You are viewing a single comment's thread from:
RE: কক্সবাজার- অনুভূতির সতেজতায় আনন্দ ভ্রমণ (পর্ব-১)
যাক অবশেষে আপনি সময় গুলো আনন্দের সাথে কাটাচ্ছেন পরিবারের সাথে সেটাই ভাল লাগল। সবকিছু পরিবেশ পরিস্থিতির উপরে ছেড়ে দিলেই চলবে না। পরিস্থিতি যেমন হবে হোক সবকিছুকেই মেনে নিয়ে আমাদেরকে আনন্দের সাথে সময়গুলো পার করতে হবে। সেটা আসলে বলার কিছু নেই ভাগ্যে যা থাকে আর কি। আর আপনি যা ফটোগ্রাফি সংগ্রহ করে রেখেছেন মনে হয় আরো দুই বছর চলবে কোন ধরনের ভ্রমণ না করলেও। অবশেষে আপনারা কক্সবাজার ভ্রমণে আসছিলেন বিষয়টি জানা ছিল। তখনকার সময়ের ওয়েদারটা খুবই বাজে ছিল সেটাও জানা ছিল। যাক শত ব্যস্ততার মাঝেও খারাপ পরিস্থিতির মাঝেও আপনারা সুন্দর সময় কাটিয়েছিলেন কক্সবাজার।
একদমই ঠিক বলেছেন আপু, সব কিছু পরিস্থিতির উপর ছেড়ে দেয়া যাবে না। হা হা হা হা তা ঠিক অনেক ফটোগ্রাফি জমা আছে আমার কাছে। অবশ্য আপনার সাথে দেখা হলে ফটোগ্রাফির সংখ্যা আরো কিছুটা বেড়ে যেতো।