা ও চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিবো।

সপ্তম ধাপঃ

IMG_20220427_222423.jpg

IMG_20220427_222402.jpg

IMG_20220427_222350.jpg

এখন চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিবো। এরপর এতে ঘি ও পরিমাণ মতো তেল দিয়ে দিবো। এবার মাখিয়ে রাখা সেমাই কে হাত দিয়ে গোল গোল করে তেলে দিয়ে দিবো।

অষ্টম ধাপঃ

IMG_20220427_222327.jpg

IMG_20220427_222254.jpg

এবার সেমাই পিঠা গুলো এক পাশে ভাজা হলে অন্য পাশে ভেজে নামিয়ে রাখি একটি থালায়।

নবম ধাপঃ

IMG_20220427_222239.jpg

IMG_20220427_222227.jpg

চুলায় ৫০০ গ্রাম দুধ বসিয়ে একটু গরম হলে এতে এলাচি ও দারচিনি দিয়ে দিবো। এরপর দুই মিনিট জ্বাল করে নিবো।

দশম ধাপঃ

IMG_20220427_222211.jpg

IMG_20220427_222146.jpg

IMG_20220427_222129.jpg

IMG_20220427_222054.jpg

দুধ দুই মিনিট জ্বাল হলে এতে আমি গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক দুধ দিয়ে আবার দুই মিনিট জ্বাল করে নিবো।

দুঃখের বিষয় হল কি দুধ জ্বাল করতে করতে আমাদের বাসার গ্যাস শেষ হয়ে যায় 😥।তাই আবার মাটির চুলায় নিয়ে গিয়ে রান্না করতে হয়েছে।

একাদশ ধাপঃ

IMG_20220427_222116.jpg

IMG_20220427_222035.jpg

এখন দুধ জ্বাল হলে এতে আমি ভেজে রাখা সেমাই পিঠা গুলো দিয়ে দিবো।

দ্বাদশ ধাপঃ

IMG_20220427_221941.jpg

সেমাই পিঠা গুলো আমি আবার পাঁচ মিনিটের মতো করে রান্না করে নিয়েছি। পিঠা গুলো যখন হাত দিয়ে ধরলেই ভেঙে যায় তখন বুঝবো হয়েছে।

IMG_20220427_221830.jpg

IMG_20220427_221810.jpg

IMG_20220427_221746.jpg

এখন পরিবেশনের জন্য আমি সেমাই পিঠা নিয়ে কাজুবাদাম ও কাঠবাদাম দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম।

আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপি টা কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে।

আজকে পর্যন্ত বিদায় নিলাম।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। 🙏দয়া করে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏
Sort:  
 2 years ago 

সুস্বাদু স্পেশাল সেমাই পিঠা রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে আপু। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

মিষ্টি জাতীয় জিনিস খেতে আমিও তেমন পছন্দ করি না। কিন্তু আপনার রেসিপিটি দেখতে লোভনীয় দেখাচ্ছে আপু ।আমার মনে হচ্ছে এটি খুবই সুস্বাদু হয়েছে। দুধ সেমাই এর এমন মাখানো একটি রেসিপি দেখে ই ইচ্ছে করতেছে খেয়ে ফেলতে।

 2 years ago 

খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন। কখনোই এভাবে সেমাই পিঠা খাওয়া হয়নি তবে আপনার এই পিঠা রেসিপি দেখে রেসিপিটি শিখে নিলাম বাসায় ট্রাই করে দেখতে হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন তো । এইভাবে সেমাই রান্না করা তো কখনো দেখিনি । আপনার সেমাই পিঠা দেখে মনে হচ্ছে সত্যিই সুস্বাদু হয়েছে খেতে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

জি ভাইয়া খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছে। ভাইয়া বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন। খুব ভালো লাগবে আরও বেশি ভালো লাগে এই রেসিপির সুগন্ধটা। অনেক ধন্যবাদ ভাইয়া মতামত দিয়ে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ঈদ স্পেশাল সেমাই পিঠা রেসিপি শেয়ার করেছেন। আপনার এই স্পেশাল সেমাই পিঠা রেসিপি দেখে বোঝা যাচ্ছে রেসিপি অনেক বেশি সুস্বাদু ছিল সেই সাথে লোভনীয়। মাঝে মাঝে এরকম ইউনিট ধরনের রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা দুষ্কর। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

প্রিয় আপু মনি, সত্যি বলতে আমিও মিষ্টির কারণে সেমাই খেতে পারি না, তবে আপনার এই সেমাই পিঠা রেসিপি আমারও খুব কাজে আসবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মনি এমন সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য, রেসিপিটি আমার অনেক উপকারে আসবে।

 2 years ago 

আপনার সেমাই পিঠাগুলো দেখে তো আমারও জিভে জল চলে এসেছে। ইচ্ছে করছে এখনই কয়েকটা টেস্ট করে দেখি। খুবই লোভনীয় লাগছে দেখতে। আপনি চমৎকারভাবে সম্পূর্ণ রেসিপি টি আমাদের সাথে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ওমাগো কি মজাদার সেমাই পিঠা রেসিপি শেয়ার করলেন দেখে তো জিভে জল চলে আসলো ইচ্ছে করছে তুলে খেতে শুরু করে উচিত ছিল আগে সবার দাওয়াত করে তারপরে রেসিপিটি শেয়ার করার

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57946.22
ETH 3059.94
USDT 1.00
SBD 2.34