আমার কিছু"এলোমেলো"ফটোগ্রাফি।।২৫.০৬.২০২২।@samhunnahar
আসলামুআলাইকুম, আদব-নমস্কার।
প্রিয় “আমার বাংলা ব্লগ” এর সকল বন্ধুরা আশা করি সবাই ভাল এবং সুস্থ্য আছেন? আলহামদুলিল্লাহ আমি ও ভাল এবং সুস্থ্য আছি। প্রিয় বন্ধুরা, আমি আজ কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আমার নিজের মোবাইল দিয়ে করা ছবি আপনাদের সাথে শেয়ার করবো। আমি প্রতিদিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যায়। হঠাৎ আমার কাছে কিছু দৃশ্য খুব সুন্দর লাগে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
নিচে আমার ছবি গুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করা হলোঃ
এই রাস্তা টা হচ্ছে কক্সবাজার বাহার ছরার মেইন গলি।যেটা কক্সবাজার শহরের সব থেকে নাম করা স্থান। যেখানে চাকরি জীবি ও বাচ্চাদের পড়ার সুযোগ- সুবিধার জন্য মানুষ বাসা নেই এবং বাসা বাড়া অনেক ব্যয় বহুল হয়।
বাড়ির আঙ্গিনায় গাছ ও ফুলের বাগান।
সমাজ সেবা অধিদফতর এর কার্যালয় ও পাশে বড় একটি ঝাউ গাছ।
সমাজ সেবা অধিদফতর ভবন।
আমার বাসার বেলখনি থেকে বাইরের দৃশ্য
বর্ষাকালে আমার প্রাণের শহর কক্সবাজার।
আমি যে এলাকায় থাকি এর পাশের কিছু দৃশ্য।
একটি বড় আম গাছ।
আমার বাসার পাশের গলি,যে গলি দিয়ে আমি মেয়েকে স্কুলে নিয়ে যায় এবং বাহার ছরা বাজারে যাওয়া হয়।
আমরা যেখানে থাকি।
পাশের কিছু ছাদ বাগানের দৃশ্য।
দূর থেকে রাস্তার দৃশ্য।
বাসার ছাদে মেহেদী গাছ। অনেক বড় একটি মেহেদী গাছ যা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে চোখে পড়ে লো্ভ সামলাতে পারিনাই তাই একটা ফটোগ্রাফি।
আমার শেয়ার করা সব ছবি আমার মোবাইল দিয়ে করা।ছবির সমস্ত তথ্য নিচে টেবিল আকারে দেয়া হলো-
ছবির সোর্সঃ
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Wiko,T3 |
ফটোগ্রাফার | @samhunnahar |
মডেল | W-V770 |
লোকেশন | কক্সবাজার, বাহার ছরা, বাংলাদেশ |
প্রিয় বন্ধুরা! আজ এখানেই শেষ,আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
আমি সামশুন নাহার হিরা
কক্সবাজার, বাংলাদেশ।
আপু আপনি অনেক সুন্দর ভাবে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে মনমুগ্ধকর ছিল। বাড়ির আঙ্গিনায় গাছ ও ফুলের বাগান এর ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মোবাইল দিয়ে যেকোনো সময়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায় এটা আমাদের জন্য বড় সুবিধা হচ্ছে। আপনিও দারুন কিছু ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লাগছে আপনার ফটোগ্রাফি গুলো। খুব সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।
আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার বাসার বশে পাশে যেসকল দৃশ্য গুলো আছে, তা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। কোন কোন জায়গার ছবি তাও বলেদিয়েছেন। ভালো হয়েছে কিছু জায়গা দেখলাম, কারন আগে দেখা হয়নি আপনার দেখানো কিছু জায়গা।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল।
মাঝে মাঝে এলোমেলো ফটোগ্রাফি অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে কিছু এলোমেলো ফটোগ্রাফির শেয়ার করেছেন। এবং সেইসাথে বর্ণনা দিয়েছেন। আপনার বাসা বাসার আশপাশে গাছপালার সব মিলিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি।
আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। বাসার বারান্দা থেকে অনেকগুলো ফটোগ্রাফি করেছেন দেখছি। তাছাড়া অনেক বড় একটি মেহেদি গাছ দেখতে পেলাম। মেহেদী গেছে আবার অনেকগুলো মেহেদি পাতা রয়েছে। মেহেদি পাতা কিন্তু আমাদের অনেক উপকারে আসে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
মোবাইল ফোনের ক্যামেরা থাকায় সবচাইতে বড় সুবিধা হচ্ছে এটাই যে যখন যা ভালো লাগে তাই ইচ্ছেমতো ছবি তুলে নেয়া যায়। আসলে ছবি তোলার জন্য যে সব সময় সুন্দর সুন্দর জায়গায় যেতে হবে আমার কাছে এমন মনে হয় না। আশেপাশে অনেক সুন্দর জিনিস চোখের আড়ালে থেকে যায়। যাইহোক দারুন কিছু ফটোগ্রাফির জন্য ধন্যবাদ।
@tipu curate
;)
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
আপনি খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আর আপনার ফটোগ্রাফির মাধ্যমে শহরের কিছু সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন তা ছাড়া বর্ষাকালের বৃষ্টিভেজা শহরের সৌন্দর্য দেখে বেশ ভালো লেগেছে।
আপু ছবিগুলো বেশি ভালো হয়নি। ফটোগ্রাফি পোস্টের ছবিগুলো ভালো হওয়া বাধ্যতামূলক। আপনার শহর তো অনেক সুন্দর। চেষ্টা করবেন সেখানকার সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া। পোস্টে কি সার্পোট পাবোনা। কিউরেসনে
যাবে না ভাইয়া?