লেভেল ওয়ানে আমার অর্জন @shy-fox 10% beneficiary

আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভাল আছেন।কিছুদিন আগে আমি abb-school লেভেল ওয়ানের ক্লাস করি । সেখানে স্টিমের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি । আজ আমি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিচ্ছি । আর পর্যায়ক্রমে সেই বিষয় গুলো সম্পর্কে নিন্মে বর্ণনা করছি ।

স্টিমিটে কিভাবে পোস্ট করতে হয়
স্টিমিটে বিভিন্ন কমিউনিটিতে পোস্ট করা যায় । তবে মনে রাখতে হবে ২৫৫ ক্যারেক্টার মধ্যেই টাইটেল লিখতে হবে ।এবং বডিতে ৬৫০০০ বেশি ক্যারেক্টার লেখা যাবে। পোষ্টকে আকর্ষণী করার জন্য ইমেজ দেওয়া যাবে। যদি কোন ইমেজ আমরা কোন ওয়েবসাইট থেকে নিয়ে থাকি তাহলে সেই ইমেজের লিংক দিতে হবে ।

বডির শেষের অংশে কন্টেন্টটি সুন্দর করার জন্য আপনার সংক্ষিপ্ত পরিচিতি ও ফুটনোট দিতে পারেন।

কপিরাইট ফ্রি ৩ টি ফটো ওয়েবসাইটের নাম
Pixel
pixabay
Unsplash

এই সাইট গুলো থেকে কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায় ।

ট্যাগ
মনে রাখতে হবে পোস্ট এর সাথে সম্পৃক্ত ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন কোথাও ঘুরতে গিয়েছি সেই রিলেটেড ট্যাগ দিতে হবে । বড় অক্ষরের বা নিউমিরিকাল সংখ্যা দ্বারা ট্যাগ লেখা যাবে না ।আর কোন কমিউনিটিতে পোস্ট করা হয় তাহলে ৭ টি ট্যাগের বেশি ব্যবহার করতে পারবেন না ।

আর একটি বিষয় মাথায় রাখতে হবে যদি দুর্ঘটনা মূলক বা প্রাণী হত্যা এধরণের কিছু পোস্ট করলে অবশ্যই nsfw ট্যাগ ব্যবহার করতে হবে ।

আর আমার বাংলা ব্লগে পোস্ট করতে গেলে অবশ্যই steemexclusive ট্যাগ ব্যবহার করতে হবে । steemexclusive ট্যাগ ব্যবহার করার মেইন কারণ সেই পোস্টটি অন্য কোন সোশ্যাল মিডিয়া আগে পোস্ট করা হয় নি ।এটা শুধু স্টিমিটেই পোস্ট করা হয়েছে।

স্পামিং
স্পাম শব্দ থেকে স্পামিং এসেছে।স্পামিং অর্থ হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রতিনিয়ত বিরক্ত করা। এটা কি কি ভাবে হতে পারে তা নিন্মে বর্ণনা দেওয়া হল :
মেনশন করলে ,
কমেন্ট স্পামিং,
একই স্থানে ঘুরতে গিয়ে সেটা নিয়ে ২-৪ বার পোস্ট করলে। এভাবে সাধারণত স্পামিং হয়ে থাকে।

কপিরাইট
কপিরাইট হচ্ছে একটা আইন ।একজনের মেধাকে আরেকজন ব্যবহার করতে পারে না ।

প্লাগিয়ারিজম
একটা লেখা কপিরাইট করা না তারপর ও সেটা যদি কেউ নিজের বলে চালিয়ে দেয় সেটাই প্লাগিয়ারিজম।
অর্থাৎ অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া।

রি- রাইট
যেই বিষয় পূর্বেই ইন্টারনেটে আছে সেই বিষয় লেখাই হল রি –রাইট। কেউ যদি রি-রাইট করতে চায় তাহলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে ।

যেমন ২০% -২৫% কন্টেন্ট নেট থেকে নিতে পারবে ।তবে সেটাও নিজের ভাষায় লিখতে হবে। আর ৭৫%-৮০% টোটালি নিজের আইডিয়া অভিজ্ঞতা দিয়ে লিখতে হবে ।

ম্যাক্রো পোস্ট
সাধারণত ১০০ শব্দের মধ্যে পোস্ট লিখলে সেটাকে ম্যাক্রো পোস্ট বলে।

২৪ ঘণ্টায় কয়টি পোস্ট করা যায়
এক জন ব্লগার ২৪ ঘণ্টায় ৩ টি পোস্ট করতে পারবে।

উপরক্ত বিষয় গুলো লেভেল ওয়ানে শিখেছি আরও অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি।

Sort:  
 3 years ago (edited)
আপনি খুব সুন্দর ভাবে লেভেল-১ এর অর্জিত বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু আমার মনে হয় আপনি নিয়মগুলো ঠিকভাবে ফলো করেন নাই। abb-school এ খুব সুন্দর ভাবে প্রশ্ন পত্র দেওয়া আছে। আপনাকে সেই নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সেই উত্তরগুলো দেওয়ার পর আপনি চাইলে কিছু এড করতে পারেন যে গুলো আপনি ক্লাশে জানতে পারছেন। আশা করি বুঝতে পারছেন।

ধন্যবাদ।
এখানে প্রশ্ন পত্র দেওয়া আছে

@sikakon

জ্বি ভাইয়া আমার হয়তো বুঝতে ভুল হয়েছে আমি সেই নিয়ম অনুযায়ী ঠিক করার চেষ্টা করতেছি

 3 years ago 

আপনি জিনিশ গুলো বুঝতে পেরেছেন আপু। তবে পোস্ট আরো একটু গুছিয়ে এবিবি স্কুলের লেভেল-১ এর পরীক্ষার পোস্ট টি পড়ে তারপর আপনার এই পোস্ট ইডিট করুন। সেই পোস্ট এ নির্দিষ্ট ট্যাগ ও ব্যবহার করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আপু। শুভকামনা রইলো আপনার পরবর্তি লেভেল গুলোর জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে লেভেল ওয়ান প্রশ্নগুলো উত্তর দিয়েছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপু। অতি শীঘ্রই আপনি লেভেল ওয়ান অতিক্রম করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণায় আজ লেভেল ওয়ানের লিখিত পরিক্ষা দিলাম।

 3 years ago 

পুরো প্রশ্নগুলো আগে লিখে তারপরে উত্তর দিলে পোস্টটি আরেকটু সুন্দর হতো এবং আরেকটু বিস্তারিত লেখা যেত। ধন্যবাদ ও শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া আমাকে এটা বলার জন্য ।আমি তাহলে এডিট করে বিস্তারিত লিখছি আর আগে প্রশ্ন লিখে দিচ্ছি ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66338.04
ETH 3306.77
USDT 1.00
SBD 2.69