দেখেই তো সত্যি অনেক ভালো লাগলো আপু হনুমানের দৃশ্য। কারণ সেই বেচারা তো গাছে উঠলো আম খাবার জন্য মনের তৃপ্তি মিটিয়ে আম খাবার পরে কাছ থেকে নেমে চলে গেল। গ্রামে এরকম যদি কোন জীব জন্তু দেখা যায় তাহলে বাচ্চাদের একটা চেঁচামেচি শুরু হয়ে যা বেশ ভালই লাগে। আপনার ভাগ্য ভালো গ্রামে গিয়ে হনুমান দেখতে পেলেন অনেক সুন্দর একটি গল্প শেয়ার করলেন পড়ে অনেক আনন্দ পেয়েছি।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন গ্রামে এ ধরনের ঘটনা ঘটলে বাচ্চাদের বেশ চেঁচামেচি লেগে যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।