🦋ডাই ক্লে দিয়ে প্রজাপতি তৈরি।🦋
আসসালামু আলাইকুম/আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি।
আজকে আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকে কিন্তু আমি একটি ডাই পোস্ট নিয়ে এলাম।ক্লে দিয়ে প্রজাপতি তৈরি। আসলে ক্লে দিয়ে তেমন ভালো একটা কিছু তৈরি করতে পারি না। তবে আপনাদের সবার থেকে দেখে উৎসাহ পেয়ে। আমিও আজকে একটি প্রজাপতি তৈরি করে নিলাম। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে। তবে ইনশাআল্লাহ আরও কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।চলুন তাহলে শুরু করি আজকের পোস্ট।
- ক্লে বিভিন্ন রঙের।
- ঝাড়ুর শলা।
প্রথমে চারটি রঙের ক্লে নিয়ে নিলাম। এবার গোলাপি রঙের ক্লে নিয়ে গোল করে নিয়ে নিবও দুই হাত দিয়ে।
এবার বেগুনি রঙের ক্লে নিয়ে গোল করে নিয়ে নিবও। এরপর হাতে চেপে গোল করে নিয়ে লাগিয়ে দিবও।
এখন আবার একই ভাবে গোল করে নিবও। সবুজ রঙের ক্লে দিয়ে। তারপর আগের টার সাথে লাগিয়ে দিবও।
এখন লাল রঙের ক্লে দিয়ে আবার প্রজাপতির শরীল টা তৈরি করে নিলাম।
এখন হলুদ রঙের ক্লে নিয়ে প্রজাপতির পাখা তৈরি করে নিয়ে নিবও।
ঠিক একই ভাবে সবগুলো পাখা তৈরি করে নিবও।
এখন কালো রঙের ক্লে দিয়ে চোখ এবং মুখ তৈরি করে নিবও।
আবার সাদা ক্লে দিয়ে চোখের সাদা অংশ দিয়ে দিবও। এরপর ঝাড়ুর শলা দিয়ে প্রজাপতির শিং গুলো তৈরি করে নিবও লাল ক্লে সাথে দিয়ে।
পরিশেষে কিছু ফটোগ্রাফি করে নিলাম। দেখতে কিন্তু অনেক কিউট লাগছিলও। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে ক্লে দিয়ে তৈরি প্রজাপতি টা।কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আমার নাম শান্তা হাবিব। আব্বুর আদরের মেয়ে ছিলাম তাই আব্বুর নামের সাথে মিল রেখে আমার নাম।আমার স্টিমিট আইডি @santa14।আমি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে জয়েন করেছি।আমি বাংলাদেশের ব্রাক্ষণবাড়িয়া জেলায় থাকি।আমি একজন ছাএী ডিগ্রিতে পড়াশোনা করছি।আমি গান করতে অনেক বেশি ভালোবাসি।তার পাশাপাশি রান্না করতে আর নতুন কিছু শিখতে পছন্দ করি।ফটোগ্রাফি,আর্ট,ডাই করতে বেশি পছন্দ করি।ঘুরাঘুরি করতেও খুব ভালোবাসি যদিও তা বেশি হয়ে উঠে না।আমার বাংলা ব্লগ কে অনেক বেশি ভালবাসি কারণ এখানে নিজের মাতৃভাষায় লিখতে পারি।
ক্লে দিয়ে আপনি অসাধারণ একটি প্রজাপতি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে সবাই ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে।ক্লে দিয়ে যে কোনো জিনিস তৈরি করে দেখতে খুব চমৎকার লাগে। অনেক ধন্যবাদ আপু ধাপে ধাপে খুব সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই প্রজাপতি তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ডাই ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি প্রজাপতি তৈরি করার পরে অনেক সুন্দর ভাবে গাছের ডালে বসিয়ে রেখে ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।
চমৎকার একটি প্রজাপতি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার তৈরি করা এই ক্লে দিয়ে বানানো প্রজাপতি। আসলে বেশ কিছুদিন ধরে দেখছি এই উপাদানের সমন্বয়ে অনেকেই অনেক কিছু তৈরি করে দেখাচ্ছেন। বেশ ভালো লাগে এই জাতীয় পোস্টগুলোতে দেখে।
বাহ। কী সুন্দর রঙিন প্রজাপতি বানিয়েছেন ক্লে দিয়ে৷ ক্লের এই কাজগুলো খুব মনোরম হয়ে থাকে। করার সময় নিজের বয়স যেন অনেকটাই কমে যায়৷ রঙের চয়েস খুব ভালো করেছেন। পাশাপাশি প্রতিটা রঙই একে অপরের উজ্জ্বলতা বাড়িয়েছে৷
ক্লে দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে অসাধারণ লাগে।খুবই নিখুঁত হাতে প্রজাপতি তৈরি করেছেন আপু।প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।যা দেখে সহজেই কেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে আজকে আপনি অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করে দেখিয়েছেন। আপনার এত চমৎকার প্রজাপতি তৈরি করতে দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর হয়েছে আপনার প্রজাপতিটা।
বাহ, অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে প্রজাপতি তৈরি করেছেন আপু। প্রজাপতিটা গাছের মধ্যে রেখে দারুন ভাবে ফটোগ্রাফি ধারণ করেছেন। দেখে মনে হচ্ছে একদম বাস্তবের প্রজাপতি। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আমি তো ডালের মধ্যে বসে থাকা দেখে মনে করলাম বাস্তব প্রজাপতি হবে। আপনি দেখতেছি ক্লে দিয়ে খুব সুন্দর প্রজাপতি বানিয়েছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার প্রজাপতির ডানাগুলো বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।