সত্যি আপু অনেক বাড়িওয়ালা আছেন ইফতারের সময় সবাইকে ইফতারি পাঠায়। তবে আমাদের এখানেও আছে। বিশেষ করে গ্রামের মধ্যে এ রেওয়াজটা অনেক বেশি দেখা যায়। ভালো লাগে একে অপরের জন্য ভালবেসে খাবার গুলো পাঠালে খেতে। অলস দুপুরে তো বেশ ভালোই হলো তাহলে। এমন রেডিমেড খাবার খেতে পারলে বেশ ভালই লাগে নিজে না করে হি হি হি। খাবার গুলো দেখেই তো মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল।
সেইটাই আপু। এমন রোজার দিনে একে অন্যের বাসায় ইফতারি পাঠালে সেটা দুই পক্ষের জন্যই বোধ হয় ভালোলাগার সৃষ্টি করে।