অনেকদিন পর প্রিয় বন্ধুগুলোর সাথে দেখা।।১০% বেনিফিশিয়ার @shy-fox।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট করতে যাচ্ছি। আজ এত ব্যস্ততার মাঝে ভেবেছিলাম পোস্ট করব না। তাও করতে বসে পড়লাম!

গত ১ বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। যার ফলে আমরা বিদ্যালয়ে যেতে পারছিনা। আমার বিদ্যালয়ে অনেক বন্ধু রয়েছে যাদেরকে আমি অনেক ভালোবাসি। কিন্তুু বিদ্যালয় বন্ধের কারণে তাদের সাথে কোন দেখা সাক্ষাৎ হয় না।

1624516805591.jpg
লোকেশন -https://w3w.co/elects.vials.reassured

পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এসাইনমেন্ট দিয়েছে৷ যা আমরা প্রতি সপ্তাহে বিদ্যালয়ে জমা দেই। আজ বুধবার, যা আমাদের এসাইনমেন্ট জমা প্রদানের তারিখ। আজ আমি সকালে ঘুম থেকে ওঠে ভাত খেয়ে চলে যাই আমার বন্ধুর বাসায়। তারপর আমাদের বিদ্যালয়ে যেতে যেতে ১১.৩০ এর মতো বেজে যায়। তারপর আমি আমার প্রায় সব বন্ধুদের সাথে দেখা করি। অনেকের সাথে প্রায় ১বছর ৫ মাস হয়ে গেছে দেখা হয় না। তাদের প্রচুর পরিমাণে আমি মিস করি। তাই এসাইনমেন্টের কল্যাণে আমরা আবার একসাথে মিলিত হই। তো যাই হোক বেলা ১২ টায় আমাদের সকল বন্ধু বিদ্যালয়ে চলে আসে। তারপর আমি একে একে সবার সাথে কথাবলি। সবার সাথে যোগাযোগ রাখতে আমি অনেক ভালোবাসি। সবার সাথে অনেক গল্প হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা কোন এসাইনমেন্ট জমা দিতে পারি নি। তার কারণ আমরা ক্লাস-১০ এ পড়ি। ক্লাস -৬ থেকে এসাইনমেন্ট নেওয়া শুরু করেছে তাই আমাদের সবার শেষে এসাইনমেন্ট জমা দিতে হবে। তাই আমি ও আমার বন্ধুরা একটু বিদ্যালয়ে ঘুরাঘুরি করি!

1629271190473.jpg

লোকেশন - https://w3w.co/phonebook.dominated.toil

সবার সামনে যাকে দেখছেন সে আমার খুবই কাছের বন্ধু। বিগত ১০ বছর যাবত আমি তারসাথে পড়াশোনা করি। তার সাথে খেলাধূলা করে আমি বড় হয়েছি। এরপরের ৩ জনও আমার অনেক কাছের বন্ধু। সবচেয়ে বড় কথা হলো এত বছর হয়ে যাওয়ার পরেও আমাদের বন্ধুত্ব টিকে আছে।
ইনশাআল্লাহ এভাবেই ঠিকে থাকবে৷ তো তারপর ১ টা বেজে যায়, আমি নামাজ আদায় করি। নামাজ পড়ে আসে দেখি এসাইনমেন্ট নেওয়া শুরু হয়েছে। প্রথমেই আমি গণিত এসাইনমেন্ট জমা দেই। তারপর সমাজ এসাইনমেন্ট জমা দেই। এরপর আরেকটু সামনের ক্লাসে গিয়ে বাংলা জমা দেই।

IMG_20210818_142214.jpg
লোকেশন-https://w3w.co/laughing.thorax.warms

IMG_20210818_123825.jpg

লোকেশন-https://w3w.co/exercising.excite.machines

এরপরে আবার একটু হাঁটাহাটি করি। এবং এই সময় আমি কিছু ছবি তুলি। এইযে ছবিগুলো দেখছেন এটা আমার বিদ্যালয়ের একটি গাছের নিছে থেকে তোলা। এই জায়গাটা মায়াতুলি নামে পরিচিত। এখানে প্রচন্ড বাতাস আসে। যার ফলে গরমের মাঝেও আনন্দ পাওয়া যায়। গরমের কথা বলতে গেলে আজকের আবহাওয়া অনেকটা গরম। কিন্তুু হঠাৎ করেই বৃষ্টি নেমে আসে৷

1629280662538.jpg
লোকেশন-https://w3w.co/pick.inkling.segmented

এখন আমরা ক্লাসে অবস্থান করছি। আমার সাথে যে রয়েছে সে আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হিসেবে পরিচিত। তাকে ক্লাসের টপার বলে মানুষ। যাইহোক সে আমার একজন ভালো বন্ধু। তো তার সাথে আমি একটি সেলফি নেই। এই সেলফিটা নেওয়ার সময় স্যার কি জানি একটা কাজ করছিল আমি চট করে একটা সেলফি নিয়ে ফেলি। স্যার দেখতে পেলে অনেক বকা খেতাম আরকি। তো যাইহোক আমাদের আর মাত্র দুইটি এসাইনমেন্ট দিতে হবে। আমরা অধির আগ্রহে বসে আছি। আমাদের ম্যাডাম একটু কাজ করছিল আমাদের এসাইনমেন্ট নিয়ে। এরপর ফাইনালি আমরা সফলভাবে আমাদের এসাইনমেন্ট জমা দেই। আলহামদুলিল্লাহ। কিন্তুু এত দেরি হওয়ার কারনে আম্মু আবার আমাকে কল দেয়। তারপর আমি বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় চলে আসি।

আজকের দিনটা আমার জন্য অনেক ভালোছিল। বন্ধুরা পাশে থাকলে যেকোন স্হানে আনন্দ হবেই। আজকের এইদিনটা নিজের স্মৃতির সাথে জড়িয়ে রাখতে একটি পোস্ট করলাম। এমন দিনগুলো আমি সব সময় চাই। সুখে থাকুক পৃথিবীর প্রতিটি মানুষ।

আমাকে নিয়ে কিছু কথা....

আমার নাম সামিন। আমি একজন বাংলাদেশি। আমি ছবি তুলতে ভালোবাসি। আমি মুসলিম!

তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আজকের পোস্ট ভালো লাগলে অবশ্যই ভোট ও কমেন্ট করবেন

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনার বন্ধুত্ব চিরজীবন অটুট থাকুক, শুভ কামনা রইলো 🥀

 3 years ago 

ইনশাআল্লাহ

 3 years ago 

অসাধারণ অনুভূতি ব্যক্ত করেছেন জয় হোক বন্ধুত্বের আপনার লেখাটি অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনাকে শুভকামনা রইলI♥

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Thanks

 3 years ago 

বাগুস পোস্টিংন্যা সেবুয়া দিহিয়াসি
ফোটো গ্রাফি ক্যান্টিক বাঙ্গেট ইয়া কাউক গ্যান্টেং বাঙ্গেট সিহ জাদি ন্যাপসিরান্ডেহ
সায়া সুকা বাঙ্গেতে সামা পো
তেরিমাকাসিহ ইয়া মাস 👍

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51